পাহাড়ি পথে হাঁটতে ভালবাসেন? তাহলে অবশ্যই ট্রাই করুন মেঘালয়ের ‘বাম্বু ট্রেক’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও কুয়াশা মাখা, কখনও ঝুপ করে বৃষ্টি। কখনও ঝলমলে রোদে গা পুড়িয়ে পাহাড়ি পথে হেঁটে যাওয়া। চড়াই-উতরাইয়ে ক্লান্ত হলে ফ্লাস্কে রাখা কফি বা চায়ে চুমুক। পাহাড়ের ঢালে পাশে পড়ে থাকা বড় পাথরের ওপর একটু বিশ্রাম। ট্রেক মানেই নিজেকে অন্যভাবে খুঁজে পাওয়া। অনেকটা ঠিক ভিড়ের মাঝে একলা হয়ে যাওয়া। যাঁরা ট্রেক করতে ভালবাসেন, তাঁরা একথার সঙ্গে একেবারেই সহমত পোষণ করবেন। কারণ, ট্রেকের নেশা এমনই, যে একবার গেলে, বার বার যেতে চাইবেন। তাই এই লেখা একেবারেই ট্রেক প্রেমিদের জন্য।
দেশের উত্তর-পূর্বে রয়েছে এমন অনেক ট্রেক পয়েন্ট, যা কিনা বিপদজনক হলেও, ভারি সুন্দর। ঠিক যেমন, মেঘালয়ের মাওরিংখাং। এখানকার বাম্বু ট্রেক খুবই জনপ্রিয়। যাঁরা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাঁদের জন্য একেবারে পারফেক্ট এই ট্রেক। এই ট্রেককে মাওরিংখাং ট্রেকও বলা হয়ে থাকে। ট্রেকাররা এই ট্রেককে দেশের সবচেয়ে বিপদজনক ট্রেক পয়েন্ট নামেও ডেকে থাকেন।

[আরও পড়ুন: কলকাতার কাছেই সেজে উঠছে আরেক ইকো পার্ক, থাকছে অর্কিডের বাগান, ঠিকানা জানেন?]
এত বিপদজনক কেন?
মেঘালয়ের ওয়াহখেন গ্রাম থেকে মূলত শুরু হয় এই বাম্বু ট্রেক। ট্রেকটা পুরোটাই বাঁশের সাঁকোর ওপর দিয়ে করতে হয়। ঝরনা, নদী, খাদ, জঙ্গল, পাহাড় পেরিয়ে এগিয়ে যেতে হয়। এই সেতুর সবচেয়ে নজরকাড়া বৈশিষ্ট্যই হল এই বাঁশের সাঁকোটি গ্রামের মানুষদের হাতে তৈরি। মূলত, দড়ি দিয়ে বাঁশকে বেঁধে বেঁধেই তৈরি করা হয়েছে এই সেতুটি। স্থানীয়দের কথায়, খুব কম মানুষই এই ট্রেক শেষ করতে পারেন। স্থানীয়দের কথায়, অনেক সময়ই হাওয়ার চোটে এই সাঁকো নড়তে থাকে। যা কিনা ট্রেকের জন্য খুব চ্যালেঞ্জিং।
বাম্বু ট্রেকিং শুরু হয় মেঘালয়ের পাইনুরসাল্লা মহকুমার খাসি গ্রাম ওয়াহখেন থেকে। শিলং থেকে ডাউকির পথে যেতে পড়ে এই গ্রাম।

অবশ্যই মনে রাখুন–
১) বাম্বু ট্রেক করার সময় অবশ্যই পরুন এমন জুতো যা পিছলে যাবে না। হিল জুতো একেবারেই নয়।
২) শীতকালেই এই ট্রেক করুন।
৩) জলের বোতল, শুকনো খাবার সঙ্গে রাখুন। তবে প্লাসটিক কিন্তু এখানে নিষিদ্ধ।
৪) বাম্বু ট্রেক করার সময় কোনও আবর্জনা ফেলবেন না।
৫) ঢিলে ঢালা পোশাক একেবারেই নয়। উচ্চরক্তচাপের সমস্যা থাকলে এড়িয়ে চলুন এই ট্রেক।
[আরও পড়ুন: এবার ট্রেনে নেপাল ভ্রমণের লোভনীয় প্যাকেজ আনল IRCTC, খরচ কত? জানুন খুঁটিনাটি ]

Source: Sangbad Pratidin

Related News
রাতভর ট্রাকে চেপে ঘুরলেন রাহুল গান্ধী! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া
রাতভর ট্রাকে চেপে ঘুরলেন রাহুল গান্ধী! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী প্রচারে ডেলিভারি বয়ের স্কুটারে ঘুরে বেড়িয়ে কর্ণাটকবাসীর নজর কেড়েছিলেন রাহুল গান্ধী। তবে তা শুধুই যে Read more

রাফালের পালটা জে-১০সি, ভারতকে টক্কর দিতে পাক বায়ুসেনার হাতে চিনা যুদ্ধবিমান
রাফালের পালটা জে-১০সি, ভারতকে টক্কর দিতে পাক বায়ুসেনার হাতে চিনা যুদ্ধবিমান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের রাফালে (Rafale Jets) যুদ্ধবিমানকে চ্যালেঞ্জ ছুঁড়ল পাকিস্তান! ‘বন্ধু’ চিনের (China) কাছ থেকে কেনা ২৫টি জে-১০সি Read more

মরণবাঁচন ম্যাচ কেকেআরের, রাসেল মন্ত্রে বিশ্বাস রেখে বড় জয়ের খোঁজে নাইটরা
মরণবাঁচন ম্যাচ কেকেআরের, রাসেল মন্ত্রে বিশ্বাস রেখে বড় জয়ের খোঁজে নাইটরা

স্টাফ রিপোর্টার: যেনতেন প্রকারেণ হারালে চলবে না। কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টসকে (Lucknow Super Giants) আজ হারাতে হবে বড় ব্যবধানে। Read more

ভূস্বর্গে বড় সাফল্য, ভারতীয় সেনার এনকাউন্টারে খতম তিন লস্কর জঙ্গি
ভূস্বর্গে বড় সাফল্য, ভারতীয় সেনার এনকাউন্টারে খতম তিন লস্কর জঙ্গি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূস্বর্গে ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। জওয়ানদের এনকাউন্টারে নিকেশ তিন লস্কর জঙ্গি। দুদিন ধরে জম্মু Read more

আইপিএলে ফিরলেন লাসিথ মালিঙ্গা, এবার কোন দলে দেখা যাবে শ্রীলঙ্কার তারকাকে?
আইপিএলে ফিরলেন লাসিথ মালিঙ্গা, এবার কোন দলে দেখা যাবে শ্রীলঙ্কার তারকাকে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেথ ওভারে তাঁর হাত থেকে বেরনো রামধনুর মতো বাঁক খাওয়ানো ইয়র্কারগুলোর উত্তর জানা ছিল না প্রতিপক্ষের Read more

ফের ফরাসি ওপেন জয়, ২৩টি গ্র্যান্ড স্লামজয়ী জকোভিচ প্রমাণ করলেন তিনিই সর্বকালের সেরা
ফের ফরাসি ওপেন জয়, ২৩টি গ্র্যান্ড স্লামজয়ী জকোভিচ প্রমাণ করলেন তিনিই সর্বকালের সেরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসের হাতছানি ছিল তাঁর সামনে। রজার ফেডেরারের পর রাফায়েল নাদালকে টপকে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক Read more