সাতদিনে দেউচার ১৭ গ্রামে জলসংকট মেটানোর আশ্বাস অভিষেকের

কৃষ্ণকুমার দাস: তীব্র দাবদাহে হাঁসফাঁস রাঢ়বঙ্গের জনসভায় চড়া রোদের মধ্যে দাঁড়িয়ে দেউচা পচামি এলাকার ১৭টি গ্রামে মাত্র সাতদিনে জলসংকট সমাধানের আশ্বাস দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই থামেননি তিনি, গালোয়ান সংঘর্ষে শহিদ সাইথিয়ার বেলগড়িয়া গ্রামের রাজেশ ওরাংয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সাতদিনের মধ্যে রাজেশের বাবা সুভাষ ওরাংকে কৃষকবন্ধু, মা মমতাকে স্বাস্থ্যসাথী এবং লক্ষ্মীর ভান্ডার কার্ড করে দিতে দলীয় নেতৃত্বকে নির্দেশ দেন অভিষেক।
বলেছেন, “শহিদের পরিবারকে রাজ্যের তরফে সরকারি সমস্ত সাহায্য ও বোনকে ডিএম অফিসে চাকরি করে দেওয়া হয়েছে। কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী ও লক্ষ্মীর ভান্ডার করার সরকারি প্রক্রিয়া ওদের জানা নেই বলে হয়নি। দু’তিন দিনের মধ্যে ওই কার্ডগুলি করে দেওয়ার কাজ শুরু করবেন স্থানীয় নেতৃত্ব। ” স্থানীয় বিধায়ক লীলাবতী সাহা ও পঞ্চায়েত নেতৃত্বকে দ্রুত কার্ডগুলি তৈরি করতে বলেন। তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বিধায়ক অভিজিৎ সিংহ প্রমুখ। শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন অভিষেক। চা খেতে খেতে শিশুরা কে কোন ক্লাসে পড়ে তারও খবর নেন তিনি। একসময় ক্লাস ওয়ানে পড়া সাথীর গাল টিপে আদরও করেন যুব জনতার সবুজ সেনাপতি।
[আরও পড়ুন: লাইনচ্যুত লোকাল, বিপর্যস্ত বর্ধমান-হাওড়া ট্রেন পরিষেবা, ভোগান্তি দূরপাল্লার যাত্রীদেরও]
তাপপ্রবাহ উপেক্ষা করেই বুধবার দুপুরে তারাপীঠ থেকে ময়ুরেশ্বর অভিষেক পৌঁছাতেই জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাস তাঁকে ঘিরে আছড়ে পড়ে। পথে একাধিক মানুষ তাকে চিঠিতে স্থানীয় নানা অভিযোগ জমা দেন। এমনই দুটি চিঠিতে অভিষেক জানতে পারেন ভাড়কাটা গ্রামের জলসংকট ও গ্রামবাসীদের দুর্ভোগের কথা। যদিও এরপর জনস্রোতে ভাসতে ভাসতে তিনি পৌঁছে যান মহম্মদবাজারের জনসভায়। বক্তব্যের মাঝেই তিনি মঞ্চে বসে থাকা স্থানীয় বিধায়ক ও বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেন। জানতে চান, গ্রামের কটা বুথ এবং জলসংকট কতটা তীব্র? পাশাপাশি জনসভায় উপস্থিত গ্রামের আদিবাসী মহিলাদের কাছেও জল সংকট নিয়ে প্রশ্ন করেন। এরপরই কয়েক সেকেন্ড মঞ্চে দাঁড়িয়ে তাঁর সঙ্গে কথা বলার পরেই অভিষেক বলেন, “আমি আপাতত সাময়িক ভাবে একটা ব্যবস্থা করে দিচ্ছি। আগামী সাত থেকে দশ দিনের মধ্যে ১৭ টা বুথেই একটি করে টিউবওয়েল বসানো হবে।” এর পরেই তাঁর ঘোষণা, “আমাকে তিনটে মাস সময় দিন। কথা দিচ্ছি, এই সমস্যার স্থায়ী সমাধান করে দেব। আর জলের কোনও সমস্যা থাকবে না।” অভিষেকের ঘোষণায় বেজায় খুশি স্থানীয় বাসিন্দারা পরে বলেন, ” অনেক নেতাকে জলের সমস্যা নিয়ে বলেছি, এই প্রথম কেউ অভিযোগ শোনার পর হাতে হাতে সমাধানের কথা বললেন। ভগবান ওনার মঙ্গল করুন।”
[আরও পড়ুন: ‘ভয়ংকর প্রত্যাঘাত হবে’, ইমরান সমর্থকদের হুমকি পাক সেনার]
সন্ধায় পাথর চাপরি গ্রামে তিনি যাওয়ার পথে রাস্তার ধারে পাতা ডাঙায় খেলার মাঠে থামেন। দেখা করেন আমেরিকায় স্পেশাল অলিম্পিকে পদক পাওয়া পাপিয়া মূর্মুর সঙ্গে। অভিষেককে কাছে পেয়ে, খেলার মাঠের সংস্কার ও সরঞ্জামের জন্য আবদার করেন পাপিয়া। পাশাপাশি জার্মানিতে খেলতে যাওয়ার জন্য সরকারি সাহায্যের আবেদন করেন পদকজয়ী। সঙ্গে থাকা ব্যাক্তিগত সচিবকে সমস্ত কিছু নোট নিয়ে দ্রুত ব্যবস্থা করার নির্দেশ দেন অভিষেক।

