ODI World Cup 2023: সেমিফাইনাল মানেই ব্যর্থতা! ওয়াংখেড়েতে কি ইতিহাস বদলাতে পারবেন রোহিত-বিরাট?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) কথা বলছে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট। ৯টি ইনিংসে কোহলির রান ৫৯৪। সমসংখ্যক ইনিংসে রোহিতের সংগ্রহ ৫০৩ রান। ২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে এই মুহূর্তে কোহলি। রোহিত রয়েছেন চার নম্বরে।
বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। শেষ চারের লড়াইয়ের আগে দেশের ক্রিকেটমহলে প্রশ্ন ঘোরাফেরা করছে, কোহলি এবং রোহিতের ব্যাট নক আউটে গর্জে উঠবে তো?
চলতি বিশ্বকাপে দুই তারকা ব্যাটার যে ফর্মে রয়েছেন, যে ভাবে প্রতিপক্ষ বোলারদের মাঠের যত্রতত্র ফেলছেন, তাতে এমন প্রশ্ন ওঠাই উচিত নয়। তবুও উঠছে। কারণ তাঁদের অতীত পরিসংখ্যান। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের সেমিফাইনাল এলে কোহলি ও রোহিতের ‘গাণ্ডীব’ থমকে যায়। বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে দুই তারকার পরিসংখ্যান মোটেও তাঁদের নামের প্রতি সুবিচার করে না। সেই কারণেই দেশের ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জাগছে, সেমিফাইনালে কোহলি ও রোহিত রান পাবেন তো? 
[আরও পড়ুন: কাপযুদ্ধের সেমিফাইনালে ‘আইকন’ শচীনের কোন দুই রেকর্ড ভাঙতে পারেন বিরাট?]
১২ বছর আগে বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত। সেবার রোহিত শর্মা ভারতীয় দলে ছিলেন না। বিরাট কোহলি ছিলেন। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে কোহলি মাত্র ৯ রানে ফিরে যান প্যাভিলিয়নে।
চার বছর পরে ২০১৫-র বিশ্বকাপে কোহলি হয়ে ওঠেন দেশের প্রাণভোমরা। মহেন্দ্র সিং ধোনির দলের ব্যাটিংয়ের ‘তুরুপের তাস’। কোহলির চওড়া ব্যাট গর্জে উঠলেই ভারত জিতবে, এমন একটা ধারণা তৈরি হয়ে যায় কাশ্মীর থেকে কন্যাকুমারী। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপ সেমিফাইনালেও কোহলি ব্যর্থ হন। মাত্র এক রানে জনসন তুলে নেন কোহলিকে। রোহিতও বেশি দূর এগোতে পারেননি। ৩৪ রান করার পরে জনসনের ঘাতক ডেলিভারির কাছে নতিস্বীকার করেন মুম্বইকর। অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ ৩২৮ রান তাড়া করতে নেমে ভারত থেমে যায় ২৩৩ রানে।
২০১৯-এর বিশ্বকাপে রোহিত শর্মা পাঁচ-পাঁচটি সেঞ্চুরি করে সাড়া ফেলে দিয়েছিলেন। প্রতিপক্ষ বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন ‘হিটম্যান’। কিন্তু আসল সময়ে রোহিত শর্মার ‘রথ’ থেমে যায়। শেষ চারের লড়াইয়ে কিউয়িদের বিরুদ্ধে মাত্র ১ রানে ফিরতে হয় রোহিতকে। অধিনায়ক কোহলিও ১ রানে এলবিডব্লিউ হন ট্রেন্ট বোল্টের ডেলিভারিতে।
আগের তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে দুই তারকার ব্যর্থতাই নতুন করে প্রশ্ন তুলছে দেশজুড়ে। এবার কি ইতিহাসের অভিমুখ বদলাবে? রোহিতের ছেলেবেলার কোচ দীনেশ লাঢ আশাবাদী। হাতের তালুর মতো চেনা ওয়াংখেড়েতে ব্যাট হাতে রোহিত নামার আগে দীনেশ বলছেন, ”এবারের বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচেই রোহিত আর কোহলি পারফর্ম করেছে। সেমিফাইনালেও ওরা দুজন রান পাবে।”
কিন্তু আগের নটি ম্যাচ আর সেমিফাইনাল যে সব অর্থেই আলাদা। নক আউট পর্বে পা ফস্কালেই ছিটকে যাওয়ার ভয় আছে। প্রত্যাশার চাপও বাড়ছে। এই চাপ আবার বুমেরাং হয়ে ফিরবে না তো? দীনেশের যুক্তি, ”বেশি কিছু ভাবনাচিন্তার ব্যাপার তো নেই। নটি ম্যাচে ঠিক যেভাবে বিরাট আর রোহিত ব্যাট করে এসেছে, সেই খেলাই খেলতে হবে সেমিফাইনালে। তাহলেই রান আসবে।”
অতীত পরিসংখ্যান ভুলে যাওয়ার পরামর্শ তারকা-ব্যাটারদের দিচ্ছেন বর্ষীয়ান কোচ। বলছেন, ”অতিরিক্ত চিন্তাভাবনা সহজাত খেলা নষ্ট করে দেয়। খোলা মনে খেলো তোমরা।”
গুরুর আশীর্বাদ রয়েছে ছাত্রের উপরে। দেশবাসীর প্রার্থনাও রোহিত-কোহলির সঙ্গে। বাকিটা জানা যাবে বুধবার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে।  
[আরও পড়ুন: বিশ্বকাপে ভরাডুবির জের, পাকিস্তানের পুরো সাপোর্ট স্টাফ ছাঁটাই! ঘোর অনিশ্চয়তায় বাবরের অধিনায়কত্ব]

