জাতি দাঙ্গায় রক্তস্নাত মণিপুরে ভরসা জোগাচ্ছে ‘সফেদ ঝান্ডা’

অর্ণব আইচ: লাল ঝান্ডা বোঝায় সংগ্রাম। বয়ে নিয়ে আসে আগুন জ্বালা প্রতিবাদী স্বর। আর সফেদ ঝান্ডা দেয় শান্তি, আশ্বাস, নিরাপত্তা ও ভরসা। তুমুল সংঘাতের মাঝেও তা দেয় স্বস্তির নিঃশ্বাস ফেলার কিছুটা সময়। এবার জাতি দাঙ্গায় রক্তস্নাত মণিপুরে আতঙ্কিত মানুষকে ভরসা জোগাচ্ছে সেই ‘সফেদ ঝান্ডা’।
৩ মে থেকেই মণিপুরে সংখ্যাগুরু মেতেই জনজাতির সঙ্গে রক্তাক্ত সংঘাত চলছে কুকি-ঝোমি ও অন্য আদিবাসীদের। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন পঞ্চাশ জনেরও বেশি মানুষ। বেশকিছু এলাকায় বন্ধ ইন্টারনেট। বিরোধীদের চাপ ও সমালোচনার মুখে মৌনব্রত ভেঙেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর বক্তব্য, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সাধারণ মানুষের কাছে তাঁর আহ্বান, সকলে শান্তি বজায় রাখুন। তবে এখনও উত্তর-পূর্বের রাজ্যটিতে জাতি দাঙ্গার আগুন ধিকি ধিকি জ্বলছে। এহেন পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে সফেদ ঝান্ডা হাতে তুলে নিয়েছে এইচ ওয়াজাং নামের একটি গ্রাম।
[আরও পড়ুন: প্রাক্তন প্রেমিকার সঙ্গে সম্পর্ক, রাগের বশে ইট দিয়ে সহকর্মীর মাথা থেঁতলে খুন!]
মণিপুরের কাকচিং জেলার পাল্লেলের কাছেই এইচ ওয়াজাং গ্রাম। কুকি-মেতেই সংঘাতে সেখানেও ছড়িয়েছে আতঙ্ক। তবে সাদা পতাকা টাঙিয়ে ওই গ্রাম শান্তির বার্তা দিচ্ছে। এই ‘হোয়াইট ফ্ল্যাগ ইনিশিয়েটিভে’র অন্তর্গত মেতেই ও কুকিদের মধ্যে একাধিক আলোচনা সভার আয়োজন করা হয়। দু’পক্ষই হিংসা বন্ধ করে শান্তি ফেরানোর পক্ষে। অত্যন্ত লক্ষণীয় ভাবে, এহেন পদক্ষেপের পুর থেকেই পাল্লেল ও আশপাাশের অঞ্চলে সেই অর্থে হিংসার কোনও বড়সড় ঘটনা ঘটেনি। ফলে রাজ্যের অন্যান্য অঞ্চলেও এইচ ওয়াজাং গ্রামকে উদাহরণ হিসেবে রেখে শান্তি ফেরানোর চেষ্টা করছে সেনা ও প্রশাসন।
উল্লেখ্য, রাজ্য ও কেন্দ্রকে প্রতিবাদী বার্তা দিতেই ৩ মে ‘ট্রাইবাল সলিডারিটি মার্চ’ শুরু করে ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’। মেতেইদের তফসিলি উপজাতির তকমা না দেওয়ার দাবিতেই ছিল এই মিছিল। ক্রমেই তা হিংসাত্মক আকার ধারণ করে। মেতেই সংখ্যাগুরু ইম্ফল উপত্যকায় বেশকিছু বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। আর এর প্রতিক্রিয়াও হয় প্রায় সঙ্গে সঙ্গে। গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে হিংসা।
[আরও পড়ুন: কাটল জট, কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? চূড়ান্ত করে ফেলল কংগ্রেস]

Source: Sangbad Pratidin

Related News
হামাস নিয়ে প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রীর ‘ভুয়ো’ জবাব, মহুয়ার মতোই পদক্ষেপ করবে কেন্দ্র?
হামাস নিয়ে প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রীর ‘ভুয়ো’ জবাব, মহুয়ার মতোই পদক্ষেপ করবে কেন্দ্র?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামাসকে (Hamas) কি জঙ্গি গোষ্ঠী হিসেবে ঘোষণা করবে কেন্দ্র? এমনই এক লিখিত প্রশ্নের নাকি উত্তর দিয়েছেন Read more

এবার মহিলাদের রেস্তরাঁয় প্রবেশেও নিষেধাজ্ঞা, ধর্মগুরুদের পরামর্শে নয়া ফতোয়া তালিবানের
এবার মহিলাদের রেস্তরাঁয় প্রবেশেও নিষেধাজ্ঞা, ধর্মগুরুদের পরামর্শে নয়া ফতোয়া তালিবানের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালে ক্ষমতায় আসার পর মহিলাদের বিষয়ে নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিল তালিবান (Taliban)। কিন্তু সময় যত Read more

Weather Update: চলতি সপ্তাহেই রাজ্যে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আর কী বলছে হাওয়া অফিস
Weather Update: চলতি সপ্তাহেই রাজ্যে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আর কী বলছে হাওয়া অফিস

নিরুফা খাতুন: ঘূর্ণিঝড় ‘মোকা’ সরাসরিভাবে প্রভাব ফেলতে পারেনি বাংলায়। তবে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হয়েছে রাজ্যে। আগামী মঙ্গলবার থেকে নতুন Read more

‘মদের চেয়ে গাঁজা ভাল, অপরাধ প্রবণতা কমায়’, বিজেপি বিধায়কের আজব দাবিতে বিতর্ক
‘মদের চেয়ে গাঁজা ভাল, অপরাধ প্রবণতা কমায়’, বিজেপি বিধায়কের আজব দাবিতে বিতর্ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপায়ীদের অপরাধ প্রবণতা বেশি। যাঁরা গাঁজা-ভাঙের নেশা করেন, তাঁরা খুন, ধর্ষণ, ডাকাতির মতো অপরাধ করেছেন, এমনটা Read more

‘২০১৯’এ রাজ্যে ছিল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া’, টানাপোড়েনের মাঝেই আই-প্যাকের নয়া দাবি
‘২০১৯’এ রাজ্যে ছিল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া’, টানাপোড়েনের মাঝেই আই-প্যাকের নয়া দাবি

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আই-প্যাকের (I-PAC)সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছে। তার মাঝেই তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থার ওয়েবসাইটে Read more

কুন্তলের চিঠি মামলা: ‘প্রেসিডেন্সি জেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শেষ’, হাই কোর্টে জানাল CBI
কুন্তলের চিঠি মামলা: ‘প্রেসিডেন্সি জেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শেষ’, হাই কোর্টে জানাল CBI

গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী কুন্তল ঘোষের চিঠি মামলায় প্রেসিডেন্সি জেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল সিবিআই। শুক্রবার বিচারপতি Read more