সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি ওয়েব সিরিজ ‘এক্স টেপ’, তবে তার সব অভিনেতাই কলকাতার। ‘অল্ট’ প্ল্যাটফর্মে ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে এই হরর সিরিজের স্ট্রিমিং। পরিচালনায় ঋক বসু। যিনি পাওলি দাম অভিনীত ‘দেবী’ ছবিটি পরিচালনা করে নজরে এসেছিলেন একসময়। এই ‘এক্স টেপ’ সিরিজের অন্যতম প্রধান চরিত্রে রয়েছেন ঈপ্সিতা ভট্টাচার্য এবং অন্য মুখ্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন দেবরাজ মুখোপাধ্যায়, দিগন্ত সাহা, পাপিয়া পাল, ঋদ্ধেশ ঠাকুর, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, পায়েল রাহা, পল্লবী দেবনাথ, সুলতান ওয়ানি, চিত্রালি দাস, রাহিল দাস, শ্রীদীপ মুখোপাধ্যায় প্রমুখ। সব অভিনেতাই বলা যায় বাঙালি।
‘এক্স টেপ’ সিরিজের অন্যতম প্রধান চরিত্রে রয়েছেন ঈপ্সিতা ভট্টাচার্য
[আরও পড়ুন: বিরাটের বায়োপিকে রণবীর কাপুর! সৌরভের চরিত্র ফসকানোর পর সুবর্ণ সুযোগ, কী বললেন?]
এমনকী ডিওপি-ও বাংলার–সৌরদীপ হাজরা। মেকআপ, হেয়ারও করেছেন বাঙালি কলাকুশলীরা। অভিনেত্রী ঈপ্সিতা জানালেন, “এটাই আমার প্রথম হিন্দি ওয়েব সিরিজ। এর আগে হিন্দিতে প্রায় ১৫টা মিউজিক অ্যালবাম করেছি। কিছু বাংলা সিরিয়ালও করেছি। ‘এক্স টেপ’ হরর সিরিজ। একটু বোল্ড। আমি ‘শায়রা’র চরিত্রে। যে প্যারানরমাল অ্যাক্টিভিটি নিয়ে রিসার্চ করে। এই চরিত্রটা সে অর্থে বোল্ড নয়। পাঁচজন মুখ্য চরিত্রে। বন্ধুদের গ্রুপের গল্প। সবাইকে ভূত আক্রমণ করে। এমন একটা প্রেক্ষিত থেকে সিরিজের গল্প এগোবে।” ঝলক থেকেই পরিষ্কার বেশ গা-ছমছমে একটি সিরিজ হতে চলেছে। দার্জিলিংয়ে সিরিজের অনেকটা অংশের শুটিং হয়েছে। অভিনেতারা আশাবাদী এই সিরিজটি নিয়ে।
[আরও পড়ুন: চক দে ইন্ডিয়া! ভারতের বিশ্বজয়ের আশায় বিরাট মন্ত্র দিলেন ‘ক্যাপ্টেন কবীর’ শাহরুখ]
Source: Sangbad Pratidin