‘বিরাট’ ফর্মে ফিরেছেন কোহলি, অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন পন্টিং

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিলেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)। সতর্ক করে দেওয়ার কারণ বিরাট কোহলির (Virat Kohli) দুরন্ত সেঞ্চুরি। সেই শতরান দেখে বাকিদের মতো পন্টিংও মুগ্ধ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে অজিদের উদ্দেশে পন্টিংয়ের বার্তা, কোহলি নিজেও বিশ্বাস করতে শুরু করেছে, ও নিজের সেরা ফর্মে একপ্রকার পৌঁছিয়েই গিয়েছে। যদিও প্রাক্তন অজি তারকার এই উপলব্ধি হয়েছে মাস খানেক আগেই। সেই সময়ে কোহলির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন পন্টিং। বৃহস্পতিবারের ওই দুর্দান্ত বিরাট-ইনিংস দেখার পরে পন্টিং মনে করছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোহলির উইকেট নিতে চাইবে অস্ট্রেলিয়া। কোহলির উইকেটটাই সব থেকে মূল্যবান হতে চলেছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক।
উল্লেখ্য, ৭ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার আগে আইসিসি দ্বারা আয়োজিত এক ইভেন্টে উপস্থিত থেকে পন্টিং বলছেন, ”প্রায় এক মাস আগে বিরাটের সঙ্গে আমার দেখা হয়েছিল। বেঙ্গালুরুতে ওদের সঙ্গে আমাদের খেলা ছিল। সেই সময়ে ব্যাটিং নিয়ে দীর্ঘক্ষণ বিরাটের সঙ্গে কথা হয়। সেই সময়ে বিরাট আমাকে বলেছিল, নিজের সেরা ফর্মে প্রায় পৌঁছিয়েই গিয়েছে ও।”
[আরও পড়ুন: ‘বিরাট’ সেঞ্চুরি দেখে স্থির থাকতে পারলেন না রজত শর্মা, নাম না করে গম্ভীরকে কটাক্ষ]
 
সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরি প্রসঙ্গে পন্টিং বলছেন, ”গত রাতে বিরাটের ইনিংস সবাই দেখেছে। এবারের আইপিএলে বেশ ভাল ছন্দে রয়েছে কোহলি। আমার বিশ্বাস টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোহলির উইকেটটাই সবচেয়ে দামি হতে চলেছে। অস্ট্রেলিয়া বিরাটের উইকেটটাই নিতে চাইবে।”
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনেক তারকা ক্রিকেটারকেই পাচ্ছে না ভারত। দীর্ঘসময় পাওয়া যাবে না ঋষভ পন্থকে। আইপিএল চলাকালীন চোট পাওয়ায় লোকেশ রাহুল ছিটকে গিয়েছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে। বুমরাহ এখনও পুরোদস্তুর ফিট হননি। পন্টিংয়ের মতে, ফাইনালে ভারতের টপ অর্ডারের সঙ্গে অস্ট্রেলিয়ার পেস আক্রমণেরই টক্কর হবে।
পন্টিং বলেছেন, ”সাধারণত ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হলে সবাই ধরেই নেয়, লড়াইটা আসলে ভারতের স্পিনারদের সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যাটারদের। ওভালে যে উইকেটে আমি খেলেছি, সেই উইকেট ব্যাটিং সহায়ক হয়েই থাকে। খেলা যত গড়াতে থাকে, স্পিনারদের জন্য বিশেষ কিছু থাকে না এই উইকেটে। আমার মনে হয়, লড়াইটা ভারতের টপ অর্ডারের সঙ্গে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিংয়ের।” 
[আরও পড়ুন: অ্যাস্ট্রোটার্ফের বদলে প্রাকৃতিক ঘাস, বারাসত স্টেডিয়াম পরিদর্শন করে জানালেন ক্রীড়ামন্ত্রী]
 

Source: Sangbad Pratidin

Related News
নেতাজির প্রেমে পড়েছিলেন পদ্মজা নাইডু?
নেতাজির প্রেমে পড়েছিলেন পদ্মজা নাইডু?

কুণাল ঘোষ: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সৃজিতের ‘গুমনামি’ দেখেছেন? প্রসেনজিৎ নেতাজির ভূমিকায়। আর অন্তর্ধান রহস্যের তদন্ত যাঁকে কেন্দ্র করে এগিয়েছে, Read more

ডাক্তারি পড়ার দায়
ডাক্তারি পড়ার দায়

রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করল, তখন আনুমানিক হাজার ২০ ভারতীয় ইউক্রেনে আটকে, যার সিংহভাগই ডাক্তারি ছাত্র। কিন্তু এত ছাত্রছাত্রী কেন Read more

বয়কট বিতর্কের মধ্যেই ‘পুরনো বন্ধু’রা মোদির পাশে, নতুন সংসদের উদ্বোধনে থাকছে একাধিক দল
বয়কট বিতর্কের মধ্যেই ‘পুরনো বন্ধু’রা মোদির পাশে, নতুন সংসদের উদ্বোধনে থাকছে একাধিক দল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করাকে কেন্দ্র করে বিরোধীরা যখন একজোট হওয়ার চেষ্টা করছে, ঠিক Read more

প্রাক্তন ও বর্তমানের হৃদয়ের ধর্মযুদ্ধ! ‘অর্ধাঙ্গিনী’র ট্রেলারে নজর কাড়লেন চুর্ণী-কৌশিক-জয়া
প্রাক্তন ও বর্তমানের হৃদয়ের ধর্মযুদ্ধ! ‘অর্ধাঙ্গিনী’র ট্রেলারে নজর কাড়লেন চুর্ণী-কৌশিক-জয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন আর বর্তমান। এক পুরুষের জীবনের দুই নারীর হৃদয়ের যুদ্ধ এবার দেখা যাবে বড়পর্দায়। আসছে কৌশিক Read more

এপ্রিলে দেশে কর্মসংস্থানে রেকর্ড বৃদ্ধি, কাজ পেয়েছেন ৮৮ লক্ষ মানুষ
এপ্রিলে দেশে কর্মসংস্থানে রেকর্ড বৃদ্ধি, কাজ পেয়েছেন ৮৮ লক্ষ মানুষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খারাপ সময়ে কিছুটা হলেও ভাল খবর দিল মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির (Centre for Monitoring Indian Economy) সাম্প্রতিক Read more

ঘণ্টাখানেকের অগ্নিকাণ্ডে সব শেষ, পুড়ে ছাই বেহালা বাজারের ২৪টি দোকান
ঘণ্টাখানেকের অগ্নিকাণ্ডে সব শেষ, পুড়ে ছাই বেহালা বাজারের ২৪টি দোকান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরে অগ্নিকাণ্ড। এবার ঘটনাস্থল বড়িশা স্কুল সংলগ্ন বেহালা চৌরাস্তায়। ভস্মীভূত অন্তত ২৪টি দোকান। কীভাবে আগুন Read more