‘তোকেও খুন করব’, এবার ‘হুমকি’ শওকত মোল্লাকে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র একদিন আগে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে খুন হয়েছেন তৃণমূল নেতা। এবার সেই জেলারই শাসকদলের বিধায়ককে খুনের হুমকি দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে (Saokat Mollah) অজ্ঞাত নম্বর থেকে ফোন করে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলে খবর। এ নিয়ে ভাঙড় থানায় অভিযোগও দায়ের করেছেন বিধায়ক।
প্রসঙ্গত, সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে জয়নগরে (Jaynagar) পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুটআউটে (Shootout) খুন হন তৃণমূল অঞ্চল সভাপতি সইফউদ্দিন লস্কর। ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে উন্মত্ত জনতার মারে প্রাণ হারায় অভিযুক্ত। সেই ঘটনার রেশ কাটার আগেই এবার খুনের হুমকি পেলেন শওকত মোল্লা।
[আরও পড়ুন: পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ হিজাব, পরা যাবে আংটি-মঙ্গলসূত্র, কর্নাটকের নির্দেশে তুঙ্গে বিতর্ক]
হুমকি আসা ফোন নম্বরটি প্রকাশ্যে এনেছেন শওকত। বিধায়ককে ফোন করে বলা হয়েছে, “গতকাল খুন করেছি। তোকেও খুন করে দেব। ভাঙড় নয়তো ক্যানিংয়ে খুন করব। তৈরি থাকিস।” তবে ‘উড়ো’ হুমকি নিয়ে সামান্য বিচলিত নন বিধায়ক। তাঁর কথায়, “আমি শহিদ হতে ভয় পাই না।” তবে হুমকির কথা ইতিমধ্যে পুলিশ সুপারকে জানিয়েছেন শওকত। দায়ের করেছেন অভিযোগও।
এদিন আরাবুল ইসলামকে পাশে বিয়ে সাংবাদিক বৈঠক করে শওকত জানিয়েছেন, সকাল ১০টা নাগাদ ভাঙড়ে দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় অজ্ঞাত নম্বর থেকে একটি ফোন আসে তাঁর। কদর্য ভাষায় গালিগালাজ করা হয় বিধায়ককে। ফোনে বলা হয়, জয়নগরের নেতার মতো তাঁকেও খুন করা হবে। এনিয়ে অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। তবে কে এই হুমকি দিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তদন্ত করছে পুলিশ।
[আরও পড়ুন: জলের ড্রাম খুলতেই বেরিয়ে এল মহিলার পচাগলা দেহ, বাড়ি ভাড়া দিয়ে বিপাকে বাগুইআটির চিকিৎসক]

Source: Sangbad Pratidin

Related News
গাছের সঙ্গে বিয়ে, জঙ্গলের আকন্দ ফুলের মালাবদল! কুরমি সমাজের প্রথায় বিয়ে তরুণ কবির
গাছের সঙ্গে বিয়ে, জঙ্গলের আকন্দ ফুলের মালাবদল! কুরমি সমাজের প্রথায় বিয়ে তরুণ কবির

স্টাফ রিপোর্টার: সামনে বিশাল অযোধ্যা পাহাড়। সবুজ ঘাসবন, শাল, পিয়াল, শিমুল, মহুলের জঙ্গল নিয়ে সোজা উঠে গিয়েছে আকাশপানে। পাহাড়ের পায়ের Read more

‘প্রতিহিংসাপরায়ণ নয়, প্রকৃত রাষ্ট্রনায়ক তিনি’, ফের মোদি-বন্দনায় গুলাম নবি আজাদ
‘প্রতিহিংসাপরায়ণ নয়, প্রকৃত রাষ্ট্রনায়ক তিনি’, ফের মোদি-বন্দনায় গুলাম নবি আজাদ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক ইস্যুতে দীর্ঘদিন পর ব্যাকফুটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং তাঁর দল বিজেপি (BJP)। Read more

‘গদর’ ছবির পোশাকেই ছেলের বিয়ের অনুষ্ঠানে হাজির সানি দেওল! নাচলেন ধর্মেন্দ্র
‘গদর’ ছবির পোশাকেই ছেলের বিয়ের অনুষ্ঠানে হাজির সানি দেওল! নাচলেন ধর্মেন্দ্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গদর’ ছবির তারা সিংকে কিছুতেই যেন ভুলতে পারছেন না সানি দেওল। একদিকে যখন প্রেক্ষাগৃহে ফের মুক্তি Read more

সোনিয়ার নির্দেশই শিরোধার্য, পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা সিধুর
সোনিয়ার নির্দেশই শিরোধার্য, পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা সিধুর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল, মঙ্গলবারই নির্দেশ দিয়েছিলেন কংগ্রেসের (Congress) অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। সেই নির্দেশ মেনে বুধবারই Read more

‘কিছুই বুঝলাম না’, WTC ফাইনালে ভারতের দল নির্বাচন নিয়ে তোপ শচীনের
‘কিছুই বুঝলাম না’, WTC ফাইনালে ভারতের দল নির্বাচন নিয়ে তোপ শচীনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (World Test Championship Final) হতশ্রী পারফরম্যান্সের পর টিম ইন্ডিয়াকে একহাত নিলেন শচীন Read more

দুর্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা ও পরিচালক, কেমন আছেন দু’জন?
দুর্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা ও পরিচালক, কেমন আছেন দু’জন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনার কবলে পড়লেন ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার নায়িকা আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন। জানা Read more