অর্ণব দাস, বারাসত: কালীপুজোর (Kali Puja) আনন্দের মাঝে তাল কাটল বারাসতে। এখানকার কালীপুজোর মণ্ডপগুলির মধ্যে বিশেষ আকর্ষণ বারাসতের (Barasat) পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপ। এবছর এখানে উঠে এসেছে হগওয়ার্টস স্কুল অর্থাৎ হ্যারি পটারের (Harry Potter) জাদুনগরী। তার টানে কালীপুজোর ২ দিন পরও দর্শনার্থীদের প্রবল ভিড় মণ্ডপ দর্শনে। তার জেরেই সোমবার রাতে মণ্ডপের একাংশ বসে গেল। বড়সড় দুর্ঘটনা এড়াতে মণ্ডপে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করে দিল প্রশাসন। সোমবার রাত থেকেই এই নিষেধাজ্ঞা জারিতে ক্ষুব্ধ দর্শকরা। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin