‘ছোটু ভাইয়া তুমি ব্যাট বল খেলো’, পন্থকে খোঁচা দিয়ে পোস্ট ‘প্রাক্তন’ উর্বশীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মডেল অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela) এবং ক্রিকেটার ঋষভ পন্থের (Rishabh Pant) মধ্যে বৃহস্পতিবার থেকেই ঠান্ডা লড়াই চলছে। অভিনেত্রীর একটি সাক্ষাৎকারের পরই নাম না করে তাঁকে কটাক্ষ করে ইনস্টা স্টোরি পোস্ট করেন ঋষভ। মাত্র মিনিট দশেকের মধ্যে আবার তা ডিলিটও করে দেন তারকা ক্রিকেটার। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই পালটা কটাক্ষ করে ইনস্টাগ্রামে পোস্ট করতে দেখা গেল উর্বশীকে। ঋষভের উচ্চতা সম্পর্কে খোঁচা দিয়ে তিনি বলেছেন, “ছোটু ভাইয়া তুমি বরং ব্যাট বল খেলো।”
সূত্র মারফত জানা যায়, ২০১৮ সালে সম্পর্কে জড়িয়েছিলেন ঋষভ এবং উর্বশী। তবে তার মেয়াদ বেশিদিন টেকেনি। খুব খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়েই সেই সম্পর্ক শেষ হয়েছিল বলে জানা যায়। তারপরই ২০১৯ সালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঋষভ জানান, ইন্টিরিয়র ডিজাইনার ইশা নেগির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তবে শোনা যায়, সম্পর্ক শেষ হয়ে গেলেও ঋষভের প্রতি এখনও দুর্বলতা রয়েছে উর্বশীর। কিছুদিন আগে একটি ইন্টারভিউতে ২০১৮ সালের কথা বলেছেন উর্বশী। তিনি বলেছেন, “আর পি নামে এক ব্যক্তির সঙ্গে বেরনোর কথা ছিল। কিন্তু সারাদিন শুট করে খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সেই সময়ে আর পি নামে ওই ব্যক্তি প্রায় ১৬-১৭ বার আমাকে ফোন করেছিল। পরে অত গুলো মিসড কল দেখে সত্যিই খুব খারাপ লেগেছিল।”
[আরও পড়ুন: চোট সারিয়ে জিম্বাবোয়ে সফরে ভারতের নেতৃত্বে কেএল রাহুল, অনিশ্চিত আরেক তারকা]

এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পরেই সকলে অনুমান করেন, এই আরপি আসলে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক ঋষভ পন্থ। সেই কথা প্রকাশ্যে আসার পরেই ইনস্টা স্টোরি দিয়ে ঋষভ লিখেছিলেন, “শুধুমাত্র জনপ্রিয়তা পাওয়ার কারণে আর হেডলাইনে থাকার লোভে মানুষ কীভাবে মিথ্যা কথা বলতে পারে, সেটা দেখে সত্যিই খুব হাসি পায়। যারা নাম, যশ, খ্যাতির জন্য এত লালায়িত তাদের কথা ভেবে খুব খারাপ লাগে। ঈশ্বর তাদের আশীর্বাদ করুন।” সেই সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, “মেরা পিছা ছোড়ো বেহেন, ঝুট কি ভি কোই লিমিট হোতি হ্যায়।” অর্থাৎ ‘আমার পিছনে ঘোরা বন্ধ করো বোন, মিথ্যা কথা বলারও একটা সীমা রয়েছে।’ তবে মাত্র দশ মিনিটের মধ্যে সেই স্টোরি ডিলিট করে দেন ঋষভ।
ঋষভের স্টোরি নিয়ে নেটিজেনদের জল্পনা শুরু হওয়ার পরেই আবার ইনস্টাগ্রামে পোস্ট করেন উর্বশী। সেখানে তিনি লিখেছেন, “ছোটু ভাইয়া তুমি বরং ব্যাট বল খেলো। তোমার জন্য বদনাম হব আমি এমন মুন্নি নই।” সেই সঙ্গে লিখেছেন, রাখিবন্ধনের অনেক শুভেচ্ছা আরপি ছোটু ভাইয়া।

 

 
 

 
 

View this post on Instagram

 

