সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিহাড় জেলের শৌচাগারে মাথা ঘুরে পড়ে গেলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendar Jain)। এক বিবৃতিতে দল আপের (AAP) তরফে জানানো হয়েছে, মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসার জন্য প্রাক্তন মন্ত্রীকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভরতি করা হয়েছে।
গত বছরের ৩০ মে আর্থিক তছরূপ কাণ্ডে অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) সরকারের প্রাক্তন স্বাস্থ্য এবং কারামন্ত্রী সত্যেন্দ্রকে গ্রেপ্তার করেছিল ইডি (ED)। এদিন তিহার জেলের মহাপরিচালক সঞ্জয় বানিওয়াল জানান, বৃহস্পতিবার ভোরে জেল হাসপাতালের ৭ নম্বর কক্ষের শৌচাগারে মাথা ঘুরে পড়ে যান সত্যেন্দ্র। দুর্বলতার কারণে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে সেখানে আনা হয়েছিল। এরপরেই ঘটে বিপত্তি।
[আরও পড়ুন: ৭ বছরে ৩০ শিশুকে ধর্ষণ করে খুন! যুবককে প্রাণদণ্ড দিল দিল্লির আদালত]
উল্লেখ্য, জেলবন্দি হওয়ার পর থেকেই অসুস্থতার কথা জানিয়েছিলেন সত্যেন্দ্র। মাঝে অবসাদের কথা জানানোর পর জেলে সঙ্গীর ব্যবস্থা করেছিল কারা কর্তৃপক্ষ। ওই ঘটনায় তিহাড়ের ৭ নম্বর জেলের সুপারিন্টেন্ডেন্টকে শোকজ করা হয়েছিল। যদিও এবার বাস্তবিক জেলের মধ্যে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়লেন সত্যেন্দ্র। এক বিবৃতিতে আপের তরফে জানানো হয়েছে, জেলের শৌচাগারে মাথা ঘুরে পড়ে যান দিল্লির প্রাক্তন মন্ত্রী। মেরুদণ্ড গুরুতর আঘাত পেয়েছেন তিনি। তাঁকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভরতি করা হয়েছে।
[আরও পড়ুন: বিচারপতিদের ভাষা হওয়া উচিত…’ বিচারব্যবস্থার ভাষা নিয়ে মন্তব্য রাষ্ট্রপতির]
গত ১৫ মে সুপ্রিম কোর্টে জামিনের আবদেন করেছিলেন সত্যেন্দ্র জৈন। দিল্লি হাই কোর্টে আর্থিক তছরূপ মামলায় জামিনের আবেদন খারিজ করার পরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি। যদিও সেখানেও খারিজ হয়েছে মন্ত্রীর জামিনের আবদেন।
Source: Sangbad Pratidin