সাতদিনে দেউচার ১৭ গ্রামে জলসংকট মেটানোর আশ্বাস অভিষেকের

কৃষ্ণকুমার দাস: তীব্র দাবদাহে হাঁসফাঁস রাঢ়বঙ্গের জনসভায় চড়া রোদের মধ্যে দাঁড়িয়ে দেউচা পচামি এলাকার ১৭টি গ্রামে মাত্র সাতদিনে জলসংকট সমাধানের আশ্বাস দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই থামেননি তিনি, গালোয়ান সংঘর্ষে শহিদ সাইথিয়ার বেলগড়িয়া গ্রামের রাজেশ ওরাংয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সাতদিনের মধ্যে রাজেশের বাবা সুভাষ ওরাংকে কৃষকবন্ধু, মা মমতাকে স্বাস্থ্যসাথী এবং লক্ষ্মীর ভান্ডার কার্ড করে দিতে দলীয় নেতৃত্বকে নির্দেশ দেন অভিষেক।
বলেছেন, “শহিদের পরিবারকে রাজ্যের তরফে সরকারি সমস্ত সাহায্য ও বোনকে ডিএম অফিসে চাকরি করে দেওয়া হয়েছে। কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী ও লক্ষ্মীর ভান্ডার করার সরকারি প্রক্রিয়া ওদের জানা নেই বলে হয়নি। দু’তিন দিনের মধ্যে ওই কার্ডগুলি করে দেওয়ার কাজ শুরু করবেন স্থানীয় নেতৃত্ব। ” স্থানীয় বিধায়ক লীলাবতী সাহা ও পঞ্চায়েত নেতৃত্বকে দ্রুত কার্ডগুলি তৈরি করতে বলেন। তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বিধায়ক অভিজিৎ সিংহ প্রমুখ। শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন অভিষেক। চা খেতে খেতে শিশুরা কে কোন ক্লাসে পড়ে তারও খবর নেন তিনি। একসময় ক্লাস ওয়ানে পড়া সাথীর গাল টিপে আদরও করেন যুব জনতার সবুজ সেনাপতি।
[আরও পড়ুন: লাইনচ্যুত লোকাল, বিপর্যস্ত বর্ধমান-হাওড়া ট্রেন পরিষেবা, ভোগান্তি দূরপাল্লার যাত্রীদেরও]
তাপপ্রবাহ উপেক্ষা করেই বুধবার দুপুরে তারাপীঠ থেকে ময়ুরেশ্বর অভিষেক পৌঁছাতেই জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাস তাঁকে ঘিরে আছড়ে পড়ে। পথে একাধিক মানুষ তাকে চিঠিতে স্থানীয় নানা অভিযোগ জমা দেন। এমনই দুটি চিঠিতে অভিষেক জানতে পারেন ভাড়কাটা গ্রামের জলসংকট ও গ্রামবাসীদের দুর্ভোগের কথা। যদিও এরপর জনস্রোতে ভাসতে ভাসতে তিনি পৌঁছে যান মহম্মদবাজারের জনসভায়। বক্তব্যের মাঝেই তিনি মঞ্চে বসে থাকা স্থানীয় বিধায়ক ও বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেন। জানতে চান, গ্রামের কটা বুথ এবং জলসংকট কতটা তীব্র? পাশাপাশি জনসভায় উপস্থিত গ্রামের আদিবাসী মহিলাদের কাছেও জল সংকট নিয়ে প্রশ্ন করেন। এরপরই কয়েক সেকেন্ড মঞ্চে দাঁড়িয়ে তাঁর সঙ্গে কথা বলার পরেই অভিষেক বলেন, “আমি আপাতত সাময়িক ভাবে একটা ব্যবস্থা করে দিচ্ছি। আগামী সাত থেকে দশ দিনের মধ্যে ১৭ টা বুথেই একটি করে টিউবওয়েল বসানো হবে।” এর পরেই তাঁর ঘোষণা, “আমাকে তিনটে মাস সময় দিন। কথা দিচ্ছি, এই সমস্যার স্থায়ী সমাধান করে দেব। আর জলের কোনও সমস্যা থাকবে না।” অভিষেকের ঘোষণায় বেজায় খুশি স্থানীয় বাসিন্দারা পরে বলেন, ” অনেক নেতাকে জলের সমস্যা নিয়ে বলেছি, এই প্রথম কেউ অভিযোগ শোনার পর হাতে হাতে সমাধানের কথা বললেন। ভগবান ওনার মঙ্গল করুন।”
[আরও পড়ুন: ‘ভয়ংকর প্রত্যাঘাত হবে’, ইমরান সমর্থকদের হুমকি পাক সেনার]
সন্ধায় পাথর চাপরি গ্রামে তিনি যাওয়ার পথে রাস্তার ধারে পাতা ডাঙায় খেলার মাঠে থামেন। দেখা করেন আমেরিকায় স্পেশাল অলিম্পিকে পদক পাওয়া পাপিয়া মূর্মুর সঙ্গে। অভিষেককে কাছে পেয়ে, খেলার মাঠের সংস্কার ও সরঞ্জামের জন্য আবদার করেন পাপিয়া। পাশাপাশি জার্মানিতে খেলতে যাওয়ার জন্য সরকারি সাহায্যের আবেদন করেন পদকজয়ী। সঙ্গে থাকা ব্যাক্তিগত সচিবকে সমস্ত কিছু নোট নিয়ে দ্রুত ব্যবস্থা করার নির্দেশ দেন অভিষেক।

Source: Sangbad Pratidin

Related News
আরও ৬ মাস বিনামূল্যে রেশন পাবেন ৮০ কোটি ভারতবাসী! বড় ঘোষণা মোদি সরকারের
আরও ৬ মাস বিনামূল্যে রেশন পাবেন ৮০ কোটি ভারতবাসী! বড় ঘোষণা মোদি সরকারের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা বিধিনিষেধ উঠে গিয়েছে। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড আগের মতোই সচল। তবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা Read more

Ukraine-Russia War: দেশে ফেরার পথেই বিপত্তি, ইউক্রেনে গুলিবিদ্ধ আরও এক ভারতীয় পড়ুয়া, বাড়ছে উদ্বেগ
Ukraine-Russia War: দেশে ফেরার পথেই বিপত্তি, ইউক্রেনে গুলিবিদ্ধ আরও এক ভারতীয় পড়ুয়া, বাড়ছে উদ্বেগ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্দেশ্য ছিল কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে দেশে ফেরা। সরকারি নির্দেশ পেয়ে নিজের উদ্যোগেই কিয়েভ ছেড়ে পোল্যান্ডের উদ্দেশে Read more

Rupankar Bagchi: ‘লজ্জা হওয়া উচিত’, কেকে’র সমালোচনা করায় রূপঙ্করকে তুলোধোনা অভিনেত্রী রূপাঞ্জনার
Rupankar Bagchi: ‘লজ্জা হওয়া উচিত’, কেকে’র সমালোচনা করায় রূপঙ্করকে তুলোধোনা অভিনেত্রী রূপাঞ্জনার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “হু ইজ কেকে? আমি, অনুপম, সোমলতা, ইমন, রাঘব, মনোময় এর থেকে ঢের ভাল! মুম্বই নিয়ে এত Read more

COVID-19: কোভিড কাঁটা, কালীঘাট মন্দির খোলা থাকলেও গর্ভগৃহে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ
COVID-19: কোভিড কাঁটা, কালীঘাট মন্দির খোলা থাকলেও গর্ভগৃহে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জাঁকিয়ে বসেছে কোভিড (COVID-19) আতঙ্ক। তৃতীয় ঢেউ এবং নয়া স্ট্রেন ওমিক্রনের (Omicron) দাপটে দিশেহারা সাধারণ Read more

Partha Chatterjee: রাতভর জেরার পর নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়
Partha Chatterjee: রাতভর জেরার পর নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। প্রায় ২৬ ঘণ্টা জেরার পর গ্রেপ্তার করা Read more

শিরদাঁড়া অস্ত্রোপচারের পর কণ্ঠস্বরের সমস্যায় কনীনিকা, বন্ধ হচ্ছে ধারাবাহিক ‘আয় তবে সহচরী’
শিরদাঁড়া অস্ত্রোপচারের পর কণ্ঠস্বরের সমস্যায় কনীনিকা, বন্ধ হচ্ছে ধারাবাহিক ‘আয় তবে সহচরী’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আগস্ট মাসে হঠাৎ করেই খবরে আসে অসু্স্থ অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koninika Bandopadhyay)। জানা গিয়েছিল, শিড়দাঁড়ায় Read more