কলকাতার মার্কিন দূতাবাসের ছবি তুলে পাঠান আত্মীয়াকে, নিয়ম ভেঙে বিপাকে বাংলাদেশি

অর্ণব আইচ: কলকাতার মার্কিন দূতাবাসের ছবি তুলে বিপাকে বাংলাদেশি (Bangladeshi)। আমেরিকায় (America) যাওয়ার জন‌্য ‘সস্তার দালাল’-এর সঙ্গে যোগাযোগ করতে আসেন মহম্মদ মিজানুর রহমান নামে বাংলাদেশের ওই বাসিন্দা। তিনি যে কলকাতার মার্কিন দূতাবাসে এসেছেন, তার ‘প্রমাণ’ রাখতেই সেই ছবি তুলে ফেসবুক মেসেঞ্জারে আমেরিকায় আত্মীয়াকে পাঠান। এর পরই তোলপাড় হয় কলকাতার পুলিশ মহলে। ‘সন্দেহভাজন’ ব‌্যক্তি হিসাবেই তাঁকে নিয়ে আসা হয় শেক্সপিয়র সরণি থানায়। চলে আসেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারাও। দফায় দফায় তাঁকে জেরা করা হয়।
পুলিশ জানিয়েছে, ২৬ বছর বয়সের ওই যুবক মহম্মদ মিজানুর রহমান বাংলাদেশের মেহেরপুরের গাংনি থানা এলাকার নিশিপুর গ্রামের বাসিন্দা। তাঁর আত্মীয়া অদিতি মেহেক রহমান থাকেন আমেরিকার ভার্জিনিয়ায়। আত্মীয়ার সঙ্গে দেখা করতে তিনি আমেরিকায় যেতে চান। কিন্তু বাদ সাধে বাংলাদেশের দালাল। তাঁকে বলা হয়, ঢাকা থেকে আমেরিকা যেতে গেলে ১৮ লাখ বাংলাদেশি টাকা লাগবে। যদিও এতে নিরুৎসাহ না হয়ে মিজানুর ও তাঁর আত্মীয়া খোঁজ নিয়ে জানতে পারেন, কলকাতার দালালরা অনেক সস্তায় আমেরিকায় যাওয়ার জন‌্য ভিসার ব‌্যবস্থা করে দেয়। মিজানুর তাঁর পরিচিতদের কাছ থেকে হরিশ নামে কলকাতার এক দালালের সন্ধান পান। বাংলাদেশ থেকে ফোনে তিনি হরিশের সঙ্গে যোগাযোগ করলে সে তাঁকে কলকাতায় আসতে বলে। এই ব‌্যাপারে ওই আত্মীয়া আমেরিকা থেকে তাঁকে ‘গাইড’ করতে থাকেন। রবিবারই কলকাতায় আসেন মিজানুর।
[আরও পড়ুন: নয়া ‘নোটবন্দি’তে লাভ দেশের ব্যাংকগুলির, বাড়বে আমানতের পরিমাণ, দাবি বিশেষজ্ঞদের]
সোমবার সকাল দশটা নাগাদ হো চি মন সরণিতে মার্কিন দূতাবাসের সামনে চলে আসেন। দালাল হরিশের জন‌্য অপেক্ষারত অবস্থায়ই মার্কিন দূতাবাসকে পিছনে রেখে তুলে ফেলেন সেলফি। পুলিশের কাছে মিজানুরের দাবি, তিনি যে মার্কিন দূতাবাসের কাছে এসেছেন, সেই প্রমাণ দিতেই ওই ছবি তোলেন। জানতেন না যে, মার্কিন দূতাবাসের ছবি তোলা নিষিদ্ধ। ওই ছবি তিনি ফেসবুক মেসেঞ্জারে আত্মীয়কে পাঠানোর পর তা চোখে পড়ে মার্কিন গোয়েন্দাদের। সঙ্গে সঙ্গেই তা কলকাতা পুলিশকে জানানো হয়। দূতাবাসের কাছ থেকেই মিজানুরকে ধরে থানায় নিয়ে আসে পুলিশ। গোয়েন্দারা জেরার সঙ্গে সঙ্গে তাঁর মোবাইল পরীক্ষা করেন। তাঁর সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। তিনি আইএসআইয়ের চর অথবা জঙ্গি সংগঠনের সদস‌্য কি না, তা-ও জানার চেষ্টা করেন গোয়েন্দারা। যদিও আত্মীয়াকে ওই ছবি পাঠানো ছাড়া তাঁর অন‌্য কোনও উদ্দেশ‌্য গোয়েন্দারা জানতে পারেননি। পরে তাঁকে ছেড়ে দিলেও সন্দেহের একেবারে উর্ধে রাখা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: ‘মোদির টিকিটে পাপুয়া নিউ গিনির ভোটে লড়ব’, খোঁচা যশবন্ত সিনহার, পালটা বিজেপির]

