‘ছবিটা আগে দেখুন!’ মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ হওয়ার পর আইনি পদক্ষেপ নিতে চলেছে ছবির টিম। একথা সংবাদ প্রতিদিন ডিজিটালকে আগেই জানিয়ে ছিলেন পরিচালক সুদীপ্ত সেন। আর এবার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুদীপ্ত সেন জানালেন, মমতা বন্দ্য়োপাধ্যায় ছবিটি দেখলে, তিনি গর্ববোধ করবেন, যে এই ছবি এক বাঙালি পরিচালক বানিয়েছেন।
সংবাদ সংস্থাকে সুদীপ্ত সেন জানিয়েছেন, ”এটা খুবই দুঃখজনক ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবি না দেখেই নিষিদ্ধ করেছেন। বাংলায় এই ছবি দেখানোর জন্য কোথাও, কোনওরকম সমস্যা হয়নি। এই ছবি নিষিদ্ধ করার নেপথ্যে শুধুমাত্র রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়া আর কিছুই নয়।”
সুদীপ্ত সেন আরও বলেন, ”মমতাদির কাছে আমার একটাই অনুরোধ। ছবিটা আগেই দেখুন, তারপর সিদ্ধান্ত নিন।”
[আরও পড়ুন: কুন্তলের চিঠিতে অভিষেকের নাম, তদন্তে TMC সাংসদকে সহযোগিতার পরামর্শ হাই কোর্টের]
সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”এই কেরালা স্টোরি, কাশ্মীর ফাইলস কিছু মানুষকে অসম্মান করার জন্য়ই তৈরি হয়। আমি সিপিআইএমকে সমর্থন করছি না। আমি মানুষের কথা বলছি। আমি সিপিএম পার্টির কথা বলছি না। কারণ, তাঁরা বিজেপির সঙ্গে কাজ করছে। এটার সমালোচনা তো তাঁদেরই করা উচিত। কিন্তু তাঁরা তো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। আমি সে রাজ্য়ের মুখ্যমন্ত্রীকে বলব, তাঁর পার্টি বিজেপিকে সাহায্য করছে। আর সেই কারণেই কেরালা স্টোরি তৈরি হচ্ছে বিকৃত তথ্য নিয়ে। ”
এদিন মমতা আরও বলেন, ”সম্প্রতি বিজেপির দ্বারা মনোনিত হওয়া কিছু তারকা, তাঁরা বাংলায় এসেছিল কিছু বিকৃত গল্প নিয়ে। তাঁরা নাকি একটি সিনেমা তৈরি করছে বেঙ্গল ফাইলস নামে। তাঁরা তো কাশ্মীরী মানুষকে অসম্মান করার জন্য কাশ্মীর ফাইলস তৈরি করেছিল। সাধারণ মানুষদের দোষ কোথায়? এখন তাঁরা কেরালাকে অসম্মান করছে। এবার তাঁরা নিজেদের ন্যারেটিভ দিয়ে বাংলাকে অসম্মান করবে। কানে এসেছে তাঁরা নাকি কিছু পোস্টার তৈরি করেছে বাংলাকে বাঁচাও লিখে। কী হয়েছে বাংলার? শান্তিপূর্ণ একটা রাজ্য এই বাংলা। বিজেপি কেন এই ধর্মীয় ভেদাভেদ তৈরি করছে! আগে তো এসব কোনওদিনই ঘটেনি এই বাংলাতে। আমরা তো সবাই একসঙ্গেই সুন্দরভাবে রয়েছি।”
রাজ্যের কোন কোন সিনেমা হলে ‘দ্য কেরালা স্টোরি’ চলছে তাঁর খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিবকে একটা তালিকাও তৈরি করতে বলেন। মুখ্যসচীবকে এই ছবি নিষিদ্ধ করার কথাও বলেন। মমতা জানান, ‘এখানে কোনও ঘৃণা চলবে না। কোনও রাজনৈতিক, জাতিগত ঘৃণাকে আমরা প্রোমোট করব না। কোর্ট যদি বলে তবে দেখা যাবে। ‘ রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক এটাই চান মুখ্যমন্ত্রী। এই কারণেই এরকম সিদ্ধান্ত।
[আরও পড়ুন: ‘এত কল্পনাও করিনি’, ‘দ্য কেরালা স্টোরি’র সাফল্যে আবেগে ভাসছেন অভিনেত্রী আদা]

