‘কবে ডাকবেন?’, জিজ্ঞেস করার ২ দিন পরই ইডির তলব পেলেন টিটাগড়ের প্রাক্তন পুরপ্রধান

বিধান নস্কর, দমদম: পুর নিয়োগ দুর্নীতি মামলায় নানা সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাক পাচ্ছেন বিভিন্ন পুরসভার প্রধানরা। একাধিকবার তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে দুর্নীতি তদন্তের কিনারা করতে চাইছেন তদন্তকারীরা। নানা সময়ে নথি, তথ্য নিয়ে কেন্দ্রীয় তদন্তকারীদের সেই তলবে সাড়াও দিয়েছেন পুরপ্রধানরা। তাঁর ডাক কবে আসবে, তা জানতে বুধবার ইডি (ED) দপ্তরে হাজির হয়েছিলেন টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী। তার ঠিক ২ দিনের মধ্যেই তলব পেলেন তিনি। শুক্রবার ইডির তলবে সাড়া দিয়ে প্রশান্ত চৌধুরী হাজির হলেন সল্টলেকের (Salt Lake) সিজিও কমপ্লেক্সে। এ নিয়ে চারবার তাঁকে তলব করল ইডি। পাশাপাশি এদিন ইডির তলবে হাজির হন বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক।
গত বুধবার আচমকাই টিটাগড়ে (Titagarh) প্রাক্তন পুরপ্রধানকে দেখা যায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। তলব পেয়ে এসেছেন তিনি? এই প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, “আমি এসেছিলাম জানতে যে ওঁরা কবে আসবেন। যিনি আইও, তাঁর কাছে জানতে এসেছিলাম, কবে আমাকে আবার আসতে হবে। বললেন পরে ফোন করে জানাবেন।” এর ২ দিন পর, শুক্রবারই তাঁকে ডেকে পাঠানো হয় ইডি দপ্তরে। ডাক পেয়ে নির্ধারিত সময়েই প্রশান্তবাবু সেখানে পৌঁছে যান। সঙ্গে নথিপত্র।
[আরও পড়ুন: ‘বিশ্বকাপ জিতেই গ্রামের বাড়িতে ফিরব’, মায়ের কাছে শপথ নিলেন শামি]
এর আগে গত ৭ এবং ৮ নভেম্বর তাঁকে তলব করে ইডি। ওই দুদিন ইডি দপ্তরে হাজিরাও দিয়েছিলেন প্রশান্ত চৌধুরী। এই তলবের আগে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই সময় তাঁর দুটি মোবাইল বাজেয়াপ্ত করে ইডি। এর পর ইডি দপ্তরে তলব। প্রশান্তবাবুর দাবি, নথি দিতেই কেবলমাত্র ইডি দপ্তরে আসতে হচ্ছে তাঁকে। এদিন ইডির তলব পেয়ে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজির দিয়েছেন বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক। তাঁর বিরুদ্ধেও পুর নিয়োগ দুর্নীতির একাধিক অভিযোগ ওঠায় নথিপত্র-সহ তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে আমন্ত্রিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, আর কারা থাকবেন?]

Source: Sangbad Pratidin

Related News
ছাত্র বিক্ষোভ, কাজে ‘অসুবিধা’, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অব্যাহতি চাইলেন রবীন্দ্রভারতীর উপাচার্য
ছাত্র বিক্ষোভ, কাজে ‘অসুবিধা’, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অব্যাহতি চাইলেন রবীন্দ্রভারতীর উপাচার্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার ছাত্র বিক্ষোভ চলছেই। যার জেরে পড়াশোনার পরিবেশ নষ্ট, প্রশাসনিক কাজে বাধা। এমনই বেশ কিছু ‘অসুবিধা’র Read more

বারুইপুরে প্রোমোটার খুনে বান্ধবীকে মাঝরাত অবধি জেরা, ধৃত ৩ অভিযুক্ত
বারুইপুরে প্রোমোটার খুনে বান্ধবীকে মাঝরাত অবধি জেরা, ধৃত ৩ অভিযুক্ত

দেবব্রত মণ্ডল, বারুইপুর: চোর সন্দেহে প্রোমোটার খুনের (Promoter Lynching Case) ঘটনার গ্রেপ্তার ৩। আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরও দুজনকে। Read more

‘আগুন নিয়ে খেলবেন না’, তাইওয়ান ইস্যুতে সরাসরি বাইডেনকে হুমকি জিনপিংয়ের
‘আগুন নিয়ে খেলবেন না’, তাইওয়ান ইস্যুতে সরাসরি বাইডেনকে হুমকি জিনপিংয়ের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”যারা আগুন নিয়ে খেলে, শেষ পর্যন্ত নিজেরাই আগুনে পুড়ে যায়।” এমনই আক্রমণাত্মক ভঙ্গিতে মার্কিন (US) প্রেসিডেন্ট Read more

দিনরাত বাবা-মায়ের ঝগড়া, বিরক্ত হয়ে আত্মঘাতী উত্তরপ্রদেশের দুই বোন!
দিনরাত বাবা-মায়ের ঝগড়া, বিরক্ত হয়ে আত্মঘাতী উত্তরপ্রদেশের দুই বোন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে সর্বক্ষণ ঝগড়া হয়। বাবা-মায়ের মধ্যে অশান্তি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিল দুই বোন। জীবনের প্রতিই Read more

হারিয়েছে বা চুরি গিয়েছে আধার কার্ড? চটপট লক করে ফেলুন, জানুন পদ্ধতি
হারিয়েছে বা চুরি গিয়েছে আধার কার্ড? চটপট লক করে ফেলুন, জানুন পদ্ধতি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার কার্ডের নম্বর হাতিয়ে প্রতারণার সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। কখনও আধার নম্বর ব্যবহার করে ব্যাঙ্ক Read more

হন্ডুরাসে মহিলা কারাগারে ভয়াবহ দাঙ্গা, পুড়িয়ে, গুলি করে, কুপিয়ে খুন ৪১
হন্ডুরাসে মহিলা কারাগারে ভয়াবহ দাঙ্গা, পুড়িয়ে, গুলি করে, কুপিয়ে খুন ৪১

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হন্ডুরাসে (Honduras) হাহাকার! জেলের ভিতরেই ভয়ংকর দাঙ্গা। মহিলা কারাগারের ভিতরে কয়েদিদের দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪১ Read more