মারাদোনার মূর্তিতে মালা দেবেন মার্টিনেজ, কলকাতা সফরে আর কোথায় যাবে বিশ্বজয়ী তারকা?

শতদ্রু দত্ত: ইচ্ছে তো কত কী হয়। কিন্তু সব ইচ্ছে কি আর সব সময় পূরণ হয়? তবে এত কম সময়ের মধ্যে এরকম ভাবে আমার একটা স্বপ্নপূরণ হতে চলেছে, ভাবতেই পারিনি। এমিলিয়ানো মার্টিনেজের কথা বলছি। কাতার বিশ্বকাপ ফাইনাল দেখার পর যখন স্টেডিয়াম থেকে হোটেলে ফিরছিলাম, মনে মনে ভাবছিলাম, একে যদি একবার কলকাতায় নিয়ে যাওয়া যেত। সেই সময় আমার আদর্শ সৌরভ গঙ্গোপাধ্যায়ও সঙ্গে ছিল। তখন তো আর মাঠের বাইরে দেখিন। শুধুই কাতার বিশ্বকাপে গ্যালারি থেকে দেখে যেটুকু ধারণা করা যায় আর কী।
মাঠের ভিতর জেতার জন্য কী অদম্য বাসনা। সম্ভব হলে প্রতিপক্ষকে ছিঁড়ে খায়। সেদিন গ্যালারি থেকে দেখে মনে হয়েছিল, ব্যবহারেও মারাত্মক আক্রমণাত্মক। কিন্তু অ্যাস্টনভিলায় গিয়ে মার্টিনেজের সঙ্গে যখন আলাপ হল, দেখলাম, একদম অন্য গ্রহের মানুষ। এই মানুষটাই মাঠের মধ্যে ওরকম আক্রমণাত্মক হয়ে ওঠে ভাবাই যায় না। অনেকটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো। মাঠের বাইরের অত্যন্ত বিনয়ী, ধীর-স্থির দাদা যেরকম মাঠের মধ্যে প্রতিপক্ষর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ত, মার্টিনেজও তো সেরকম।
কাতার বিশ্বকাপের পর কলকাতায় এসেই যোগাযোগ শুরু করলাম, মার্টিনেজের ম্যানেজারের সঙ্গে। জানতে পারলাম, উনি বার্সোলোনায় থাকবেন। যোগাযোগ করে সঙ্গে সঙ্গে বার্সেলোনায় গিয়ে আলোচনায় বসে গেলাম। বোঝালাম, মার্টিনেজকে নিয়ে কলকাতায় আর্জেন্টিনার ফ্যানদের মধ্যে কী মারাত্মক উত্তেজনা। মারাদোনা-মেসি সবাই যে কলকাতা ঘুরে গিয়েছে, বললাম। তারকা গোলকিপারের ম্যানেজারের মুখ থেকে যা জানলাম, তাতে মার্টিনেজের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। বললেন, শুধুমাত্র টাকার জন্য ও কিছু করতে চায় না। ওকে আনতে হলে, বেশ কিছু ফাউন্ডেশনে সাহায্য করতে হবে। কারণ, সামাজির কাজের জন্য অনেক ফাউন্ডেশনের সঙ্গে মার্টিনেজ যুক্ত। সব কিছু ঠিক ঠাক হওয়ার পর লন্ডন গেলাম, আর্জেন্টাইন তারকার সঙ্গে দেখা করতে। একদিন অ্যাস্টনভিলার ভিআইপি বক্সে বসে ওর পরিবারের সঙ্গে ম্যাচ দেখলাম। ম্যাচের পর মাঠেই ওর সঙ্গে নেমে পড়লাম। ওর ছেলের সঙ্গে আমার ছেলে দিয়েগোও তখন খেলছে। দিয়েগোকে গোলে রেখে প্র্যাকটিসও করালো মার্টিনেজ। একেবারে মাটির মানুষ। বাংলাদেশে জানত। কিন্তু কলকাতাতেও ওর যে এত ফ্যান সত্যিই ধারণা করতে পারেনি। সব শুনে এখানে আসার জন্য উত্তেজিত।
[আরও পড়ুন: কেন বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন নিষিদ্ধ? সুপ্রিম কোর্টে প্রশ্নের জবাব দিল রাজ্য]
বারবার করে ওর বাঁ পায়ের দিকে আমার নজর চলে যাচ্ছিল। ফাইনালের একেবারে শেষ মুহূর্তে ফ্রান্সের মুয়ানির শটটি যদি বাঁ পা দিয়ে না আটকাতো, মেসির বিশ্বকাপ পাওয়া তো ওখানেই শেষ। তারপর আবার টাইব্রেকারে। কিন্তু অ্যাস্টনভিলার মাঠে দাঁড়িয়ে আমার সঙ্গে যখন গল্প করছিল, কী ভীষণ শান্ত। দেখে বোঝাই যাবে না এই ভদ্রলোকই মাঠের ভিতর ওরকম আক্রমণাত্মক আচরণ করে।
আপাতত যা ঠিক হয়েছে, তাতে ৩ জুলাই রাতেই কলকাতায় পৌঁছে যাবে। পরের দিন সকালে হোটেলে কিছু অনুষ্ঠান। বিকেলে মোহনবাগান মাঠে যাবে মার্টিনেজ। সেখানে কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের ম্যাচ বল মেরে উদ্বোধন করবেন। তবে ইপিএলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার জন্য এই মুহূর্তে অন্য কোনও জায়গায় খেলতে পারবেন না তিনি। তবে জামা-প্যান্ট পরেই কিছু বল হয়তো গ্যালারিতে মারবেন। কিছু শটও হয়তো বারের তলায় দাঁড়িয়ে আটকাবেন। ঠিক হয়েছে, মোহনবাগানে যাওয়ার পরের দিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়ে মারাদোনার মূর্তিতে মালা দেবেন মার্টিনেজ। সেখানে স্পনসরারদের একটা টাইব্রেকার প্রতিযোগিতাও থাকবে। সেখানে থাকবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। নিয়ে যাব উত্তরপাড়াতেও। কিছুদিন আগে আমার বন্ধু বিকাশ সিং ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। ওর পরিবারকে সাহায্যের জন্যই নিয়ে যাব উত্তরপাড়ায়।
কলকাতায় মার্টিনেজ আসছে শুনে বাংলাদেশেও এই মুহূর্তে প্রবল উত্তেজনা। সেখানে থেকেও অনেকে যোগাযোগ শুরু করেছেন মার্টিনেজের জন্য। সব কিছু ঠিক ঠিক হলে, ৬ এপ্রিল কলকাতা থেকেই বাংলাদেশ যেতে পারেন।
[আরও পড়ুন: নেপালে দুর্ঘনাগ্রস্ত ভারতীয় পর্বতারোহী, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলেন গৌতম আদানি]