Source: Sangbad Pratidin

Related News
‘গিলকে ছেড়ে দেওয়া সবথেকে বড় ভুল কেকেআরের’, বলছেন প্রাক্তন কিউয়ি তারকা
‘গিলকে ছেড়ে দেওয়া সবথেকে বড় ভুল কেকেআরের’, বলছেন প্রাক্তন কিউয়ি তারকা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভমান গিল (Shubman Gill) ফাইনাল খেলছেন। তাঁর চওড়া ব্যাট ইতিমধ্যেই ম্যাজিক দেখিয়েছে আইপিএলে। তিন-তিনটি সেঞ্চুরি করেছেন Read more

SSC দুর্নীতি মামলা: বাড়িতে লুকনো কোটি কোটি টাকা, জানেন ইডির নজরে পড়া অর্পিতা মুখোপাধ্যায়ের পরিচয়?
SSC দুর্নীতি মামলা: বাড়িতে লুকনো কোটি কোটি টাকা, জানেন ইডির নজরে পড়া অর্পিতা মুখোপাধ্যায়ের পরিচয়?

কৃষ্ণকুমার দাস: এ যেন কেঁচো খুঁড়তে কেউটে। এসএসসি (SSC) দুর্নীতি মামলায় দিনভর তল্লাশি চালিয়ে সন্ধেবেলা টালিগঞ্জের অভিজাত আবাসন থেকে ২০ Read more

ভিডিও মুছেও মিলল না রেহাই, নুপূর শর্মার মুণ্ডচ্ছেদের গ্রাফিক্স বানিয়ে গ্রেপ্তার কাশ্মীরের ইউটিউবার
ভিডিও মুছেও মিলল না রেহাই, নুপূর শর্মার মুণ্ডচ্ছেদের গ্রাফিক্স বানিয়ে গ্রেপ্তার কাশ্মীরের ইউটিউবার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হজরত মহম্মদকে নিয়ে নূপুর শর্মার মন্তব্যকে (Prophet Comments Row) কেন্দ্র করে বিতর্ক দেশজুড়ে। এই পরিস্থিতিতে কাশ্মীরের Read more

ডাক পাননি প্রশিক্ষণ শিবিরে, রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে নাড্ডার কাছে নালিশ অনুপমের
ডাক পাননি প্রশিক্ষণ শিবিরে, রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে নাড্ডার কাছে নালিশ অনুপমের

নন্দিতা রায়, নয়াদিল্লি: রাজ্য বিজেপির প্রশিক্ষণ শিবির ঘিরে বিতর্ক চলছিলই। তার মধ্যেই বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে চলে এল। প্রশিক্ষণ Read more

দুই লোক আদালতে ট্রাফিক মামলার নিষ্পত্তি, একদিনেই আদায় দু’কোটি টাকার জরিমানা
দুই লোক আদালতে ট্রাফিক মামলার নিষ্পত্তি, একদিনেই আদায় দু’কোটি টাকার জরিমানা

অর্ণব আইচ: লোক আদালতে ট্রাফিক মামলার (Traffic Case) নিষ্পত্তি করে জরিমানা হিসাবে আদায় হল দু’কোটিরও বেশি টাকা। শনিবার আলিপুর ও Read more

আড়ালে থেকেই অন্যদের ইনস্টাগ্রাম স্টোরি দেখতে চান? জেনে নিন তিন সহজ উপায়
আড়ালে থেকেই অন্যদের ইনস্টাগ্রাম স্টোরি দেখতে চান? জেনে নিন তিন সহজ উপায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে, যুবপ্রজন্মের কাছে ততই জনপ্রিয় হচ্ছে ইনস্টাগ্রাম। নিজেদের দৈনন্দিন জীবনের নানা খুঁটিনাটি তাঁরা শেয়ার করেন Read more