বিজেপি-আরএসএসের নির্দেশে জ্বলছে পাকিস্তান! আজব দাবি পাক সরকারের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার আল কাদির ট্রাস্ট মামলায় নাটকীয়ভাবে পাকিস্তান রেঞ্জার্সের জওয়ানরা আদালত চত্বরে গ্রেপ্তার করেন পিটিআই প্রধানকে। তারপর থেকেই পাকিস্তান অগ্নিগর্ভ। প্রাক্তন ক্রিকেটার থেকে রাজনীতির ময়দানে ব্যাট করতে নামা ইমরানের সমর্থকদের প্রতিবাদে শাহবাজ শরিফের সরকার কার্যত কোণঠাসা। এহেন পরিস্থিতিতে পকিস্তানে যে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার দায় বিজেপি এবং আরএসএস-এর উপর চাপিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহকারী আটা তারার।
বুধবার সংবাদমাধ্যমের সামনে আটা তারার দাবি করেন, ইমরান খানের গ্রেপ্তারির পর থেকে পকিস্তানে যে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার দায় বিজেপি এবং আরএসএসের। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “ভারত থেকে লোক পাঠিয়েছে বিজেপি এবং আরএসএস। তারাই ধ্বংসাত্মক কাজ করছে এবং নানা জায়গায় অগ্নিসংযোগ করছে। পাকিস্তানে যে পরিস্থিতি্ তৈরি হয়েছে তাতে ভারতে উৎসব হচ্ছে।”
[আরও পড়ুন: গাজায় অগ্নিবৃষ্টি ইজরায়েলি যুদ্ধবিমানের, নিহত তিন জেহাদি কমান্ডার-সহ ১৩]
ইমরানকে গ্রেপ্তারির প্রতিবাদে পিটিআই সমর্থকদের বিক্ষোভ জারি রয়েছে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি, পেশোয়ারে। পাঞ্জাব প্রদেশে সেনা নামানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। বুধবার রাতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাড়িতে পিটিআই কর্মীরা হামলা চালান বলে অভিযোগ। ইন্টারনেট বন্ধ বিস্তীর্ণ এলাকায়। বন্ধ করে দেওয়া হয়েছে টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। এদিকে, পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা পিটিআই-এর ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। ১৪৪ ধারা জারি করে কিংবা সেনা নামিয়েও উত্তেজনা কমানো যাচ্ছে না। তার মধ্যে পাক ক্রিকেট মহলের বড় অংশ ‘কাপ্তান’-এর পাশে দাঁড়ানোয় আরও অক্সিজেন পেয়ে গিয়েছে বিক্ষোভকারীরা।
এদিকে, গতকাল তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার ইমরানকে ইসলাবাদ পুলিশ লাইনে বিচারকের সামনে পাশ করা হয়। ইমরানকে আটদিনের হেফাজতে নিয়েছে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। বলে রাখা ভাল, প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের থেকে পাওয়া উপহারসামগ্রী সরকারি ভান্ডার বা তোষাখানায় জমা না করে বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন ইমরান বলে অভিযোগ। পাকিস্তানের (Pakistan) আইন অনুযায়ী, বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যে সমস্ত উপহার দেন, সেগুলি পাক তোষাখানায় জমা হয়। এর আগেও তোষাখানার সামগ্রী বিক্রির অভিযোগে বিদ্ধ হয়েছেন ইমরান। তাঁর বিরুদ্ধে এ নিয়ে একাধিকবার সরব হয়েছেন রাজনৈতিক বিরোধীরাও।
[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় তথ্য ফাঁস করা যাবে না, পর্নতারকা মামলায় ট্রাম্পকে নির্দেশ আদালতের]

Source: Sangbad Pratidin

Related News
কোটি টাকা হাতাতে বাবাকে খুন! ফেসবুক থেকেই খুনি ভাড়া করল যুবক
কোটি টাকা হাতাতে বাবাকে খুন! ফেসবুক থেকেই খুনি ভাড়া করল যুবক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগে সেনা জওয়ান ভাইয়ের মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছিলেন প্রৌঢ় বাবা। সেই টাকা হাতাতে ভাড়াটে Read more

স্ত্রীদের জিজ্ঞেস করুন কীভাবে সংসার চলছে, মূল্যবৃদ্ধি নিয়ে BJP বিধায়কদের তোপ বদরুদ্দিনের
স্ত্রীদের জিজ্ঞেস করুন কীভাবে সংসার চলছে, মূল্যবৃদ্ধি নিয়ে BJP বিধায়কদের তোপ বদরুদ্দিনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রান্নার তেল থেকে জ্বালানি, নিত্যপ্রয়োজনীয় সব জিনিসেরই দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি ইস্যুতে বিরোধীদের আক্রমণে বেকায়দায় Read more

‘গডসের নিন্দা করতে না পারলে বুঝব আপনারা জঙ্গি’, বিশ্ব হিন্দু পরিষদকে চিঠি কুণাল কামরার
‘গডসের নিন্দা করতে না পারলে বুঝব আপনারা জঙ্গি’, বিশ্ব হিন্দু পরিষদকে চিঠি কুণাল কামরার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব হিন্দু পরিষদের (VHP) আপত্তির ফলে বাতিল হয়ে গিয়েছে কমেডিয়ান কুনাল কামরার শো। তার প্রতিবাদে পরিষদকে Read more

এবার ফ্যাশনেও আল্লু অর্জুনের রমরমা, বাজার মাতাচ্ছে ‘পুষ্পা’ শাড়ি
এবার ফ্যাশনেও আল্লু অর্জুনের রমরমা, বাজার মাতাচ্ছে ‘পুষ্পা’ শাড়ি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর থেকে দক্ষিণ। পূর্ব থেকে পশ্চিম। ‘পুষ্পা’ (Pushpa) জ্বরে কাবু প্রায় সকলেই। ছবির গান থেকে ডায়লগ Read more

ভয়ংকর দুর্ঘটনার কবলে প্রবীণ কুমার! দুমড়েমুচড়ে গেল প্রাক্তন পেসারের গাড়ি
ভয়ংকর দুর্ঘটনার কবলে প্রবীণ কুমার! দুমড়েমুচড়ে গেল প্রাক্তন পেসারের গাড়ি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরল ঋষভ পন্থের ভয়ংকর দুর্ঘটনার স্মৃতি। এবার বড়সড় পথদুর্ঘটনার কবলে পড়লেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রবীণ কুমার। Read more

যুদ্ধের বলি শিশুরা, সংঘর্ষ থামানোর দাবিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ এসএফআইয়ের
যুদ্ধের বলি শিশুরা, সংঘর্ষ থামানোর দাবিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ এসএফআইয়ের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ দিন পেরিয়েও জারি রয়েছে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী লড়াই। প্রাণ হারাচ্ছেন হাজার হাজার সাধারণ মানুষ। বলি হচ্ছে Read more