Source: Sangbad Pratidin

Related News
যদি কপালে লেখো নাম…, ভালবেসে কপালে স্বামীর নামের ট্যাটু করালেন মহিলা, ভিডিও ভাইরাল
যদি কপালে লেখো নাম…, ভালবেসে কপালে স্বামীর নামের ট্যাটু করালেন মহিলা, ভিডিও ভাইরাল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমেতে মজিলে মন…, কী না সম্ভব। ভালবাসার জন্য সাত সমুদ্র তেরো নদী পার করতেও দ্বিধা করে Read more

তীব্র গরমে ফুটপাথে শোয়াই কাল হল! টেম্পোর চাকায় পিষে মৃত ঝুপড়িবাসী মা ও শিশু
তীব্র গরমে ফুটপাথে শোয়াই কাল হল! টেম্পোর চাকায় পিষে মৃত ঝুপড়িবাসী মা ও শিশু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর দুর্ঘটনা দিল্লিতে (Delhi)। টেম্পোর চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ঝুপড়িবাসী এক মহিলা এবং তাঁর শিশুকন্যার। Read more

রাজস্থান রক্ষায় হাতে-হাত গেহলট-পাইলটের! বিজেপির বিরুদ্ধে এককাট্টা লড়াই
রাজস্থান রক্ষায় হাতে-হাত গেহলট-পাইলটের! বিজেপির বিরুদ্ধে এককাট্টা লড়াই

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: কর্ণাটকের জয়ে যেন কংগ্রেসে ‘মরা গাঙে বান এসেছে’। কিছুদিন আগে পর্যন্ত বলা হত শতাব্দীপ্রাচীন দলে বছর হয় Read more

শিক্ষামূলক ভ্রমণে পড়ুয়াদের নিয়ে মসজিদে, সাসপেন্ড স্কুলের প্রিন্সিপাল
শিক্ষামূলক ভ্রমণে পড়ুয়াদের নিয়ে মসজিদে, সাসপেন্ড স্কুলের প্রিন্সিপাল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়ুয়াদের নিয়ে মসজিদে যাওয়ার ‘অপরাধে’ সাসপেন্ড করা হল গোয়ার (Goa) এক স্কুলের প্রিন্সিপালকে। জানা গিয়েছে, সাম্প্রদায়িক Read more

Virat Kohli: লাগাতার খারাপ ফর্ম সত্ত্বেও টি-২০ সিরিজে বিশ্রাম চাইছেন কোহলি? তীব্র সমালোচনা প্রাক্তনদের
Virat Kohli: লাগাতার খারাপ ফর্ম সত্ত্বেও টি-২০ সিরিজে বিশ্রাম চাইছেন কোহলি? তীব্র সমালোচনা প্রাক্তনদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ তিন বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি নেই। বার্মিংহ্যাম টেস্টেও রান পাননি। যার জন্য বারবার সমালোচনার মুখে Read more

তিন রাজ্যে ল্যান্ড স্লাইড ভিকট্রি বিজেপির, নেপথ্যে এই ৫ কারণ?
তিন রাজ্যে ল্যান্ড স্লাইড ভিকট্রি বিজেপির, নেপথ্যে এই ৫ কারণ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখা, রাজস্থান এবং ছত্তিশগড় থেকে হাত শিবিরকে উপড়ে দিয়ে ক্ষমতা প্রতিষ্ঠান- জয়ের হ্যাটট্রিক Read more