চিনের চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান পেল ‘অপরাজিত’, কী প্রতিক্রিয়া নায়ক জিতুর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অপরাজিত’ (Aparajito) সিনেমার সাফল্যের মুকুটে নয়া পালক। এবার চিনের চলচ্চিত্র উৎসবে স্পেশ্যাল জ্যুরি অ্যাওয়ার্ড পেল অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত সিনেমা। ফেসবুকে সুখবর জানালেন নায়ক জিতু কমল (Jeetu Kamal)। 

সিনেমাটোগ্রাফার সুপ্রতীম ভোলের পোস্ট শেয়ার করেছেন জিতু। সেই পোস্ট থেকেই জানা যায়, ২০২২ সালের BRICS চলচ্চিত্র উৎসবে বিশেষ এই সম্মান পেয়েছে ‘অপরাজিত’। এই উৎসবটি আবার চিনের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অধীনে হয়। খুশির খবরটি জিতুর পাশাপাশি পরিচালক অনীক দত্ত, প্রযোজক ফিরদৌসুল হাসানের সঙ্গেও শেয়ার করেন সুপ্রতীম। তাঁর পোস্ট শেয়ার করে হাতজোড় করা ইমোজি দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করেছেন জিতু। 

[আরও পড়ুন: চুক্তি ভেঙেছেন হরনাজ সিন্ধু, মিস ইউনিভার্সের নামে আদালতে দায়ের অভিযোগ ]
এ বিষয়ে কথা বলতে গিয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালকে জিতু জানান, শুক্রবার প্রযোজকের কাছ থেকে তিনি খুশির এই খবরটি জানতে পারেন। অভিনেতার মতে এভাবেই আরও মানুষের কাছে ‘অপরাজিত’ সিনেমা পৌঁছে যাবে। দর্শকরা ছবিটি উপলব্ধি করবেন। আগামী ১২ আগস্ট আমেরিকায় মুক্তি পাবে ‘অপরাজিত’। সেখানকার আটটি সিনেমা হলে দেখা যাবে ছবিটি। 

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ ছবি তৈরির নেপথ্য কাহিনিই ‘অপরাজিত’ ছবির উপজীব্য। ছবির পুরোটাই শুট করা হয়েছে সাদা-কালোর আবহে। সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ভূমিকায় অভিনয় করেছেন জিতু কমল। তাঁকে মুখ্য চরিত্রে রেখেই ‘পথের পাঁচালী’ ছবির বেশ কিছু দৃশ্য পুনর্নির্মাণ করেছেন অনীক। যা দর্শকদের ফিরিয়ে দিচ্ছে ‘পথের পাঁচালী’র স্মৃতি। সেই টানেই দর্শকরা গিয়েছেন সিনেমা হলে। 
সমালোচকদের পাশাপাশি দর্শকদেরও প্রশংসা পেয়েছে ‘অপরাজিত’। জিতুর অভিনয়ও প্রশংসিত হয়েছে। এত সম্মান, এত পুরস্কারের মতো প্রথম শট দেওয়ার স্মৃতি আজও স্পেশ্যাল জিতুর কাছে। দেড়পাতার সংলাপ বলার সময় খুবই নার্ভাস ছিলেন অভিনেতা। শটের পর হাততালি পেয়েছিলেন তিনি। সেই সময় শমীক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও পেয়েছিলেন। ‘তুমি ঠিক পথে এগোচ্ছ’, বলেছিলেন তিনি। সে কথা পরম পাওনা বলেই জানান অভিনেতা। গত ১৩ মে সিনেমার মুক্তির আগে সন্দীপ রায়ও জিতুকে আশ্বস্ত করেছিলেন। আপাতত ‘তীতুমীর’ সিনেমার প্রস্তুতি নিচ্ছেন জিতু। আগামী ৫ সেপ্টেম্বর থেকে সেই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা। 
[আরও পড়ুন: ‘রক্ষাবন্ধন’ ছবির প্রচারে কেঁদে ভাসালেন অক্ষয় কুমার! ব্যাপারটা কী?]

Source: Sangbad Pratidin

Related News
Coronavirus Update: করোনা আক্রান্ত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রয়েছেন কোয়ারেন্টাইনে
Coronavirus Update: করোনা আক্রান্ত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রয়েছেন কোয়ারেন্টাইনে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কেন্দ্রীয় মন্ত্রিসভায় করোনার হানা। এবার সংক্রমিত দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। মৃদু উপসর্গ রয়েছে। Read more

২০০ কোটি কর ফাঁকির অভিযোগ, দেশজুড়ে লাক্সের নানা অফিসে হানা আয়কর দপ্তরের
২০০ কোটি কর ফাঁকির অভিযোগ, দেশজুড়ে লাক্সের নানা অফিসে হানা আয়কর দপ্তরের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল লাক্স ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে। লাক্সের শীর্ষ দপ্তর কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে সংস্থার Read more

‘গাড়ি কিনবেন না, কাউকে পা ছুঁতে দেবেন না’, দলের ভাবমূর্তি শোধরাতে একগুচ্ছ নির্দেশ তেজস্বীর
‘গাড়ি কিনবেন না, কাউকে পা ছুঁতে দেবেন না’, দলের ভাবমূর্তি শোধরাতে একগুচ্ছ নির্দেশ তেজস্বীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০ সালে একটুর জন্য হয়নি। কিন্তু ২০২২ সালে এসে বিহারের (Bihar) ক্ষমতার অলিন্দে লালুপ্রসাদ যাদবের ছোট Read more

এবার বলিউডে সামান্থা! করণ জোহরের ছবিতে কোন ভূমিকায় দেখা যাবে দক্ষিণী নায়িকাকে?
এবার বলিউডে সামান্থা! করণ জোহরের ছবিতে কোন ভূমিকায় দেখা যাবে দক্ষিণী নায়িকাকে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক গানেই একেবারেই বাজিমাত। গোটা দুনিয়ার নজরে এখন দক্ষিণী সুন্দরী সামান্থা প্রভু। আল্লু অর্জুনের পুষ্পা ছবিতে Read more

তামিলনাড়ুর সবুজ বাজিতেই বঙ্গে দীপাবলি, ভিনরাজ্য থেকে আসছে বিপুল জোগান
তামিলনাড়ুর সবুজ বাজিতেই বঙ্গে দীপাবলি, ভিনরাজ্য থেকে আসছে বিপুল জোগান

নব্যেন্দু হাজরা: রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। আর তার পরই আলোর উৎসব দীপাবলিতে মেতে ওঠার প্রস্তুতি শুরু হয়ে যাবে বাংলা জুড়ে। জেলায় Read more

নিষিদ্ধ হোক ‘আদিপুরুষ’, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে একজোট অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স
নিষিদ্ধ হোক ‘আদিপুরুষ’, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে একজোট অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আদিপুরুষের বিরুদ্ধে খেপে গেল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্য়াসোসিয়েশন। এই ছবিকে নিষিদ্ধ করার দাবি নিয়ে Read more