Source: Sangbad Pratidin

Related News
‘সিবিআইয়ের প্ল্যান হতে পারে’, ভাঙড়ে নথি পোড়ানোর নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মমতা
‘সিবিআইয়ের প্ল্যান হতে পারে’, ভাঙড়ে নথি পোড়ানোর নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মমতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঙড়ের আন্দুলগোড়ি এলাকায় সরকারি নথি পোড়ার নেপথ্যে সিবিআইয়ের চক্রান্ত থাকতে পারে। আশঙ্কা প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী Read more

৩৪ বছরের ‘বনবাস’ শেষ, ফের একসঙ্গে দেখা যাবে পর্দার রাম-সীতাকে
৩৪ বছরের ‘বনবাস’ শেষ, ফের একসঙ্গে দেখা যাবে পর্দার রাম-সীতাকে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় তাঁদের দেখার জন্য টিভির সামনে অধীর আগ্রহে অপেক্ষা করত গোটা দেশ। তাঁর পর্দার রাম-সীতা। অরুণ Read more

কিশোরীকে ‘ধর্ষণ’ ২ নাবালক-সহ ছ’জনের, বুলডোজার দিয়ে অভিযুক্তদের বাড়ি ভাঙল প্রশাসন
কিশোরীকে ‘ধর্ষণ’ ২ নাবালক-সহ ছ’জনের, বুলডোজার দিয়ে অভিযুক্তদের বাড়ি ভাঙল প্রশাসন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরুষ বন্ধুর সামনে থেকে টেনে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ। ছয় অভিযুক্তের মধ্যে দু’জন নাবালকও ছিল। Read more

Anubrata Mandal: গরুপাচার কাণ্ডে স্বেচ্ছায় হাজিরা অনুব্রতর! সিবিআই দপ্তরের উদ্দেশে রওনা
Anubrata Mandal: গরুপাচার কাণ্ডে স্বেচ্ছায় হাজিরা অনুব্রতর! সিবিআই দপ্তরের উদ্দেশে রওনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি হতে রাজি অনুব্রত মণ্ডল। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরে চিঠি দিয়ে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেন Read more

স্কুলের ব্যাগে ৭০ লিটার চোলাই মদ, পাচারের কায়দা দেখে চক্ষু চড়কগাছ পুলিশের
স্কুলের ব্যাগে ৭০ লিটার চোলাই মদ, পাচারের কায়দা দেখে চক্ষু চড়কগাছ পুলিশের

অর্ক দে, বর্ধমান: ঠিক যেন শাহরুখ খানের ‘রইস’ সিনেমার কায়দা। মদ পাচারে ছোট্ট রইস আলম স্কুল ব্যাগ ব্যবহার করেছিল। পুলিশের Read more

‘আপনি তখন জন্মাননি, যখন আমি…’, পাক সেনা অফিসারকে ধুয়ে দিলেন ইমরান
‘আপনি তখন জন্মাননি, যখন আমি…’, পাক সেনা অফিসারকে ধুয়ে দিলেন ইমরান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিংসায় উসকানি মামলায় জামিন পাওয়ার পরই আক্রমণাত্মক ইমরান খান। প্রাক্তন পাক (Pakistan) প্রধানমন্ত্রী শনিবার রাত ৮টায় Read more