ICC ODI World Cup 2023: চাপ কাটাতে বড় অস্ত্র ‘সিক্রেট ফ্যাশন শো!’ টিম ইন্ডিয়ার সাফল্যের কারণ জানালেন রোহিত

রাজর্ষি গঙ্গোপাধ্যায়, মুম্বই: বিশ্বকাপ সেমিফাইনালে বুধবার ভারত-নিউজিল্যান্ড মহারণ ওয়াংখেড়েতে। সেই ম্যাচের উত্তাপ চড়তে শুরু করে দিয়েছে। শেষ চারের লড়াইয়ের আগে ২২ অক্টোবর দুই দলের সাক্ষাৎ হয়েছিল ধরমশালায়। বাইশ গজের সেই যুদ্ধে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া। গোটা ম্যাচেই ভারতীয় দলকে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। ড্যারিল মিচেলের ১৩০ রান, রাচীন রবীন্দ্রর ৭৫ রানের ইনিংসের পরেও, মহম্মদ শামি ৫৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন। রান তাড়া করতে নেমে বিরাট কোহলির ম্যাচ জেতানো ৯৫ রানের ইনিংস তো রয়েইছে। বাইশ গজের যুদ্ধে এই পারফরম্যান্সগুলো সবাই দেখেছেন। কিন্তু আগ্রাসী মেজাজে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার আগে কীভাবে নিজেদের তৈরি করে টিম ইন্ডিয়া? সেটাই ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে নামার আগে খোলসা করলেন অধিনায়ক রোহিত শর্মা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে লিগ পর্বের সেই ম্যাচের প্রসঙ্গ উঠতেই হিটম্যান সাংবাদিক বৈঠকে বলেন, “আমরা এবার ধরমশালায় থাকার সময় মাঠের বাইরে একাধিক অ্যাক্টিভিটি করেছিলাম। ফ্যাশন শো-র আয়োজন করা হয়েছিল। সেই ভিডিও কিন্তু সর্বসমক্ষে আনা হয়নি। তবে গোটা দল সেই সিক্রেট ফ্যাশন শো-তে অংশ নিয়েছিল।”
[আরও পড়ুন: বোলিংয়ের সঙ্গে অনলাইন ফুড ডেলিভারিতেও ঝড় তুলছেন কুলদীপ!]
কিন্তু কেন সেই সিক্রেট ফ্যাশন শো-র আয়োজন করেছিল টিম ম্যানেজমেন্ট? প্রশ্নের জবাবে রোহিত বলেন, “বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই সেমিফাইনাল। সব ম্যাচেই চাপ থাকে। একবার মাঠে পা রাখলে চাপ আরও দ্বিগুণ হয়ে যায়। আর তাই সতীর্থদের খোলা মনে রাখা খুব জরুরি। সবাইকে রিল্যাক্সড রাখাই আমাদের মূল্য উদ্দেশ্য।”
১৯৮৩ সালের প্রথম বিশ্বকাপ জয়ের সময়ে কপিল দেবের ভারতীয় দলের প্রতি কারও কোনও প্রত্যাশা ছিল না। তবে ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব শেষবার কাপ জয়ের আগে প্রত্যাশার পারদ তুঙ্গে উঠেছিল। এবারও বিরাট কোহলি-মহম্মদ শামিদের ঘিরে তেমনই আবেগ দেখা যাচ্ছে। যা টের পাচ্ছেন স্বয়ং ভারত অধিনায়কও। সেটা স্বীকারও করে নিলেন রোহিত।
তাই হিটম্যান বলছিলেন, “বিশ্বকাপ সব অর্থেই অন্য ধরনের এক প্রতিযোগিতা। চাপ তো থাকবেই। চাপের মধ্যেই পারফর্ম করতে হবে। আর আমরা তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই চাপের মুখে খেলেছি। প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ এসেছে। সতীর্থরাও লড়াই করেছে। কারণ ক্রিকেট খেলাই ছিল আমাদের মূল লক্ষ্য।”
২০১৫ সালের পর ২০১৯। গত দুবার কাপযুদ্ধের সেমিফাইনাল থেকেই বিদায় ঘটেছিল টিম ইন্ডিয়ার। তবে এবার রোহিত ও তাঁর সতীর্থরা চাকা ঘোরাতে মরিয়া। সেই মুহূর্তের অপেক্ষায় রয়েছে আসমুদ্রহিমাচল।
[আরও পড়ুন: সেমিফাইনাল মানেই ব্যর্থতা! ওয়াংখেড়েতে কি ইতিহাস বদলাতে পারবেন রোহিত-বিরাট?]

Source: Sangbad Pratidin

Related News
পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতাকে রাতভর জেরা ইডির, ক্রমশ জোরাল গ্রেপ্তারির সম্ভাবনা
পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতাকে রাতভর জেরা ইডির, ক্রমশ জোরাল গ্রেপ্তারির সম্ভাবনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) রাতভর জেরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ম্যারাথন জেরায় অসুস্থ মন্ত্রী। ইতিমধ্যেই তাঁর Read more

কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা, শিয়ালদহ শাখায় বাড়তি ট্রেন চলবে রবিবার
কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা, শিয়ালদহ শাখায় বাড়তি ট্রেন চলবে রবিবার

স্টাফ রিপোর্টার: রবিবার কলকাতা পুলিশের (Kolkata Police) কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা। সেই জন‌্য শিয়ালদহ ডিভিশনের ট্রেনের পরিষেবা সপ্তাহের অন‌্য Read more

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন রায়না, তবে শীঘ্রই ফের নামবেন মাঠে
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন রায়না, তবে শীঘ্রই ফের নামবেন মাঠে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বছর দুই আগেই। এবার আইপিএল-সহ সব ধরনের ঘরোয়া ক্রিকেটেও বিদায় জানালেন Read more

বন্ধ্যাত্বকরণ করাতে গিয়ে বধূর মৃত্যু! চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তাল হাসপাতাল, অবরুদ্ধ সড়ক
বন্ধ্যাত্বকরণ করাতে গিয়ে বধূর মৃত্যু! চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তাল হাসপাতাল, অবরুদ্ধ সড়ক

রাজা দাস, বালুরঘাট: বন্ধ্যাত্বকরণ করাতে গিয়ে মহিলার মৃত্যুর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার সুপার স্পেশ্যালিটি Read more

পাথরের মতো শক্ত হয়ে বেঁকে যাচ্ছে হাত-পা, বিরল রোগে আক্রান্ত হুগলির শিশু, সাহায্যের আর্তি পরিবারের
পাথরের মতো শক্ত হয়ে বেঁকে যাচ্ছে হাত-পা, বিরল রোগে আক্রান্ত হুগলির শিশু, সাহায্যের আর্তি পরিবারের

সুমন করাতি, হুগলি: বিরল রোগে আক্রান্ত ২ বছরের শিশু। তার চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত পরিবার। কিন্তু এবার কীভাবে হবে চিকিৎসা? Read more

রেলে ফিরুক প্রবীণ নাগরিকদের জন্য ছাড়, সুপারিশ কেন্দ্রীয় কমিটির
রেলে ফিরুক প্রবীণ নাগরিকদের জন্য ছাড়, সুপারিশ কেন্দ্রীয় কমিটির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব তাড়াতাড়িই প্রবীণ নাগরিকদের জন্য রেলের সংরক্ষণের ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে, জানাল কেন্দ্র। একটি সংসদীয় কমিটির Read more