খলিস্তানি দাবিকে ‘সমর্থন’ ট্রুডোর, কানাডা থেকে বহিষ্কৃত ভারতীয় শীর্ষ কূটনীতিক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানিদের (Khalistan) দাবিতে সায় দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। সেদেশের খলিস্তানিদের অভিযোগে কার্যত সিলমোহর দিয়ে কানাডায় (Canada) নিযুক্ত এক উচ্চপদস্থ ভারতীয় কূটনীতিককে নির্বাসিত করল ট্রুডোর মন্ত্রীসভা। সোমবারই ট্রুডো জানিয়েছিলেন, কানাডার নাগরিক খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের নেপথ্যে ভারতীয়দের (India) হাত থাকতে পারে বলেই তদন্তকারীদের অনুমান। প্রধানমন্ত্রীর এই ঘোষণার খানিকক্ষণ পরেই কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলি জানান, এক উচ্চপদস্থ ভারতীয় কূটনীতিককে দেশ থেকে বহিষ্কার করা হচ্ছে।
বিবৃতি প্রকাশ করে মেলানি বলেন, কানাডার ভারতীয় গোয়েন্দা বিভাগের প্রধানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কানাডার নাগরিক হরদীপের খুনের সঙ্গে তাঁর যোগ রয়েছে বলেই মনে করছে দেশের নিরাপত্তা বজায় রাখার সংস্থাগুলো। এই অভিযোগ সত্যি প্রমাণিত হলে বোঝা যাবে, কানাডার সার্বভৌমত্বের বড় রকমের বিরোধিতা করা হয়েছে। দুই দেশের সম্পর্ক কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার প্রাথমিক নিয়মও ভেঙেছে। তার জেরেই শীর্ষস্থানীয় এক কূটনীতিককে দেশ থেকে বহিষ্কার করা হল।  
[আরও পড়ুন: মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিসে, প্রচুর নথি নষ্টের আশঙ্কা]
জানা গিয়েছে, খলিস্তানি নেতা খুনে ভারতের যোগ রয়েছে কিনা সেই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও আলোচনা করছেন ট্রুডো। সোমবার তিনি বলেন, “কানাডার এজেন্সির অনুমান খলিস্তানি নেতা খুনে ভারত সরকারের যোগ থাকতে পারে। গত সপ্তাহে জি-২০ সম্মেলন চলাকালীন ব্যক্তিগতভাবে এই বিষয়টি আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছিলাম। তবে এখনও আমি ভারত সরকারের কাছে আবেদন করব, এই বিষয়ে যেন কানাডার সঙ্গে তাঁরা সহযোগিতা করেন।” প্রসঙ্গত, গত জুন মাসে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কানাডার খলিস্তানি নেতা হরদীপের। কানাডার খলিস্তানিদের দাবি, ভারতের মদতেই খুন করা হয়েছে তাঁদের নেতাকে। ২০২২ সালে তাঁর মাথার দাম ১০ লক্ষ টাকা ধার্য করেছিল এনআইএ।
[আরও পড়ুন: মমতার উদ্যোগে শিল্পপতিদের ‘ঘর ওয়াপসি’, উত্তরবঙ্গে বিপুল লগ্নি মিত্তলদের]
 

Source: Sangbad Pratidin

Related News
কিশোরীর অশ্লীল ছবি ফেসবুকে আপলোড! সাইবার অপরাধে অভিযুক্ত ৩ প্রতিবেশী যুবক, শুরু তদন্ত
কিশোরীর অশ্লীল ছবি ফেসবুকে আপলোড! সাইবার অপরাধে অভিযুক্ত ৩ প্রতিবেশী যুবক, শুরু তদন্ত

অর্ণব আইচ: ভয় দেখিয়ে, জোর করে কিশোরীর অশ্লীল ছবি তোলা এবং তারপর তা সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে দেওয়া। গুরুতর Read more

‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ’, মার্কিন সেনেটের ঘোষণায় চাপে চিন
‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ’, মার্কিন সেনেটের ঘোষণায় চাপে চিন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরুণাচল প্রদেশ ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। চিন সেখানে যেভাবে আগ্রাসন দেখাচ্ছে তা নিন্দনীয়। এমনই প্রস্তাব উঠল মার্কিন Read more

চ্যাম্পিয়নস লিগ ড্র: গ্রুপ অফ ডেথে বার্সেলোনা, দেখে নিন চেলসি, রিয়ালদের প্রতিপক্ষ কারা
চ্যাম্পিয়নস লিগ ড্র: গ্রুপ অফ ডেথে বার্সেলোনা, দেখে নিন চেলসি, রিয়ালদের প্রতিপক্ষ কারা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে গ্রুপ অব ডেথ। অন্যদিকে রবার্ট লেয়নডস্কি। দুই সমাপতনে চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপ জমে গেল। বৃহস্পতিবার Read more

প্রবল বৃষ্টির মধ্যেই জঙ্গিদের খোঁজ, হড়পা বানে ভেসে গিয়ে মৃত দুই সৈনিক
প্রবল বৃষ্টির মধ্যেই জঙ্গিদের খোঁজ, হড়পা বানে ভেসে গিয়ে মৃত দুই সৈনিক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টির মধ্যেই এলাকায় টহল দিচ্ছিলেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজেদের কর্তব্যে গাফিলতি করেননি। কিন্তু নিজেদের কাজ Read more

Weather Update: সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা প্রবল, ভেস্তে যেতে পারে বাঙালির ‘ভ্যালেন্টাইনস ডে’
Weather Update: সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা প্রবল, ভেস্তে যেতে পারে বাঙালির ‘ভ্যালেন্টাইনস ডে’

নব্যেন্দু হাজরা: সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ সরস্বতী পুজোর (Saraswati Puja 2022) আনন্দ মাটি হওয়ার সম্ভাবনা প্রবল। আগামী শনিবার বাগদেবীর Read more

Madan Mitra: সংবাদমাধ্যমে আর মুখ খুলবেন না মদন মিত্র! দলের নির্দেশেই সিদ্ধান্ত? দিলেন জবাব
Madan Mitra: সংবাদমাধ্যমে আর মুখ খুলবেন না মদন মিত্র! দলের নির্দেশেই সিদ্ধান্ত? দিলেন জবাব

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার থেকে কোনও ইস্যুতে আর সংবাদমাধ্যমের সামনে মুখ খুলবেন না মদন মিত্র। সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্য Read more