সবুজ-মেরুন জার্সি পরায় ইডেনে ঢুকতে সমর্থকদের বাধা দেওয়ার নেপথ্যে কে? মুখ খুলল KKR

অরিঞ্জয় বোস: ইডেনে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের পর প্রায় ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। কিন্তু এই ম্যাচ ঘিরে বিতর্কের রেশ এখনও কাটেনি। সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে ইডেনে ঢুকতে গিয়ে বাধা পেয়েছিলেন বাগান সমর্থকরা। যা নিয়ে বিজ্ঞপ্তি দিয়ে কলকাতার ঘরের দলের ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিল মোহনবাগান। এবার অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে নিজেদের অবস্থান পরিষ্কার করল কেকেআর। জানিয়ে দিল, স্টেডিয়ামের প্রবেশপথে সমর্থকদের আটকানোর নেপথ্যে তাদের কোনও ভূমিকা নেই।
সোমবার কলকাতা নাইট রাইডার্সের তরফে জানানো হয়, “গত ২০ মে কিছু সমর্থককে ইডেন গার্ডেন্সে ঢুকতে নাকি বাধা দিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। এমন খবরই ছড়িয়ে পড়েছে। কিন্তু জানিয়ে দেওয়া ভাল, স্টেডিয়ামে কারা প্রবেশ করবেন না করবেন, তার দায়িত্ব কেকেআর ম্যানেজমেন্টের নয়। এই ম্যাচকে কাজে লাগিয়ে অ্যাম্বুশ মার্কেটিংয়ের চেষ্টা করা হয়েছে। তবে আইপিএল লিগ পলিসি মেনে আইপিএল লিগ অ্যাম্বুশ মার্কেটিং বিরোধী টিম তা দ্রুত রুখে দিয়েছে।” এরপরই যোগ করা হয়েছে, কলকাতার সমর্থকদের সঙ্গে কেকেআরের সম্পর্ক অত্যন্ত মধুর এবং তাঁরা যেভাবে দলকে সমর্থন জানান, তার জন্য ফ্র্যাঞ্চাইজি তাঁদের কাছে কৃতজ্ঞ। কেকেআর তার ফ্যানদের কখনও অপমান করেনি।
[আরও পড়ুন: ‘শচীন-ধোনি অবসর নিলে, আমি পারব না?’, মদনের বক্তব্যে রাজনৈতিক ‘সন্ন্যাস’ গ্রহণের জল্পনা]

#KKR Official Statement pic.twitter.com/QEwLHa6Nry
— KolkataKnightRiders (@KKRiders) May 22, 2023

পরিকল্পনা ছিল ক্রিকেট মাঠে ফুটবলের প্রচার করার। সেই মতোই লখনউ সুপার জায়ান্টস টিমের জন্য স্পেশ্য়াল সবুজ-মেরুন জার্সি তৈরি করিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু সেই ম্যাচেই মোহনবাগানের জার্সি পরে ইডেনে ঢুকতে গিয়ে ‘অপমানিত’ হতে হয় সবুজ-মেরুন সমর্থকদের। অভিযোগ ওঠে, যে সবুজ-মেরুন জার্সিতে মোহনবাগানের লোগো ছিল, তা পরে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। এমনকী একটি ফ্যান ক্লাব ম্যাচ শুরুর আগে সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানিয়ে রীতিমতো মিছিল করে ইডেনে (Eden Gardens) ঢোকার চেষ্টা করেন। কিন্তু মাঠে প্রবেশ করার সময় তাঁদের বাধা দেওয়া হয়। বলা হয়, জার্সির পাশাপাশি মোহনবাগানের পতাকা, স্কার্ফ নিয়েও ঢোকা যাবে না।
এ নিয়েই ক্ষুব্ধ মোহনবাগান তোপ দাগে কেকেআর (KKR) টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এক সমর্থক কোন দলের জার্সি গায়ে চাপাবে, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত পছন্দ। কেউ সেখানে হস্তক্ষেপ করতে পারে না। জাতীয় ক্লাব এবং তার সমর্থকদের ভাবাবেগকে অপমান করেছে টিম ম্যানেজমেন্ট। এবার কেকেআর জানিয়ে দিল, এই ঘটনার সঙ্গে কেকেআর ম্যানেজমেন্টের কোনও সম্পর্ক নেই।
[আরও পড়ুন: ‘দল বদলানোর সময় হয়েছে কোহলির’, ‘বিরাট’ পরামর্শ পিটারসেনের]

