সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনাই অবশেষে সত্যি হল। বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পরই সব ধরনের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন বাবর আজম। বুধবার এক বিবৃতি দিয়ে নিজেই জানিয়ে দিলেন সে কথা।
সমর্থকদের একরাশ প্রত্যাশা কাঁধে নিয়ে ভারতে পা রেখেছিলেন বাবর আজমরা (Babar Azam)। কিন্তু বিশ্বকাপে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থই হয় পাকিস্তান। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দল। তখন থেকেই শুরু হয়ে যায় জল্পনা। তবে কি ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি? শোনা যাচ্ছিল, প্রাক্তন ক্রিকেটার, পাক বোর্ড চেয়ারম্যান রামিজ রাজা এবং ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে এ নিয়ে কথাও বলেছিলেন বাবর। তাঁদের পরামর্শ মেনেই সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছিলেন। এবার যাবতীয় জল্পনার অবসান নিজেই ঘটালেন বিশ্বকাপের ‘ব্যর্থ’ ক্যাপ্টেন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin