কাকা মূক-বধির, সুযোগ বুঝে কাকিমাকে কুপ্রস্তাব যুবকের, প্রতিবাদ করতেই বেধড়ক মার

ধীমান রায়, কাটোয়া: কাকা মূক ও বধির। জনমজুরি করেন। কাকিমা বাড়িতে একাই থাকেন। সেই সুযোগে কাকিমাকে বারংবার কুপ্রস্তাব দিত ভাসুরপো। আর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মদ্যপবস্থায় কাকিমাকে বেদম মারধরের অভিযোগ উঠেছে ভাসুরপোর বিরুদ্ধে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে মার খেয়েছেন ওই দিব্যাঙ্গ ব্যক্তিও। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার খেড়ুর গ্রামের। সোমবার রাতে ওই ঘটনার পর মঙ্গলবার প্রহৃত বধূ ভাতার থানায় তার ভাসুরের ছেলে কার্তিক দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত যুবক পলাতক বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খেড়ুর গ্রামের বাসিন্দা বছর তিরিশের ওই বধূ ও তাঁর দিব্যাঙ্গ স্বামী দুজনেই জনমজুরির কাজ করেন। পাশাপাশি বাড়ি বধূর ভাসুরের। ভাসুরের ছেলে কার্তিক বিবাহিত। কিন্তু মাস পাঁচেক আগে কার্তিকের স্ত্রী তাঁকে ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছেন। বধূর অভিযোগ, স্ত্রী চলে যাওয়ার পর থেকেই কার্তিক তাঁকে কুপ্রস্তাব দি। একাধিকবার কুপ্রস্তাব দেওয়ার পর বধূ তার ভাসুরকেও বিষয়টি জানান। কার্তিকের কৃতকর্মের জন্য তার বাবা মা অপমানও করেন। কিন্তু তারপরেও কার্তিকের ওই ধরনের আচরণ বন্ধ হয়নি বলে জানান বধূ।
[আরও পড়ুন: অ্যাম্বুল্যান্স চালকদের বচসার জেরে রোগীমৃত্যু: কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর, ধৃত ৩ চালক]
প্রহৃত বধূ জানান, সোমবার ভাতার বাজারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো-র কারণে পাড়ার অন্যান্য বাড়িগুলিতে লোকজন কম ছিল। সন্ধ্যার মুখে কার্তিক তাঁর কাকার বাড়িতে যায়। তারপর কাকিমাকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। কুপ্রস্তাব দিতে থাকে বলে অভিযোগ। বধূ জানান মদ্যপবস্থায় কার্তিকের এই আচরণের জন্য তিনি পুলিশকে জানাবেন বলে কার্তিককে হুঁশিয়ারি দেন। অভিযোগ, তখন কার্তিক একটি লাঠি তুলে কাকিমাকে বেধড়ক পেটাতে থাকে। বধূর স্বামীও ছিলেন বাড়িতে। দেখতে পেয়ে তিনি স্ত্রীকে বাঁচাতে এলে তাঁকেও মারধর করা হয়।
তখন মহিলা ও তাঁর স্বামী কোনওরকমে নিজেদের বাঁচিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। তখনও কার্তিক দীর্ঘক্ষণ ঘরের সামনে দাঁড়িয়ে ছিলেন বলে অভিযোগ। বধূ চিৎকার করে লোকজন ডাকাডাকি করতে থাকেন। অনেক পরে কার্তিক চলে গেলে বধূ ও তার স্বামী বেরিয়ে আসেন। পাড়াপ্রতিবেশীদের জানানো হয়। বধূর বাপের বাড়ির লোকজন খবর পেয়ে আসেন। মঙ্গলবার কার্তিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বধূ। পুলিশ জানায় ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
[আরও পড়ুন: ‘পরীক্ষা দিয়ে চাকরি পেতে আপত্তি কোথায়’, চাকরি বাতিল মামলায় ডিভিশন বেঞ্চেও প্রশ্নের মুখে পর্ষদ]
 

Source: Sangbad Pratidin

Related News
এবার দূরপাল্লার ট্রেনের শৌচালয়ে নজর রেলের, কমোডে আবর্জনা ফেললে জরিমানার ভাবনাও
এবার দূরপাল্লার ট্রেনের শৌচালয়ে নজর রেলের, কমোডে আবর্জনা ফেললে জরিমানার ভাবনাও

সুব্রত বিশ্বাস: এবার দূরপাল্লার ট্রেনের শৌচালয়গুলির উপর নজর রাখবে রেল (Indian Rail)। শুনতে অস্বস্তি লাগলেও রেল এই কাজ করতে বাধ্য Read more

জঙ্গি হামলার আশঙ্কা, জি-২০ সম্মেলনের আগে বিশেষ নির্দেশ কাশ্মীরি পণ্ডিতদের
জঙ্গি হামলার আশঙ্কা, জি-২০ সম্মেলনের আগে বিশেষ নির্দেশ কাশ্মীরি পণ্ডিতদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-২০ সম্মেলনের (G20) মধ্যেই বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। তাই বৈঠকের আগেই কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে Read more

Madan Mitra: ‘শচীন-ধোনি অবসর নিলে, আমি পারব না?’, মদনের বক্তব্যে রাজনৈতিক ‘সন্ন্যাস’ গ্রহণের জল্পনা
Madan Mitra: ‘শচীন-ধোনি অবসর নিলে, আমি পারব না?’, মদনের বক্তব্যে রাজনৈতিক ‘সন্ন্যাস’ গ্রহণের জল্পনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে এসএসকেএম হাসপাতালে দাঁড়িয়ে বয়কটের ডাক দিয়েছিলেন। তার ৪৮ ঘণ্টা পরই নিজের অবস্থান বদল। কামারহাটির Read more

ছবিতে একাধিক ধর্ষণের দৃশ্য, পরিবারকে ‘দ্য কেরালা স্টোরি’ দেখাতে ভয় পেয়েছিলেন আদা শর্মা!
ছবিতে একাধিক ধর্ষণের দৃশ্য, পরিবারকে ‘দ্য কেরালা স্টোরি’ দেখাতে ভয় পেয়েছিলেন আদা শর্মা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ঝড় অব্যাহত। সম্প্রতি বাংলা থেকেও উঠেছে এই ছবির প্রর্দশনের নিষেধাজ্ঞা। Read more

বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বজনীন করতেই পুজো অনুদান, হাই কোর্টে জানাল রাজ্য
বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বজনীন করতেই পুজো অনুদান, হাই কোর্টে জানাল রাজ্য

স্টাফ রিপোর্টার: বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে এবং রাজ্যের পর্যটনের প্রচারের উদ্দেশ্যেই অনুদান দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া Read more

‘যত গর্জন করে তত বর্ষায় না’, বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর
‘যত গর্জন করে তত বর্ষায় না’, বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

বুদ্ধদেব সেনগুপ্ত: মঙ্গলবারের পর বুধবার। বিধানসভায় হট্টগোল বাঁধিয়েছে বিজেপি। এদিন রাজ্যপালের বক্তব্যের জবাবি ভাষণ দিতে উঠলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Read more