কংগ্রেস নাকি বিজেপি, কর্ণাটক ত্রিশঙ্কু হলে কাকে সমর্থন? সিদ্ধান্ত নিয়ে ফেলল কুমারস্বামীর দল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটক নিয়ে কংগ্রেসের দাবি, ১৩০-১৪০টি আসন। বিজেপি বলছে, এই প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা পাবে দল। আর এসবের মধ্যে মনে মনে হাসছেন জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী। কারণ, অধিকাংশ এক্সিট পোলের (Exit Poll) ইঙ্গিত, ত্রিশঙ্কু হতে চলেছে দক্ষিণের এই রাজ্যটির বিধানসভা। আর সেটা যদি সত্যি হয়, তাহলে সরকার গড়ার চাবিটি থাকবে এইচ ডি কুমারস্বামীর হাতেই। যিনি ঠিক একইভাবে এর আগে বার দুই মুখ্যমন্ত্রীও হয়ে গিয়েছেন। ফের কিংমেকার হওয়ার জন্য মুখিয়ে।
২০১৮ বিধানসভা নির্বাচনেও ফলাফল ত্রিশঙ্কু হয়েছিল। সেবারে অনেক কম শক্তি থাকা সত্ত্বেও কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কুমারস্বামী। এবারেও কি তিনি তেমন কোনও পরিকল্পনা করে রেখেছেন? জেডিএস সূত্রের দাবি, কুমারস্বামী (HD Kumarswamy) এখন বেঙ্গালুরুতে নেই। তিনি চিকিৎসা করাতে গিয়েছেন বিদেশে। কিন্তু, তাঁর অনুপস্থিতিতেই বিজেপি এবং কংগ্রেস, দু’দলের তরফেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জেডিএসের বর্ষীয়ান নেতা তানবীর আহমেদ বলছিলেন, “দুটি সর্বভারতীয় দলই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, এবং আমরা সিদ্ধান্ত নিয়েও ফেলেছি কাকে সমর্থন করা হবে। তবে সেটা জানানো হবে সঠিক সময়েই।”
[আরও পড়ুন: বাইকে চড়ে পরীক্ষা দিতে যাওয়ার পথে অঘটন, লরির ধাক্কায় মৃত্যু বিএড ছাত্রের]
জেডিএসের ওই নেতা বলছেন, কংগ্রেস (Congress) এবং বিজেপির (BJP) টাকা, আর পেশিশক্তির সঙ্গে তাঁরা পেরে ওঠেননি। কিন্তু তা সত্ত্বেও দল এমন একটা জায়গায় পৌঁছে যাবে যে সরকার গড়ার চাবি তাঁদের হাতেই থাকবে। কর্ণাটকের মানুষ কোনও সর্বভারতীয় দলকেই একচ্ছত্র ক্ষমতা দেবে না। কংগ্রেস অবশ্য সাফ দাবি করছে, তাঁরা কোনওরকম জোটবার্তা পাঠায়নি। আর পাঠানোর প্রশ্নও নেই। কারণ কর্ণাটকে দল একাই সরকার গড়বে। তবে বিজেপির অবস্থান নিয়ে বিভ্রান্তি রয়েছে। বিজেপির কিছু নেতা ঘুরিয়ে একপ্রকার স্বীকার করে নিচ্ছেন, দল জেডিএসের সঙ্গে যোগাযোগ করেছে।
[আরও পড়ুন: তৃণমূলে ভাঙন, নিশীথের হাত ধরে বিজেপিতে যোগ তৃণমূলের প্রধান-সহ পঞ্চায়েত সদস্যর]
কর্ণাটকের (Karnataka) প্রভাবশালী বিজেপি নেতা আর অশোক যেমন স্পষ্ট বলে দিচ্ছেন, “সংখ্যাগরিষ্ঠতা না পেলেও কর্ণাটকে সরকার গড়বে বিজেপিই। আমরা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ‘অপারেশন’ শুরু করব।” তবে অশোক দাবি করেছেন, এই পরিস্থিতি তৈরিই হবে না। কারণ, বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা পাবে। বিজেপির অন্য রাজ্য নেতারাও বলছেন, তাঁরা কমপক্ষে ১২০ আসন পাবেন। তবে বিজেপি সূত্রের খবর পরিস্থিতি তেমন হলে জেডিএসের (JDS) সমর্থন পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তাঁরা। প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুসম্পর্ক এক্ষেত্রে কাজে লাগতে পারে।

Source: Sangbad Pratidin

Related News
তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত ইমরান খান, আরও বিপাকে পিটিআই প্রধান
তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত ইমরান খান, আরও বিপাকে পিটিআই প্রধান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে, আল কাদার ট্রাস্ট মামনায় শুনানি শেষ Read more

‘সলমনও একমত হবেন…’, বলি তারকাদের সামনেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রশংসায় সৌরভ
‘সলমনও একমত হবেন…’, বলি তারকাদের সামনেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রশংসায় সৌরভ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2023) উদ্বোধনী মঞ্চে যেন সেই ভূমিকা যথাযথভাবে Read more

‘মদন মন্ত্রিসভায় নেই দেখে অবাক হচ্ছি’, মমতার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন সাংসদ প্রসূন
‘মদন মন্ত্রিসভায় নেই দেখে অবাক হচ্ছি’, মমতার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন সাংসদ প্রসূন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) প্রশংসা করতে গিয়ে বেলাগাম হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। নিজে Read more

কোভিড অনিশ্চয়তার মধ্যেই কলকাতা বইমেলার স্টল বণ্টন, আশায় বুক বাঁধছেন আয়োজকরা
কোভিড অনিশ্চয়তার মধ্যেই কলকাতা বইমেলার স্টল বণ্টন, আশায় বুক বাঁধছেন আয়োজকরা

স্টাফ রিপোর্টার: কোভিডের (COVID-19) সংক্রমণের বর্তমান গ্রাফ দেখে নির্ধারিত দিনে আন্তর্জাতিক কলকাতা বইমেলা (Kolkata Book Fair) করার নিশ্চয়তা মিলছে না। Read more

‘রাতে কুস্তিগিরদের ঘরে ডাকতেন ব্রিজভূষণ’ এবার বিস্ফোরক প্রাক্তন ফিজিও
‘রাতে কুস্তিগিরদের ঘরে ডাকতেন ব্রিজভূষণ’ এবার বিস্ফোরক প্রাক্তন ফিজিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের বেলা মহিলা কুস্তিগিরদের (Wrestlers) নিজের ঘরে ডেকে পাঠাতেন- কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India) সচিব Read more

ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, মোদির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা
ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, মোদির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দশেক বাদেই ফের দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জোড়া লক্ষ্য নিয়ে রাজধানীতে পা Read more