ছোটবেলার বন্ধুত্ব অটুট মৃত্যুকালেও! বাগবাজারে একইসঙ্গে আত্মঘাতী ২ বন্ধু

অর্ণব আইচ: আর্থিক অনটনের জেরে মানসিক অবসাদ। তারই জেরে খাস কলকাতায় বিষ খেয়ে আত্মঘাতী দুই যুবক। ঘটনাটি ঘটেছে বাগবাজারের (Bagbazar) নন্দলালবসু লেন এলাকায়। যদিও আর্থিক অনটনেই চরম পরিণতি নাকি নেপথ্যে অন্য রহস্য তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম প্রদীপ সাহা ও শুভেন্দু ধর। দীর্ঘদিন ধরে বাগবাজারের একটি ছোট ঘরে থাকতেন প্রদীপ। সেখানেই তাঁর বেড়ে ওঠা। দাদা বর্তমানে বেলঘড়িয়ায় থাকেন। বাবা-মা ও নেই। ফলত প্রায় ১০ থেকে ১২ বছর ধরে বাগবাজারের বাড়িতে একাই থাকতেন প্রদীপ। সেই কারণে প্রায় বছর দশেক আগে বন্ধু শুভেন্দু ধরকে বাগবাজারের বাড়িতে থাকার কথা বলেছিলেন প্রদীপ। সেই থেকে দুই বন্ধু একসঙ্গে। তাঁর একই সঙ্গে শ্রমিকের কাজ করতেন। একইবাড়িতেই থাকতেন। অর্থাৎ গোটা দিনটাই একসঙ্গে কাটত তাঁদের।
[আরও পড়ুন: ‘জেলা ভাগ লেডি বিন তুঘলকের খামখেয়ালি সিদ্ধান্ত’, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুকান্তর, পালটা তৃণমূলের]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রদীপ ও শুভেন্দুর আর্তনাদ শুনতে পান প্রতিবেশীরা। ছুটে গিয়ে দেখতে পান, দুজনই অসুস্থ। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাশাপাশি বেডে ভরতি করা হয় প্রদীপ-শুভেন্দুকে। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন দুই বন্ধু। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে ওই দুই যুবক। কারণ হিসেবে উঠে এসেছে, আর্থিক সমস্যা।
স্থানীয়রা জানিয়েছেন, হাসপাতালে ভরতির পরই প্রদীপের দাদাকে খবর দেওয়া হয়। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। তবে শুভেন্দুর পরিবার সম্পর্কে এলাকার কারও কিছু জানা নেই বলেই খবর। পুলিশের তরফে জানানো হয়েছে দেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
[আরও পড়ুন: শ্রাবণের অর্ধেক পার, ভ্যাপসা গরমে নাজেহাল, কবে ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ?]

Source: Sangbad Pratidin

Related News
একশো বছরেও বদলায়নি ব্লেডের আশ্চর্য নকশা, কেন জানেন?
একশো বছরেও বদলায়নি ব্লেডের আশ্চর্য নকশা, কেন জানেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট জিনিস কিন্তু সংসারের অতি প্রয়োজনের জিনিস। যেমন সেফটিপিন, যেমন সুচ। তেমনই ধারাল দরকারি জিনিস হল Read more

আঁধারে আলো! অন্ধকারে পড়াশোনা করেই মাধ্যমিকে দারুণ ফলাফল মালবাজারের ছাত্রীর
আঁধারে আলো! অন্ধকারে পড়াশোনা করেই মাধ্যমিকে দারুণ ফলাফল মালবাজারের ছাত্রীর

অরূপ বসাক, মালবাজার: উত্তরবঙ্গের পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে যে কীভাবে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়া যায়, সেটাই বোধহয় দেখাল মালের ছাত্রী। মাল Read more

বুধবারই ইউক্রেনে হামলা করতে পারে রাশিয়া! আমেরিকার সতর্কতার মাঝেই বৈঠকের ডাক কিয়েভের
বুধবারই ইউক্রেনে হামলা করতে পারে রাশিয়া! আমেরিকার সতর্কতার মাঝেই বৈঠকের ডাক কিয়েভের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে এত সেনা কেন মোতায়েন করেছে রাশিয়া (Russia), তা ব্যাখ্যা করতে ইতিপূর্বে ইউক্রেনের (Ukraine) তরফে বলা Read more

বড় ঘোষণার আভাস দেবের, তারকার প্রযোজনাতেই কি ‘নটি বিনোদিনী’ রুক্মিণী?
বড় ঘোষণার আভাস দেবের, তারকার প্রযোজনাতেই কি ‘নটি বিনোদিনী’ রুক্মিণী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতেই বড় ঘোষণা করবেন। মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ এই কথা জানান দেব (Dev)। তাতেই Read more

Mamata Banerjee: ‘BJP হিরো হয়ে গিয়েছে, জিরো করতে চাই’, নীতীশ-তেজস্বীর সঙ্গে বৈঠকের পর চ্যালেঞ্জ মমতার
Mamata Banerjee: ‘BJP হিরো হয়ে গিয়েছে, জিরো করতে চাই’, নীতীশ-তেজস্বীর সঙ্গে বৈঠকের পর চ্যালেঞ্জ মমতার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবান্নে বসে বিজেপি (BJP) বিরোধী ঐক্যে শান মমতা-নীতীশ-তেজস্বীর। বৈঠকের পর তাঁদের সম্মিলিত বার্তা, “বিজেপি ইতিহাস বদলে Read more

রাজ চক্রবর্তীর হাতে নতুন ট্যাটু, জানেন কার নামে ?
রাজ চক্রবর্তীর হাতে নতুন ট্যাটু, জানেন কার নামে ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্ট একটা পায়ের ছাপ! তার উপর কালো অক্ষরে লেখা নাম। নিজের প্রাণের চেয়ে প্রিয় ছেলে যুবানকে Read more