সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্ল্যাশব্যাক, ৯ জুলাই, ২০১৯। ম্যাঞ্চেস্টারের স্কোরবোর্ড দেখে মন ভেঙেছিল ১৩৫ কোটি ভারতীয়র। কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ধোনির ভারত। তৃতীয়বার বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল টিম ইন্ডিয়ার। ২০১৫ সালের পর আরও একবার সেমিফাইনালের মঞ্চ থেকেই বিদায় নিতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনিদের। ছিটকে যাওয়ার যন্ত্রণায় চোখের কোণ ভিজেছিল অক্লান্ত পরিশ্রম আর লড়াই করা ক্রিকেটারদেরও। উলটোদিকের ড্রেসিংরুমে তখনও অকাল দিওয়ালি। ফাইনালে পৌঁছনোর সেলিব্রেশন।
কাট টু, ১৫ নভেম্বর, ২০২৩। চার বছর পর আবর সাগরের তীরে মধুর প্রতিশোধ নিল রোহিত শর্মার ভারত। ধোনির অসম্পূর্ণ কাজ ওয়াংখেড়ের বাইশ গজেই সম্পূর্ণ হল এক মুম্বইকরের হাত ধরে। ২০১১ সালে যে মাঠে শ্রীলঙ্কাকে হারিয়ে ধোনি দ্বিতীয়বার দেশকে বিশ্বজয়ের স্বাদ পাইয়ে দিয়েছিলেন, সেখানেই আজ কিউয়ি বধ করে তৃতীয়বার বিশ্বজয়ের আরও কাছাকাছি পৌঁছে গেলেন রোহিতরা। অদৃশ্যভাবেই যেন ধোনির চোখের জল মুছিয়ে দিলেন রোহিত।
[আরও পড়ুন: গুরুর সামনে নতজানু, স্ত্রীকে ফ্লায়িং কিস, একটাই তো হৃদয় কোহলি, আর কতবার জিতে নেবেন!]
! #TeamIndia march into the FINAL of #CWC23 #MenInBlue | #INDvNZ pic.twitter.com/OV1Omv4JjI
— BCCI (@BCCI) November 15, 2023
খাতায়-কলমে ভারতের স্কোর দশে-দশ।
Source: Sangbad Pratidin