Source: Sangbad Pratidin

Related News
দিল্লিতে মোদি-শাহর সঙ্গে সাক্ষাৎ সৌরভের! রাজনীতির প্রসঙ্গ নাকি অন্য কারণ? তুঙ্গে জল্পনা
দিল্লিতে মোদি-শাহর সঙ্গে সাক্ষাৎ সৌরভের! রাজনীতির প্রসঙ্গ নাকি অন্য কারণ? তুঙ্গে জল্পনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় কি রাজনীতিতে যোগ দিতে চলেছেন? কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে হাত মিলিয়েই কি শুরু করবেন Read more

২৪-৩০ জুলাইয়ের Horoscope: ঋণের বোঝা ঘাড়ে চাপতে পারে এই রাশির জাতকদের, কী রয়েছে আপনার ভাগ্যে?
২৪-৩০ জুলাইয়ের Horoscope: ঋণের বোঝা ঘাড়ে চাপতে পারে এই রাশির জাতকদের, কী রয়েছে আপনার ভাগ্যে?

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? শরীর-স্বাস্থ্য ঠিক থাকবে তো? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ Read more

প্রথমবার হুমা কুরেশির সঙ্গে জুটিতে পরমব্রত, ‘মিথ্যা’র ট্রেলারে জমাট বাঁধল রহস্য
প্রথমবার হুমা কুরেশির সঙ্গে জুটিতে পরমব্রত, ‘মিথ্যা’র ট্রেলারে জমাট বাঁধল রহস্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি ওয়েবে সিরিজ ফের পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। রবিনা ট্যান্ডনের সঙ্গে ‘আরণ্যক’ সিরিজে জুটি বাঁধার পর Read more

নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাই কোর্ট
নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাই কোর্ট

গোবিন্দ রায়: এখনই নিষ্পত্তি হচ্ছে না এসএসসি (SSC) নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলার। সিবিআই তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশের মেয়াদ আরও Read more

ধর্ম সংসদে হিংসার উসকানি! আটক মুসলিম থেকে হিন্দু হওয়া জিতেন্দ্র ত্যাগী
ধর্ম সংসদে হিংসার উসকানি! আটক মুসলিম থেকে হিন্দু হওয়া জিতেন্দ্র ত্যাগী

সংবাদ প্রতিদন ডিজিটাল ডেস্ক: হরিদ্বারে (Haridwar) ধর্ম সংসদে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ডাক দিয়েছিলেন যতি নরসিংহানন্দ (Yati Narsinghanand)। ওই ঘটনায় Read more

হ্যাকারদের থেকে মুক্তি পেয়েই নতুন চমক, এবার হিন্দি সিনেমায় দেব!
হ্যাকারদের থেকে মুক্তি পেয়েই নতুন চমক, এবার হিন্দি সিনেমায় দেব!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই হ্যাকারদের পাল্লায় পড়েছিল দেবের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্য়ানেল। অনেক কষ্টে হ্য়াকারদের থেকে মুক্তি পেয়েছেন। Read more