‘সামলে থেকো গুরু’, শুভেন্দুগড়ে দাঁড়িয়ে অভিষেককে হারানোর চ্যালেঞ্জ নওশাদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিশানায় ‘ডায়মন্ড হারবার’ মডেল। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে তৈরি ‘মডেল’ ভেঙেচুরে নতুন কিছু করতে প্রতিজ্ঞাবদ্ধ বিরোধীরা। আর সেই সূত্রেই আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ডায়মন্ড হারবার থেকে অভিষেকের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইয়ের ময়দানে নামছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। আর তাঁকে সমর্থন দিতে প্রস্তুত বাকি বিরোধী দলগুলি। এমনকী বিজেপিও। বৃহস্পতিবার নন্দীগ্রামে দলীয় কর্মসূচিতে গিয়ে সেখান থেকেই অভিষেককে হারানো নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন নওশাদ। ডায়মন্ড হারবার থেকে ‘মমতার ভাইপো’কে হারানো নিয়ে কার্যত আস্ফালন করলেন। হুঁশিয়ারির সুরে বললেন, ‘এই তো সবে শুরু/ সামলে থেকো গুরু।’
আগেই নওশাদের হয়ে সমর্থনের কথা বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানিয়েছিলেন, ডায়মন্ড হারবারে ‘ভাইপো’কে হারাতে দরকারে অন্য কাউকে দাঁড় করানো হবে। তাঁর ইঙ্গিতে যে নওশাদই ছিলেন, তাও মোটের উপর স্পষ্ট হয়ে গিয়েছিল। তলে তলে বিজেপি-আইএসএফ আঁতাঁত নিয়েও বঙ্গ রাজনীতিতে কানাঘুষো শুরু হতেই অবশ্য শুভেন্দু ঢোঁক গিলেছিলেন। জানিয়েছিলেন, বিজেপি নিজেদের শক্তিতেই ডায়মন্ড হারবারে লড়বে।
[আরও পড়ুন: দুর্নীতি তদন্তে প্রভাব পড়ার আশঙ্কা, ইডির যুক্তি মেনে মানিকের জামিন খারিজ হাই কোর্টে]
এনিয়ে একাধিক জল্পনার মাঝেই বৃহস্পতিবার শুভেন্দুগড়ে কর্মসূচিতে গিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নওশাদ স্পষ্ট বলেন, ”আমি ডায়মন্ড হারবারে দাঁড়াব শুনে তৃণমূলের সব ছোট, মেজো, বড় নেতা আমার পিছনে পড়ে গিয়েছে। আমি যদি এত গুরুত্বপূর্ণ না হই, তাহলে সবাই মিলে কেন আমার পিছনে? ততক্ষণে তো অন্য কাজ করা যেত। আমি আজ এই নন্দীগ্রামে (Nandigram) দাঁড়িয়ে বলছি, মানুষের আশীর্বাদে আমি ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে মমতার ভাইপোকে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেব। তাই তো বলি, এই তো সবে শুরু/সামলে থেকো গুরু।”
[আরও পড়ুন: ট্রেনে কাটা পড়া পা রোগীর পরিজনের হাতে তুলে দিলেন! এনআরএসের নার্সের কাণ্ডে শোরগোল]
কেন ডায়মন্ড হারবার? তারও ব্যাখ্যা দিয়েছেন নওশাদ। তাঁর দাবি, ”এই যে সবাই ডায়মন্ড হারবার মডেল বলে এত কথা বলছে, এত হইহই ব্যাপার, কী সেই মডেল? যেন গোটা দেশে ওই একটাই কেন্দ্র – ডায়মন্ড হারবার। এই কেন্দ্রে সংখ্যালঘু তোষণ, তাঁদের উন্নয়নের কথা বলে তৃণমূল। কিন্তু দিনশেষে দেখা যায়, মুসলিমরাই আসলে বঞ্চিত। কী এমন মডেল যে তাতেও মুসলিমরা এভাবে বঞ্চিত থেকে যাচ্ছে।” যদিও এদিন নওশাদের সঙ্গে ‘সমর্থক’ শুভেন্দুর দেখা হয়েছে কি না, তা জানা নেই।
 

Source: Sangbad Pratidin

Related News
‘আপনার আমলে ক’টা মুসলিম দেশে হামলা হয়েছে?’ ওবামাকে খোঁচা দিয়ে প্রশ্ন রাজনাথের
‘আপনার আমলে ক’টা মুসলিম দেশে হামলা হয়েছে?’ ওবামাকে খোঁচা দিয়ে প্রশ্ন রাজনাথের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে সরব হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (Barak Obama)। এবার তাঁর মন্তব্যের Read more

‘আজ কর্ণাটক যা ভাবছে, আগামী দিনে গোটা ভারত ভাববে’, বলছেন অর্থনীতিবিদরা
‘আজ কর্ণাটক যা ভাবছে, আগামী দিনে গোটা ভারত ভাববে’, বলছেন অর্থনীতিবিদরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী দিনে গোটা দেশকে পথ দেখাবে কর্ণাটক। দক্ষিণের রাজ্যটির ভোটের ফলাফল স্পষ্ট হতেই দাবি করলেন খ্যাতনামা Read more

হরিয়ানার পর তামিলনাড়ুতেও জোট সংকটে বিজেপি, পদ্ম সঙ্গ ছাড়ার হুঁশিয়ারি AIADMK’র
হরিয়ানার পর তামিলনাড়ুতেও জোট সংকটে বিজেপি, পদ্ম সঙ্গ ছাড়ার হুঁশিয়ারি AIADMK’র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও এক রাজ্যে শরিকি কোন্দলে বিজেপি। দিন কয়েক ধরেই হরিয়ানায় জেজেপি-বিজেপি জোট ভাঙা নিয়ে জল্পনা শোনা Read more

‘ওদের জন্যই সুরক্ষার বাতাবরণ দেশে’, রাজ্যে এসে বিএসএফের ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর
‘ওদের জন্যই সুরক্ষার বাতাবরণ দেশে’, রাজ্যে এসে বিএসএফের ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিএসএফের ভূমিকা নিয়ে যখন একের পর এক প্রশ্ন উঠছে, খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন Read more

‘৬০ কিলোমিটারের মধ্যে দু’বার টোল ট্যাক্স নয়’, বড় ঘোষণা নীতীন গড়করির
‘৬০ কিলোমিটারের মধ্যে দু’বার টোল ট্যাক্স নয়’, বড় ঘোষণা নীতীন গড়করির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় সড়কে টোল প্লাজা (Toll Plaza) নিয়ে নয়া ঘোষণা কেন্দ্রের। এবার থেকে ৬০ কিলোমিটারের মধ্যে থাকবে Read more

পুতিনের গ্রেপ্তারি পরোয়ানা ঘিরে বাড়ছে আতঙ্ক! কোন আশঙ্কা রাশিয়ার?
পুতিনের গ্রেপ্তারি পরোয়ানা ঘিরে বাড়ছে আতঙ্ক! কোন আশঙ্কা রাশিয়ার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে রুশ (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) বিরুদ্ধে। ইউক্রেন যুদ্ধে শিশু অধিকার Read more