‘সামলে থেকো গুরু’, শুভেন্দুগড়ে দাঁড়িয়ে অভিষেককে হারানোর চ্যালেঞ্জ নওশাদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিশানায় ‘ডায়মন্ড হারবার’ মডেল। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে তৈরি ‘মডেল’ ভেঙেচুরে নতুন কিছু করতে প্রতিজ্ঞাবদ্ধ বিরোধীরা। আর সেই সূত্রেই আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ডায়মন্ড হারবার থেকে অভিষেকের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইয়ের ময়দানে নামছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। আর তাঁকে সমর্থন দিতে প্রস্তুত বাকি বিরোধী দলগুলি। এমনকী বিজেপিও। বৃহস্পতিবার নন্দীগ্রামে দলীয় কর্মসূচিতে গিয়ে সেখান থেকেই অভিষেককে হারানো নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন নওশাদ। ডায়মন্ড হারবার থেকে ‘মমতার ভাইপো’কে হারানো নিয়ে কার্যত আস্ফালন করলেন। হুঁশিয়ারির সুরে বললেন, ‘এই তো সবে শুরু/ সামলে থেকো গুরু।’
আগেই নওশাদের হয়ে সমর্থনের কথা বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানিয়েছিলেন, ডায়মন্ড হারবারে ‘ভাইপো’কে হারাতে দরকারে অন্য কাউকে দাঁড় করানো হবে। তাঁর ইঙ্গিতে যে নওশাদই ছিলেন, তাও মোটের উপর স্পষ্ট হয়ে গিয়েছিল। তলে তলে বিজেপি-আইএসএফ আঁতাঁত নিয়েও বঙ্গ রাজনীতিতে কানাঘুষো শুরু হতেই অবশ্য শুভেন্দু ঢোঁক গিলেছিলেন। জানিয়েছিলেন, বিজেপি নিজেদের শক্তিতেই ডায়মন্ড হারবারে লড়বে।
[আরও পড়ুন: দুর্নীতি তদন্তে প্রভাব পড়ার আশঙ্কা, ইডির যুক্তি মেনে মানিকের জামিন খারিজ হাই কোর্টে]
এনিয়ে একাধিক জল্পনার মাঝেই বৃহস্পতিবার শুভেন্দুগড়ে কর্মসূচিতে গিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নওশাদ স্পষ্ট বলেন, ”আমি ডায়মন্ড হারবারে দাঁড়াব শুনে তৃণমূলের সব ছোট, মেজো, বড় নেতা আমার পিছনে পড়ে গিয়েছে। আমি যদি এত গুরুত্বপূর্ণ না হই, তাহলে সবাই মিলে কেন আমার পিছনে? ততক্ষণে তো অন্য কাজ করা যেত। আমি আজ এই নন্দীগ্রামে (Nandigram) দাঁড়িয়ে বলছি, মানুষের আশীর্বাদে আমি ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে মমতার ভাইপোকে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেব। তাই তো বলি, এই তো সবে শুরু/সামলে থেকো গুরু।”
[আরও পড়ুন: ট্রেনে কাটা পড়া পা রোগীর পরিজনের হাতে তুলে দিলেন! এনআরএসের নার্সের কাণ্ডে শোরগোল]
কেন ডায়মন্ড হারবার? তারও ব্যাখ্যা দিয়েছেন নওশাদ। তাঁর দাবি, ”এই যে সবাই ডায়মন্ড হারবার মডেল বলে এত কথা বলছে, এত হইহই ব্যাপার, কী সেই মডেল? যেন গোটা দেশে ওই একটাই কেন্দ্র – ডায়মন্ড হারবার। এই কেন্দ্রে সংখ্যালঘু তোষণ, তাঁদের উন্নয়নের কথা বলে তৃণমূল। কিন্তু দিনশেষে দেখা যায়, মুসলিমরাই আসলে বঞ্চিত। কী এমন মডেল যে তাতেও মুসলিমরা এভাবে বঞ্চিত থেকে যাচ্ছে।” যদিও এদিন নওশাদের সঙ্গে ‘সমর্থক’ শুভেন্দুর দেখা হয়েছে কি না, তা জানা নেই।
 

Source: Sangbad Pratidin

Related News
NCP-র ভার যাচ্ছে পওয়ার কন্যা সুপ্রিয়া সুলে-প্রফুল্ল প্যাটেলের হাতে, মানবেন কি ভাইপো অজিত?
NCP-র ভার যাচ্ছে পওয়ার কন্যা সুপ্রিয়া সুলে-প্রফুল্ল প্যাটেলের হাতে, মানবেন কি ভাইপো অজিত?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের ভার নিজের মেয়ে সুপ্রিয়া সুলে এবং ঘনিষ্ঠ প্রফুল্ল প্যাটেলের হাতেই তুলে দিতে চান এনসিপি সুপ্রিমো Read more

‘তালিবান মনে করে আমার শরীরটাও ওদের’, বিস্ফোরক দাবি একমাত্র আফগান পর্ন তারকার
‘তালিবান মনে করে আমার শরীরটাও ওদের’, বিস্ফোরক দাবি একমাত্র আফগান পর্ন তারকার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে আর আফগানিস্তানে (Afghanistan) থাকেন না তিনি। বসবাস করেন ব্রিটেনে (UK)। কিন্তু তালিবান (Taliban)জমানার প্রথম পর্যায়ে Read more

কর্ণাটকে বিজেপি হারলে এগোতে পারে লোকসভা ভোট! কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলেরও সম্ভাবনা
কর্ণাটকে বিজেপি হারলে এগোতে পারে লোকসভা ভোট! কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলেরও সম্ভাবনা

বুদ্ধদেব সেনগুপ্ত: দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য কর্ণাটকও (Karnataka) হাতছাড়া হতে চলেছে গেরুয়া শিবিরের। অন্তত এক্সিট পোলগুলির (Exit Poll) তাই দাবি। Read more

পাট দিয়ে তৈরি শাড়ি অঙ্গে জড়িয়ে ‘টাপা টিনি’র ছন্দে নাচ মনামীর, দেখুন ভিডিও
পাট দিয়ে তৈরি শাড়ি অঙ্গে জড়িয়ে ‘টাপা টিনি’র ছন্দে নাচ মনামীর, দেখুন ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ‘টাপা টিনি’র ছন্দে নাচতে দেখা গেল মনামী ঘোষকে (Monami Ghosh)। এবার পাট দিয়ে তৈরি শাড়ি Read more

‘আমি কিন্তু পোশাক খুলে ফেলব!’, নগ্ন হওয়ার হুমকি মত্ত তরুণীর, ভিডিও ভাইরাল
‘আমি কিন্তু পোশাক খুলে ফেলব!’, নগ্ন হওয়ার হুমকি মত্ত তরুণীর, ভিডিও ভাইরাল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগপুরে (Nagpur) একটি পাবের নিরাপত্তারক্ষীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। মত্ত অবস্থায় থাকা Read more

দু’ তিন মাসের মধ্যেই জিটিএ নির্বাচন, শিলিগুড়ির জনসভায় জানালেন মুখ্যমন্ত্রী
দু’ তিন মাসের মধ্যেই জিটিএ নির্বাচন, শিলিগুড়ির জনসভায় জানালেন মুখ্যমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে পুরভোটের পর পাহাড়ে জিটিএ নির্বাচন (GTA Election) করানো নিয়ে আগেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার একযোগে Read more