কারও বমি, কারও গ্যাস্ট্রাইটিস, উত্তরকাশীর টানেলে আটক বহু শ্রমিক অসুস্থ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরকাশীর টানেলে ধস নামার পর কেটে গিয়েছে চার দিন। এখনও উদ্ধার করা সম্ভব হয়নি সুড়ঙ্গপথে আটকে পড়া শ্রমিকদের। অন্তত ৪০ জন এখনও আটকে আছেন সেখানে। ধীরে ধীরে অনেকেরই অসুস্থ হয়ে পড়ছেন বলে খবর। কারও বমি হচ্ছে, কেউ কাতরাচ্ছেন অসহ‌্য মাথা ব‌্যথায়। গ‌্যাস্ট্রাইটিসে ভুগছেন অনেকেই। ক্রমশ অবস্থার অবনতি হচ্ছে। এই পরিস্থিতিতে নিয়মিত স্তরে জল, খাবার এবং ওআরএস পাউচ সরবরাহ করা হচ্ছে শ্রমিকদের কাছে।   
প্রসঙ্গত, চারধাম রোড প্রোজেক্টের অংশ, ব্রহ্মকাল-যমুনোত্রী জাতীয় সড়কে নির্মীয়মাণ সুড়ঙ্গে ধসের জেরে আটকে থাকা শ্রমিকদের মধ্যে আছেন বাংলার তিন জনও। এঁদের নাম জয়দেব প্রামাণিক, মনির তালুকদার এবং শৌভিক পাখিরা। জানা গিয়েছে, টানেলের গভীরে ৪০ মিটার খনন করে উদ্ধারের পরিকল্পনা করছে উদ্ধারকারী দল। পাশাপাশি ধ্বংসস্তূপের মধ্যে থেকে বড় একটি পাথরের চঁাই সরানো হয়েছে ‘অউগার’ নামের একটি যন্ত্র দিয়ে। ওই যন্ত্রের মাধ‌্যমে ড্রিলিং করে, সেখান দিয়ে ৯০০ মিলিমিটারের একটি পাইপ ঢোকানো হয়েছে টানেলের ভিতরে। আর তারই মাধ‌্যমে খাবার, জল-সহ অন‌্যান‌্য জরুরি সামগ্রী সরবরাহ করা হচ্ছে টানেলের ভিতরে আটকে পড়া শ্রমিকদের। খাবারের মধ্যে রয়েছে ড্রাই ফ্রুটস, অঙ্কুরিত ছোলা প্রভৃতি।  
[আরও পড়ুন: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ট্রেনে, দাউদাউ করে জ্বলছে দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেস]
টানেলে আটকে পড়া শ্রমিকদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন চিকিৎসক ড. বিএস পোকরিয়াল। পরে তিনি সংবাদমাধ‌্যমকে জানান, ‘‘শ্রমিকদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। আমরা মাল্টিভিটামিন ট্যাবলেট পাঠিয়েছি পাইপ দিয়ে। কিন্তু ওআরএস পাউচ পাঠাতে পারিনি। কারণ আমাদের আশঙ্কা, ওআরএস পাউচ পাইপে আটকে যেতে পারে। এই একমাত্র পাইপ দিয়েই জল ও খাবার সরবরাহ করা হচ্ছে আটকে পড়া শ্রমিকদের কাছে। শ্রমিকরা ধ্বংসস্তূপের ওপারে প্রায় ১ কিমি এলাকায় ঘোরাফেরা করতে পারছেন। এছাড়া সেখানে বিদ্যুৎ সংযোগও আছে।’’
অন‌্যদিকে উত্তরকাশীর (Uttar Kashi) মুখ্য মেডিক্যাল অফিসার ড. আরসিএস পানওয়ার বলেন, ‘‘টানেলে আটকে পড়া শ্রমিকদের অনেকেরই গ্যাস্ট্রাইটিস দেখা দিয়েছে। তবে যে সব প্রয়োজনীয় মেডিক্যাল সামগ্রী পাঠানো যায়, অনবরত তা পাঠিয়ে চলেছি আমরা। ৭০০০ লিটার ধারণ ক্ষমতার প্রায় ২৫-৩০টি বড় আকারের অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে। প্রয়োজনে টানেলে অক্সিজেন সরবরাহের কাজে আসবে সেগুলি।’’ 
উল্লেখ‌্য, সিল্কইয়ারা এবং দণ্ডলগাঁওয়ের মাঝে তৈরি হচ্ছিল সুড়ঙ্গটি। রবিবার ভোরে সেখানে ধস নামে। টানেলটি সাড়ে চার কিলোমিটার লম্বা। তারই মধ্যে ১৫০ মিটার লম্বা এলাকা জুড়ে ধস নেমেছিল। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান উত্তরকাশীর পুলিশ সুপার অর্পণ যদুবংশী। তাঁর তদারকিতেই শুরু হয় উদ্ধার অভিযান। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল থেকে শুরু করে উদ্ধারকাজ।
[আরও পড়ুন: ছটের ভিড়ে দিল্লি স্টেশনে বন্ধ প্ল্যাটফর্ম টিকিট বিক্রি, কোন পথে শিয়ালদহ-হাওড়া?] 