 
 
 

 
 

 
 
 

 
 

A post shared by Urvashi Rautela (@urvashirautela)

অন্যদিকে তাঁকে নিয়ে বিতর্কের ঝড় বয়ে গেলেও এসব থেকে নিজেকে বহু দূরে সরিয়ে রেখেছেন ঋষভ। বিতর্ক শুরু হওয়ার দিনেই তাঁকে উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত করা হয়েছে। কিছুদিন পরেই ভারতীয় দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে আরব আমিরশাহীতে যাবেন পন্থ, আপাতত সেই টুর্নামেন্টেরই প্রস্তুতি নিচ্ছেন তিনি।
[আরও পড়ুন:মুম্বইয়ে সুযোগ হচ্ছে না, এবার এই রাজ্যের হয়ে খেলতে চান অর্জুন তেণ্ডুলকর]

Source: Sangbad Pratidin

Related News
যাদবপুরে নিহত পড়ুয়ার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, সদ্য সন্তানহারা মাকে চাকরি দেওয়ার আশ্বাস
যাদবপুরে নিহত পড়ুয়ার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, সদ্য সন্তানহারা মাকে চাকরি দেওয়ার আশ্বাস

গৌতম ব্রহ্ম: যাদবপুরে নিহত পড়ুয়ার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের মাকে চাকরি এবং ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলেন Read more

হুগলি থেকে সুদূর আফ্রিকা, বাংলার কারখানায় তৈরি টোটোর বিদেশযাত্রা
হুগলি থেকে সুদূর আফ্রিকা, বাংলার কারখানায় তৈরি টোটোর বিদেশযাত্রা

সুমন করাতি, হুগলি: লগ্নি টানতে সম্প্রতি স্পেন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনিতে ইস্পাত কারখানা খোলার কথা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। Read more

Dilip Ghosh: দলে ‘ব্রাত্য’ দিলীপ! বিজেপি মহিলা মোর্চার অনুষ্ঠানে আমন্ত্রিতই নন সর্বভারতীয় সহ-সভাপতি
Dilip Ghosh: দলে ‘ব্রাত্য’ দিলীপ! বিজেপি মহিলা মোর্চার অনুষ্ঠানে আমন্ত্রিতই নন সর্বভারতীয় সহ-সভাপতি

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজ্য বিজেপির (BJP) মহিলা সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির। আর সেই শিবিরে আমন্ত্রণই জানানো হল না দলের প্রাক্তন রাজ্য Read more

SSC Group C দুর্নীতি: এস পি সিনহা-সহ ৫ জনের বিরুদ্ধে FIR, জামিন অযোগ্য ধারায় মামলা
SSC Group C দুর্নীতি: এস পি সিনহা-সহ ৫ জনের বিরুদ্ধে FIR, জামিন অযোগ্য ধারায় মামলা

স্টাফ রিপোর্টার: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের নয়া মোড়। আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে শনিবার একাদশ-দ্বাদশের গ্রুপ সি (SSC Group Read more

এবার বাংলার কৃষিক্ষেত্রে নতুন দিশা দেখাবে বিশেষ ড্রোন ‘গরুড়’, জেনে নিন খুঁটিনাটি
এবার বাংলার কৃষিক্ষেত্রে নতুন দিশা দেখাবে বিশেষ ড্রোন ‘গরুড়’, জেনে নিন খুঁটিনাটি

স্টাফ রিপোর্টার: এবার বাংলার কৃষিক্ষেত্রে নতুন দিশা দেখাবে ড্রোন, গরুড়। এই ড্রোনের সাহায্য চাষের বিভিন্ন দিক খতিয়ে দেখা-সহ একাধিক পরিকল্পনা Read more

আসানসোল সংশধোনাগারে অনুব্রতকে ফের জেরা সিবিআইয়ের, বুধবার সশরীরেই হাজিরা আদালতে
আসানসোল সংশধোনাগারে অনুব্রতকে ফের জেরা সিবিআইয়ের, বুধবার সশরীরেই হাজিরা আদালতে

শেখর চন্দ্র: ১৪ দিনের জেল হেফাজত শেষে বুধবার অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) তোলা হবে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে। ভারচুয়াল শুনানির Read more