রাজ্যে ডেঙ্গুর চোখরাঙানি, আগামী সাতদিনের মধ্যে নিয়ন্ত্রণের নির্দেশ মুখ্যসচিবের

ক্ষীরোদ ভট্টাচার্য: করোনার বাড়বাড়ন্তের মাঝে রাজ্যে চোখরাঙাচ্ছে ডেঙ্গু (Dengue)। কালীঘাটের বাসিন্দা স্কুলছাত্রের মৃত্যুতে বাড়ছে উদ্বেগ। মশাবাহিত রোগের বাড়বাড়ন্ত ঠেকাতে তৎপর নবান্ন। রাজ্যের প্রত্যেকটি দপ্তর, জেলাশাসক ও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। আগামী সাতদিনের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণের নির্দেশও দিয়েছেন তিনি।
মু্খ্যসচিব এইচ কে দ্বিবেদী বলেছেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনওরকম শৈথিল্য দেখালে চলবে না। সময় ধরে কাজ করতে হবে। আপাতত সাতদিনের মধ্যে জমা জল ও ময়লা পরিষ্কার করতে হবে।” পাশাপাশি বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারদের বলা হয়েছে, নিজের নিজের এলাকা পরিষ্কার রাখতে হবে। দল তৈরি করতে হবে। ওই দলে মাইক্রোবায়োলজিস্ট, কমিউনিটি মেডিসিন, ভেক্টর কন্ট্রোল বিশেষজ্ঞদের রাখতে হবে। নিজের নিজের এলাকায় জমা জল ও মশার আঁতুড়ঘর পরিষ্কার করতে হবে।” বৈঠকের পর রাজ্য স্বাস্থ্যদপ্তরের এক শীর্ষ কর্তা বলেছেন, “কলকাতায় একটি বালকের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এই অবস্থায় রাজ্যের বিভিন্ন জেলায় সংক্রমণ বাড়ছে। তাই কোনওরকম শৈথিল্য দেখানো চলবে না। কড়া হাতে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হবে।”
[আরও পড়ুন: প্রায় ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা বকেয়া রাজ্যের, মোদির সঙ্গে বৈঠকে প্রাপ্য হিসেব বুঝিয়ে দিলেন মমতা]
কলকাতায় ডেঙ্গু সংক্রমণ তুলনামূলকভাবে কম। কিন্তু সন্তুষ্টির কোনও জায়গা নেই। তাই ওয়ার্ডভিত্তিক অভিযান চালানোর নির্দেশ মুখ্যসচিবের। এছাড়া মেডিক্যাল কলেজগুলিতে ডেঙ্গুর রক্তপরীক্ষার বন্দোবস্ত রাখতে হবে। সামান্য উপসর্গযুক্ত ব্যক্তির রক্তপরীক্ষা করতে হবে। ডেঙ্গু আক্রান্তদের যাতে বিনা চিকিৎসায় ভুগতে না হয়, সেদিকে নজর রাখতে হবে।
চিকিৎসকরা জানান, জ্বর, হাত-পায়ে যন্ত্রণা, পেটে ব্যথা এবং বমি বমি ভাব দেখা দিলেই সাবধান হতে হবে। আক্রান্ত হওয়ার ২-৫ দিনের মধ্যে লাল রংয়ের ফুসকুড়ি, রক্তচাপ ও প্লেটলেট কমে যায়। তাই সামান্য উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের কাছে যেতে হবে। করাতে হবে রক্তপরীক্ষা। চিকিৎসকের পরামর্শমতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারলে প্রাণহানির আশঙ্কাও থাকতে পারে।
[আরও পড়ুন: ‘উনি তো পর্যটক’, সিপিএমের পুরস্কার গ্রহণ করতেই অমর্ত্য সেনকে কটাক্ষ বাবুল সুপ্রিয়র]

Source: Sangbad Pratidin

Related News
ভাঙন ঠেকাতে এবার সৌমিত্র খাঁকে অর্জুনের ছেড়ে যাওয়া পদে আনল বিজেপি!
ভাঙন ঠেকাতে এবার সৌমিত্র খাঁকে অর্জুনের ছেড়ে যাওয়া পদে আনল বিজেপি!

সুদীপ রায়চৌধুরী: একদিন আগেই বাংলা ভাগের ডাক দিয়েছিলেন। সেই সৌমিত্র খাঁকে এবার ‘পুরস্কৃত’ করল বিজেপি (BJP)। এবার থেকে বিজেপির শ্রমিক Read more

ক্রিকেট খেলতে গিয়ে মৃত্যু! মাত্র ৪১ বছর বয়সে প্রয়াত ‘ভাবিজি ঘর পর হ্যায়’ খ্যাত অভিনেতা
ক্রিকেট খেলতে গিয়ে মৃত্যু! মাত্র ৪১ বছর বয়সে প্রয়াত ‘ভাবিজি ঘর পর হ্যায়’ খ্যাত অভিনেতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। চলে গেলেন ‘ভাবিজি ঘর পর হ্যায়’ (Bhabiji Ghar Par Hai) ধারাবাহিকে মালখান Read more

প্রীতম কোটাল কি মোহনবাগানেই? দলবদলের মাঝে প্রশ্ন সবুজ-মেরুন ভক্তদের
প্রীতম কোটাল কি মোহনবাগানেই? দলবদলের মাঝে প্রশ্ন সবুজ-মেরুন ভক্তদের

দুলাল দে: মোহনবাগানে একের পর এক ফুটবলারের চুক্তি ঘোষণা হচ্ছে। কিন্তু রবিবার পর্যন্ত কী খবর গত মরশুমের অধিনায়ক প্রীতম কোটালের Read more

দেশের প্রথম 5G অ্যাম্বুল্যান্স কলকাতায়, হাসপাতালে পৌঁছনোর আগেই শুরু চিকিৎসা
দেশের প্রথম 5G অ্যাম্বুল্যান্স কলকাতায়, হাসপাতালে পৌঁছনোর আগেই শুরু চিকিৎসা

স্টাফ রিপোর্টার: অসুস্থ রোগী গাড়িতে। জরুরি বিভাগে বসেই তাঁকে মনিটরে দেখতে পাবেন চিকিৎসক। শুরু করে দেবেন প্রাথমিক চিকিৎসা! সৌজন্যে ফাইভ Read more

ভারতীয় ফুটবলে ফের এটিকে, আসছে উত্তরপ্রদেশের প্রথম ফুটবল ক্লাব ইন্টার কাশী
ভারতীয় ফুটবলে ফের এটিকে, আসছে উত্তরপ্রদেশের প্রথম ফুটবল ক্লাব ইন্টার কাশী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলে প্রত্যাবর্তন অ্যাটলেটিকো মাদ্রিদের (Atletico Madrid)। নয়া টিম গড়ে ফের ভারতীয় টুর্নামেন্টে অংশ নিতে চলেছে Read more

আদানি-তদন্তে কমিটি পুনর্গঠনের আবেদন পেশ সুপ্রিম কোর্টে
আদানি-তদন্তে কমিটি পুনর্গঠনের আবেদন পেশ সুপ্রিম কোর্টে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্ক ভিত্তিক শর্টসেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে আদানি সংস্থার বিরুদ্ধে অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট নিযুক্ত Read more