জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: মলদ্বারে লুকিয়ে সোনা পাচারের ছক বানচাল। বিএসএফের তৎপরতায় প্রায় এক কেজিরও বেশি সোনা উদ্ধার করা হয়। যার বাজারদর প্রায় ৬৪ লক্ষ টাকা।
পেট্রাপোল দিয়ে আসা যাত্রীদের রুটিন তল্লাশি চলছিল। সেই সময় মেটাল ডিটেক্টর ইঙ্গিত দেয়। সেই সূত্র ধরে এক যাত্রীর শরীরে তল্লাশি চালানো হয়। মলদ্বার থেকে সোনা উদ্ধার করা হয়। বিএসএফ ওই যাত্রীকে ধরে ফেলে। সোনা বাজেয়াপ্ত করা হয়। ধৃত বছর ঊনষাটের ফয়জল আলি খান মহম্মদ ফলিল। তামিলনাড়ুর নাম্বুথালাইয়ের বাসিন্দা।
[আরও পড়ুন: কে ‘নাসির’? জয়নগর হত্যাকাণ্ডের ‘মাথা’র চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ]
জিজ্ঞাসাবাদে চোরাকারবারি জানায়, সে মুম্বই থেকে মালয়েশিয়া ও বাংলাদেশের বিভিন্ন স্থানে পোশাক রপ্তানি করত সে। গত ১৩ নভেম্বর, মালয়েশিয়া থেকে ঢাকা হয়ে ভারতে ফিরছিল। বেনাপোল বাসস্ট্যান্ডে সিদ্দিকি নামে শ্রীলঙ্কার নাগরিকের সঙ্গে দেখা করে। সে তাকে সোনা পাচারের বরাত দেয়। ১০ হাজার টাকাও দেয় সে। এর পর সে বেনাপোল ল্যান্ডপোর্টের সুলভ শৌচালয়ে যায়। মলদ্বারে সোনার চালান লুকিয়ে রাখে। কিন্তু বাংলাদেশ থেকে আইসিপি পেট্রাপোলের তল্লাশি পয়েন্টে পৌঁছলে তল্লাশির সময় বিএসএফের হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত।
[আরও পড়ুন: তৃণমূল নেতা খুনের ২ দিন পর জয়নগরের গ্রামে ফিরছেন ‘ঘরছাড়া’রা]
Source: Sangbad Pratidin