Source: Sangbad Pratidin

Related News
বারুইপুরে দেখা মিলল বিরল প্রজাতির রাজহাঁসের, ছবি তুলতে হুড়োহুড়ি
বারুইপুরে দেখা মিলল বিরল প্রজাতির রাজহাঁসের, ছবি তুলতে হুড়োহুড়ি

দেবব্রত মণ্ডল, বারুইপুর: বিরল প্রজাতির রাজহাঁসকে ঘিরে শোরগোল বারুইপুরে। রাজহাঁসটিকে নিয়ে স্থানীয়দের কৌতুহল তুঙ্গে। কিন্তু কীভাবে বারুইপুরে এল ভিন দেশের Read more

‘রাস্তায় নেমে লড়াই করতে পারিনি’, বিদ্রোহ কাঁটার মধ্যেই দিলীপের গলায় অত্মসমালোচনার সুর
‘রাস্তায় নেমে লড়াই করতে পারিনি’, বিদ্রোহ কাঁটার মধ্যেই দিলীপের গলায় অত্মসমালোচনার সুর

রূপায়ণ গঙ্গোপাধ্যায় ও দিব্যেন্দু মজুমদার: বঙ্গ বিজেপির (BJP)অন্দরে বিদ্রোহ অব্যাহত। রাজ্য বিজেপির শাসক শিবিরের তিন-চারজন নেতার অভিজ্ঞতা ও কর্মদক্ষতা নিয়ে Read more

সঞ্চয়, ঘরবাড়ি মিলিয়ে কত সম্পত্তির মালিক পার্থ? নির্বাচনী হলফনামার তথ্য জানলে চমকে যাবেন
সঞ্চয়, ঘরবাড়ি মিলিয়ে কত সম্পত্তির মালিক পার্থ? নির্বাচনী হলফনামার তথ্য জানলে চমকে যাবেন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর ঘনিষ্ঠ মডেলের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকারও বেশি নগদ। প্রায় ৭০ লাখের গয়না Read more

১১০ দিন পর কাটল শূন্যতা, প্রথম মহিলা পুরপ্রধান পেল খড়গপুর পুরসভা, এবার দায়িত্বে কল্যাণী ঘোষ
১১০ দিন পর কাটল শূন্যতা, প্রথম মহিলা পুরপ্রধান পেল খড়গপুর পুরসভা, এবার দায়িত্বে কল্যাণী ঘোষ

অংশুপ্রতিম পাল, খড়গপুর: দীর্ঘ টানাপোড়েনের পর শেষ পর্যন্ত বাংলা নববর্ষের আগেই নতুন পুরপ্রধান পেল খড়গপুর পুরসভা। মঙ্গলবার মেদিনীপুর শহরে তৃণমূলের Read more

এবার মোদির কাছে বন্দুকের লাইসেন্স চাইলেন শিবলিঙ্গ নিয়ে বিতর্কিত মন্তব্য করা অধ্যাপক
এবার মোদির কাছে বন্দুকের লাইসেন্স চাইলেন শিবলিঙ্গ নিয়ে বিতর্কিত মন্তব্য করা অধ্যাপক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Mosque) জলাশয়ে শিবলিঙ্গ উদ্ধারের ঘটনার পর তা নিয়ে মামলা উঠেছে সুপ্রিম কোর্টে Read more

মাঝ আকাশে বারবার যান্ত্রিক গোলযোগ, বিমান সংস্থা স্পাইসজেটকে বড়সড় শাস্তি দিল কেন্দ্র  
মাঝ আকাশে বারবার যান্ত্রিক গোলযোগ, বিমান সংস্থা স্পাইসজেটকে বড়সড় শাস্তি দিল কেন্দ্র  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাস্তির মুখে স্পাইসজেট (Spicejet) এয়ারলাইন্স। আগামী আট সপ্তাহ মাত্র অর্ধেক সংখ্যক বিমান চালাতে পারবে সংস্থাটি। ডিজিসিএর Read more