Source: Sangbad Pratidin

Related News
Independence Day Live Updates: আজ ৭৬তম স্বাধীনতা দিবস, দেশজুড়ে পালিত হচ্ছে অমৃত মহোৎসব
Independence Day Live Updates: আজ ৭৬তম স্বাধীনতা দিবস, দেশজুড়ে পালিত হচ্ছে অমৃত মহোৎসব

আদ ৭৬তম স্বাধীনতা দিবস। দেশজুড়ে উৎসবের মেজাজে পালিত হচ্ছে দিনটি। কড়া নিরাপত্তায় মুড়েছে রাজধানী দিল্লি-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা। লালকেল্লায় Read more

ওড়িশার কাছে পাঁচ গোল হজম মোহনবাগানের, এএফসি কাপ অভিযান শেষ ফেরান্দোদের
ওড়িশার কাছে পাঁচ গোল হজম মোহনবাগানের, এএফসি কাপ অভিযান শেষ ফেরান্দোদের

ওড়িশা –৫ মোহনবাগান–২ (রয় কৃষ্ণ, দিয়েগো,গোডার্ড, অনিকেত,আইজ্যাক) (বুমো, কিয়ান) সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এএফসি কাপ অভিযান শেষই হয়ে গেল মোহনবাগানের।  Read more

বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী কে? সিদ্ধান্ত নিতে পাঁচ সন্তানের অডিশন নিলেন আর্নর্ল্ট
বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী কে? সিদ্ধান্ত নিতে পাঁচ সন্তানের অডিশন নিলেন আর্নর্ল্ট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের ধনীতম ব্যক্তি। বিশাল সাম্রাজ্যের মালিক। বিশ্বের সেরা ফ্যাশন ব্র্যান্ডের মালিকানা রয়েছে তাঁরই দখলে। কিন্তু সেই Read more

অসমের পর বিহার, সরকারি কর্মীদের জন্য কেন্দ্রীয় হারে DA ঘোষণা করল নীতীশের রাজ্য
অসমের পর বিহার, সরকারি কর্মীদের জন্য কেন্দ্রীয় হারে DA ঘোষণা করল নীতীশের রাজ্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের (Assam) পর এবার বিহার (Bihar)। ফের কেন্দ্রের সমহারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার ঘোষণা করল Read more

দেশে প্রথম! রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে বধূকে ব্যথামুক্ত করল কলকাতার হাসপাতাল
দেশে প্রথম! রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে বধূকে ব্যথামুক্ত করল কলকাতার হাসপাতাল

গৌতম ব্রহ্ম: কোমরের ব্যথায় টিকতে পারছিলেন না। বারোটা বেজে গিয়েছিল মেরুদণ্ডের এল ৪, এল ৫ কশেরুকার। এই পরিস্থিতিতে সার্জারি করে Read more

‘ভারত সফল, চিন ব্যর্থ’, কোভিড মোকাবিলায় মোদির প্রশংসায় পঞ্চমুখ বাইডেন
‘ভারত সফল, চিন ব্যর্থ’, কোভিড মোকাবিলায় মোদির প্রশংসায় পঞ্চমুখ বাইডেন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, কোভিডে মৃতের সংখ্যা চেপে গিয়েছে ভারত। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন Read more