গুজরাটে সোনা, হিরে তৈরি হয়েছে রাখি! দাম জানলে চমকে যাবেন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাই-বোনের পবিত্র ভালবাসার উৎসব রাখি বন্ধন (Raksha Bandhan)। অটুট সম্পর্কের উৎসব। বৃহস্পতিবার গোটা দেশে যা পালিত হচ্ছে। ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন বোন। সঙ্গে চলছে মিষ্টিমুখ, উপহার দেওয়া-নেওয়ার পালা। এর মধ্যেই খোঁজ মিলল এবারের উৎসবের সবচেয়ে দামি রাখির। গুজরাটের (Gujarat) একটি গয়নার দোকান সোনা-রুপো, মণি-মুক্ত দিয়ে গড়ে ফেলেছে হরেক রাখি। তার মধ্যেও আকাশ ছোঁয়া দাম যে রাখিটির সেটিতে সোনার উপরে হিরে বসানো বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, সুরাটের (Surat) ওই গয়নার দোকানে মিলছে বিভিন্ন দামি ধাতুর রাখি। তার মধ্যে রয়েছে ব্রোঞ্জ, রুপো ও সোনার রাখি। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হল একটি সোনার রাখি। যেটিতে হিরে বসানো। রাখির দাম ৫ লক্ষ টাকা। যদিও তাঁদের দোকানে সব ধরনের আর্থিক অবস্থার মানুষের জন্য রাখি রয়েছে বলে দাবি করেছেন গয়নার দোকানের কর্ণধার দীপক ভাই চোকসি (Deepak Bhai Choksi)। জানিয়েছেন, তাঁর দোকানে ৪০০ টাকা থেকে শুরু করে ৫ লক্ষ টাকা অবধির রাখি রয়েছে।
[আরও পড়ুন: উদয়পুর হিংসায় খুন হওয়া দরজির দোকানের কাছে মহরমের তাজিয়ায় আগুন, নেভাল হিন্দু পরিবার]
দীপক ভাই আরও জানিয়েছেন, ৫ লাখের রাখিতে সোনা দিয়ে ওম লেখা হয়েছে। এছাড়াও তাতে হিরে বসিয়ে শ্রীবৃদ্ধি করা হয়েছে। আরও বলেন, “আমরা এমন রাখি তৈরি করেছি যা রাখি উৎসবের দিনটির পরেও বাহুবন্ধনী হিসেবে ব্যবহার করতে পারবেন ভাই। কিছুটা অন্যভাবে এই উৎসবকে পালন করতেই চেয়েই দামি ধাতুর এই রাখি তৈরি করা হয়েছে।” সুরাটের ওই দোকানে রাখি কিনতে আসা এক ক্রেতা বলেন, “বিভিন্ন ধরনের রাখি পাওয়া যাচ্ছে এখানে। রয়েছে ব্রোঞ্জ, রুপো, সোনার রাখি। ৪০০ টাকা থেকে শুরু করে ৫ লক্ষ টাকার রাখিও পাওয়া যাচ্ছে।”
[আরও পড়ুন: দিল্লি, মুম্বইয়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা, খানিকটা স্বস্তি দেশের অ্যাকটিভ কেসে]
যুগের সঙ্গে বদলে যাচ্ছে রাখিবন্ধনের মতো একান্ত পারিবারিক উৎসবের ধরন। এখনও গ্রামে ভাইয়ের হাতে রঙিন সুতো বেঁধে উৎসব পালন করেন বোন। সঙ্গে বড়জোর মিষ্টিমুখ। ভাইবোনের আন্তরিকতাই হয়ে ওঠে উৎসবের চালিকা শক্তি। একটি কাহিনি বলছে, শিশুপাল বধের সময় আহত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। তখন দ্রৌপদী ওই আঘাতের জায়গায় কাপড় বেঁধে দেন, যাতে করে ক্ষতস্থানের উপশম হয়। শ্রীকৃষ্ণ কথা দেন, দ্রৌপদীকে আজীবন রক্ষা করবেন। সেই থেকে শুরু রাখিবন্ধন উৎসবের।

Source: Sangbad Pratidin

Related News
ইউরোপের সেরা লিগে সর্বোচ্চ গোল! নয়া রেকর্ড মেসির, একই দিনে দুঃসংবাদ রোনাল্ডোর
ইউরোপের সেরা লিগে সর্বোচ্চ গোল! নয়া রেকর্ড মেসির, একই দিনে দুঃসংবাদ রোনাল্ডোর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে কেন সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে ধরা হয়, আরও একবার প্রমাণ করে দিলেন লিওনেল মেসি (Leo Read more

আচমকা বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গঙ্গার ঘাট, হালিশহরে এক কিশোরের মৃত্যু, আহত কয়েকজন
আচমকা বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গঙ্গার ঘাট, হালিশহরে এক কিশোরের মৃত্যু, আহত কয়েকজন

অর্ণব দাস, বারাসত: উত্তর ২৪ পরগনার হালিশহরে (Halisahar) বোমা বিস্ফোরণ ঘিরে ছড়াল আতঙ্ক। বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে খবর। Read more

ফের কর্ণাটকের কুরসিতে সিদ্দারামাইয়া, ডেপুটি শিবকুমার, বেঙ্গালুরুর স্টেডিয়ামে নিলেন শপথ
ফের কর্ণাটকের কুরসিতে সিদ্দারামাইয়া, ডেপুটি শিবকুমার, বেঙ্গালুরুর স্টেডিয়ামে নিলেন শপথ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় বারের জন্য কর্ণাটকের (Karnataka) মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। শনিবার তিনি শপথ নিলেন। তাঁর সঙ্গে Read more

যশস্বী-বাটলার শোয়র সাক্ষী গুয়াহাটি, চলতি আইপিএলে হারের হ্য়াটট্রিক সৌরভের দিল্লির
যশস্বী-বাটলার শোয়র সাক্ষী গুয়াহাটি, চলতি আইপিএলে হারের হ্য়াটট্রিক সৌরভের দিল্লির

রাজস্থান রয়্যালস: ১৯৯/৪ (যশস্বী- ৬০, বাটলার-৭৯, মুকেশ-৩৬/২) দিল্লি ক্যাপিটালস: ১৪২/৯ (ওয়ার্নার-৬৫, ললিত-৩৮) ৫৭ রানে জয়ী রাজস্থান রয়্যালস সংবাদ প্রতিদিন ডিজিটাল Read more

আবারও চমক! রিলসের জন্য নয়া ফিচার নিয়ে হাজির Instagram
আবারও চমক! রিলসের জন্য নয়া ফিচার নিয়ে হাজির Instagram

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিনিয়ত নিত্যনতুন ফিচার এনে ইউজারদের চমকে দিচ্ছে ইনস্টাগ্রাম। এবার রিলসে নয়া ফিচার যোগ করে ফের তাক Read more

দ্য কেরালা স্টোরি: শুভাপ্রসন্নকে নিশানা সায়নী ঘোষের, ‘ওর জন্ম কবে?’, পালটা প্রশ্ন শিল্পীর
দ্য কেরালা স্টোরি: শুভাপ্রসন্নকে নিশানা সায়নী ঘোষের, ‘ওর জন্ম কবে?’, পালটা প্রশ্ন শিল্পীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল সমর্থিত বিশিষ্টজনদের সঙ্গে ফের দলীয় নেতৃত্বের বাকযুদ্ধ প্রকাশ্যে এল। এবার চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে (Suvaprasanna) নিশানা করে Read more