Source: Sangbad Pratidin

Related News
৩৭ রাজ্যকে দেওয়া ফিনান্স কমিটির সদস্যর চিঠিতে শোরগোল, তড়িঘড়ি পর্যবেক্ষক নিয়োগ ফেডারেশনের
৩৭ রাজ্যকে দেওয়া ফিনান্স কমিটির সদস্যর চিঠিতে শোরগোল, তড়িঘড়ি পর্যবেক্ষক নিয়োগ ফেডারেশনের

দুলাল দে: কিছুটা অভিযোগ। কিছুটা পরামর্শ দিয়ে ফেডারেশন সেক্রেটারি জেনারেল সাজি প্রভাকরণকে চিঠি দিয়েছেন ফেডারেশনের কার্যকরী কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য Read more

পানীয় জলের দাবিতে আসানসোল পুরনিগমে বিক্ষোভে অগ্নিমিত্রা, বিজেপি কর্মী ও পুলিশের হাতাহাতি
পানীয় জলের দাবিতে আসানসোল পুরনিগমে বিক্ষোভে অগ্নিমিত্রা, বিজেপি কর্মী ও পুলিশের হাতাহাতি

শেখর চন্দ্র, আসানসোল: পানীয় জলের দাবিতে আসানসোল পুরনিগমে অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) নেতৃত্বে বিক্ষোভ দেখাল বিজেপি। ধরনা অবস্থান ও বিক্ষোভকে Read more

‘মুখ্যমন্ত্রী আবোল তাবোল বলার মাস্টার’, বিপ্লব দেবকে আক্রমণ বিদ্রোহী বিধায়ক সুদীপের
‘মুখ্যমন্ত্রী আবোল তাবোল বলার মাস্টার’, বিপ্লব দেবকে আক্রমণ বিদ্রোহী বিধায়ক সুদীপের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি নিজে ত্রিপুরার (Tripura) বিজেপি (BJP) বিধায়ক। তবে ঘোরতর বিপ্লব দেব (Biplab Kumar Deb) বিরোধী। কদিন Read more

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানি? জলদাপাড়া জাতীয় উদ্যানে ফের হাতির মৃত্যুতে চাঞ্চল্য
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানি? জলদাপাড়া জাতীয় উদ্যানে ফের হাতির মৃত্যুতে চাঞ্চল্য

রাজকুমার, আলিপুরদুয়ার: জলদাপাড়া জাতীয় উদ্যানে ফের হাতির মৃত্যু। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গিয়েছে দাঁতালের। একটি সেগুন বাগানে হাতির মৃতদেহ পড়ে থাকতে Read more

সৌদির স্কুলে রোনাল্ডোর সন্তানরা কি মারধর, হয়রানির শিকার? মুখ খুললেন জর্জিনা
সৌদির স্কুলে রোনাল্ডোর সন্তানরা কি মারধর, হয়রানির শিকার? মুখ খুললেন জর্জিনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে সহপাঠীরা খারাপ ব্যবহার করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সন্তানদের সঙ্গে। এমনকী মারও খেতে হয়েছে তাদের। যার জন্য Read more

আরও বিপাকে রাহুল গান্ধী, এবার সাভারকার মন্তব্যের জেরে দায়ের মানহানির মামলা
আরও বিপাকে রাহুল গান্ধী, এবার সাভারকার মন্তব্যের জেরে দায়ের মানহানির মামলা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি পদবী নিয়ে বিতর্কীত মন্তব্যের জেরে সাংসদ পদ খুঁইয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ওই ঘটনার পর Read more