অসম জিহাদি কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে, বলছেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসম (Assam) জিহাদি কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে, বৃহস্পতিবার একথা বললেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। সাম্প্রতিককালের পাঁচটি ঘটনায় বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের (Ansarul Islam) যোগ মিলেছে বলে জানিয়েছেন হিমন্ত। গোটা বিষয়ে তিনি উদ্বিগ্ন। প্রশাসন কাজ করছে, তবে সাধারণ মানুষকে সচেতন হতে হবে, বলেন অসমের মুখ্যমন্ত্রী। সন্দেহভাজন মনে হল পুলিশকে খবর দিতে বলেছেন তিনি।
এদিন উদ্বেগের সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “আনসারুল ইসলামের সদস্য ৬ জন বাংলাদেশি অসমে ঢুকেছে। এরা রাজ্যে ঢুকে তরুণ প্রজন্মকে মৌলবাদী মগজধোলাই দিচ্ছে। চলতি বছরের মার্চ মাসে বারপেতা (Barpeta) থেকে এদের একজনকে গ্রেপ্তার করা গিয়েছে।” হিমন্ত ঘুরিয়ে অভিযোগ করেন, রাজ্যে বাইরের লোক ঢুকে মাদ্রাসায় ছাত্রদের মগজধোলাই দিচ্ছে, জিহাদে উদ্বুদ্ধ করছে তাদের। বলেন, “বাইরে লোক ঢুকে মাদ্রাসাগুলিতে পড়ুয়াদের মগজধোলাই দেওয়ার কাজ করছে। যা রীতিমতো আতঙ্কের বিষয়।”
[আরও পড়ুন: ন্যাশনাল হেরাল্ড মামলায় হাওয়ালা যোগ! ফের খতিয়ে দেখা হতে পারে রাহুল-সোনিয়ার বয়ান]
অসমের মুখ্যমন্ত্রীর দাবি, “জঙ্গি কার্যকলাপ আর জিহাদি কাজের মধ্যে পার্থক্য রয়েছে। বছরের পর বছর ধরে মগজধোলাই দেওয়া থেকে বিষয়টা শুরু হয়। এরপরে ইসলামী মৌলবাদের প্রচারে সক্রিয় অংশগ্রহণ এবং সব শেষে নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়া।” হিমন্ত আরও বলেন, “২০১৬-১৭ সালে যারা অবৈধ ভাবে রাজ্যে ঢুকেছে তারা কোভিডের সময় জনসংযোগের জন্য অনেক ক্যাম্প করেছে।”
অসমের মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, “এখনও পর্যন্ত একজন মাত্র সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই কারণে আমি সাধারণ মানুষকে অনুরোধ করছি, যদি দেখেন রাজ্যের বাইরের কেউ হঠাৎই মাদ্রাসার শিক্ষক বা ইমাম হয়ে বসেছেন, তবে দ্রুত পুলিশকে খবর দিন।” 
[আরও পড়ুন: ‘যারা ৫২ বছর তেরঙ্গা উত্তোলন করেনি…’ গেরুয়া শিবিরকে আক্রমণ রাহুল গান্ধীর]
প্রসঙ্গত, গতকালই অসমে ধরা পড়েছে এক বাংলাদেশি জঙ্গি সংগঠনের সদস্য। গ্রেপ্তার করা হয়েছে মুফতি মোস্তাফা নামের মরিগাঁও এলাকার এক মাদ্রাসা শিক্ষককে। মোস্তাফা এখন পুলিশ হেফাজতে রয়েছেন। ওই ব্যক্তি বাংলাদেশের অন্যতম জঙ্গি সংগঠন আনসারুল বাংলার (Ansar Ul Bangla Team) সদস্য বলেই পুলিশের দাবি।

Source: Sangbad Pratidin

Related News
পিছিয়ে যাচ্ছে মহামেডান স্পোর্টিংয়ের প্রথম ম্যাচ, জেনে নিন কারণ
পিছিয়ে যাচ্ছে মহামেডান স্পোর্টিংয়ের প্রথম ম্যাচ, জেনে নিন কারণ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোট এবং তার ফলাফলের জন্য ১০ জুলাইয়ের ইস্টবেঙ্গল-পশ্চিমবঙ্গ পুলিশের ম্যাচ হয়তো হবে না। ঠিক একই Read more

অবশেষে শাহরুখের সঙ্গে আল্লুর দেখা, ‘জওয়ানে’র শুটিং ফ্লোরে ‘পুষ্পারাজ’
অবশেষে শাহরুখের সঙ্গে আল্লুর দেখা, ‘জওয়ানে’র শুটিং ফ্লোরে ‘পুষ্পারাজ’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জন ছিল আগেই। এমনকী, শোনা গিয়েছিল শাহরুখের ছবি জওয়ানে অভিনয় করতে না করেছেন দক্ষিণী তারকা আল্লু Read more

চতুর্থবারও সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল, আইনজীবীর মারফত পাঠালেন চিঠি
চতুর্থবারও সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল, আইনজীবীর মারফত পাঠালেন চিঠি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরু পাচার মামলায় মঙ্গলবারও সিবিআই (CBI)দপ্তরে গেলেন না অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। হাই কোর্টে তাঁর দায়ের Read more

তৃণমূলের সভার আগে ইন্দাসে বাজ পড়ে মৃত ১, জখম কমপক্ষে ৫০ জন, দুঃখপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
তৃণমূলের সভার আগে ইন্দাসে বাজ পড়ে মৃত ১, জখম কমপক্ষে ৫০ জন, দুঃখপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ব্যুরো: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে রবিবার সকাল থেকেই মুখভার আকাশের। দুপুর থেকে জেলায় জেলায় শুরু ঝড়-বৃষ্টি। Read more

হাতির পিঠে চেপে গন্ডার দর্শন! পুজোর মুখেই গরুমারায় শুরু ‘এলিফ্যান্ট রাইডিং’
হাতির পিঠে চেপে গন্ডার দর্শন! পুজোর মুখেই গরুমারায় শুরু ‘এলিফ্যান্ট রাইডিং’

শান্তনু কর, জলপাইগুড়ি: ওই দূরে দাঁড়িয়ে আছে গন্ডার! গরুমারার জঙ্গলে হাতির পিঠে চেপে গন্ডার দর্শন। জঙ্গল ভ্রমণের দুর্দান্ত সেই ফিল Read more

উদ্দাম যৌনতার পর আর্থিক বিবাদের জেরেই সোনাগাছিতে খুন যৌনকর্মী, অবশেষে গ্রেপ্তার ২
উদ্দাম যৌনতার পর আর্থিক বিবাদের জেরেই সোনাগাছিতে খুন যৌনকর্মী, অবশেষে গ্রেপ্তার ২

অর্ণব আইচ: সোনাগাছিতে যৌনকর্মী হত্যাকাণ্ডের কিনারা। ভিন রাজ্য থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত। ধৃতরা হল সুরজ সিং ও মণীশ সিং। শুক্রবার Read more