আগেও ৭৫ লক্ষ টাকা হাতবদল হয়েছে কলকাতায়, ঝাড়খণ্ড কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

অর্ণব আইচ: ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের (Jharkhand Congress MLA) গ্রেপ্তারি কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। ৩০ জুলাই প্রথমবার নয়, এর আগেও কলকাতায় হাতবদল হয়েছে মোটা অঙ্কের নগদ। গুয়াহাটিতে গোপন বৈঠকের পরই লালবাজার সংলগ্ন হেয়ার স্ট্রিট থানার হাওয়ালা কারবারির মাধ্যমেই টাকা এসেছিল কংগ্রেস বিধায়কদের হাতে। আজ অর্তাৎ বৃহস্পতিবার সেই ব্যবসায়ীকে ফের ডেকে পাঠিয়েছে সিআইডি।
সিআইডি তদন্তের গতি বাড়াতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, ১৯-২০ জুলাই নাগাদ কলকাতায় এসেছিলেন ঝাড়খণ্ডের দুই কংগ্রেস বিধায়ক। এখান থেকে গুয়াহাটি গিয়েছিলেন বৈঠক করতে। সেখানে এক বিজেপি নেতার সঙ্গে বৈঠকও করেছিলেন রাজেশ কাচ্ছাপ এবং ইরফান আনসারি, এমনটাই দাবি তদন্তকারীদের। এরপর গত ২১ জুলাই প্রায় ৭৫ লক্ষ টাকা নিয়ে কলকাতা থেকে ঝাড়খণ্ডে ফিরেছিলেন কংগ্রেসের দুই বিধায়ক। আর এই নগদ তাঁদের হাতে তুলে দিয়েছিলেন সিআইডির নজরে থাকা ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল। এমনই অভিযোগ উঠছে। এবিষয়ে বিস্তারিত তথ্য জানতে এদিন ফের তাঁকে তলব করেছেন সিআইডি আধিকারিকরা। বুধবারও গভীর রাত পর্যন্ত তাঁকে জেরা করা হয়। জেরায় নাকি ব্যবসায়ী দাবি করেছেন, কালো ব্যাগে যে টাকা রয়েছে তা তিনি জানতেনই না।
[আরও পড়ুন: দিল্লি যাচ্ছেন মমতা, বৃহস্পতিবার বৈঠক দলীয় সাংসদদের সঙ্গে, শুক্রবারই মোদির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা]
এদিকে সিআইডির (CID) নজরে ধৃত কং বিধায়কদের ‘মন্দারমণি বিলাস’ও। ৩০ জুলাই গ্রেপ্তারির আগে ৪৯ লক্ষ টাকা এবং বিধায়কদের নিয়ে মন্দারমণি দিকেই যাচ্ছিল কালো গাড়িটি। আর এ বিষয়টিই ভাবাচ্ছে তদন্তকারীদের। এত টাকা নিয়ে কেন মন্দারমণি যাচ্ছিল ৩ কংগ্রেস বিধায়ক? কার সহযোগিতায় সমুদ্রের ধারে বেড়াতে যাচ্ছিলেন তাঁরা? এত জায়গা থাকতে হঠাই মন্দারমণি কেন? কে বা কারা বুক করে দিয়েছিলেন হোটেল, সেদিকেও নজর রাখছেন তদন্তকারীরা। উল্লেখ্য, ঝাড়খণ্ডের সরকারের ফেলতে বিজেপির ষড়যন্ত্রের ইঙ্গিত আগে দিয়েছিলেন বঙ্গ বিজেপির দুই নেতা। মন্দারমণি কাণ্ডের সঙ্গে কি তাঁদেরই কারোর যোগ রয়েছে? খতিয়ে দেখছে সিআইডি।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই রাতে হাওড়ার পাঁচলা এলাকায় একটি কালো গাড়ি থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধার হয়। গ্রেপ্তার হন তিন কংগ্রেস বিধায়ত। তারপরই সামনে আসে ঝাড়খণ্ডে জেএমএম-কংগ্রেস সরকার ফেলতে বিজেপির চক্রান্ত। 
[আরও পড়ুন: কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক, খড়দহে মৃত ২]

Source: Sangbad Pratidin

Related News
ফের বিপাকে রূপঙ্কর, কেকে বিতর্কের জেরে নতুন বাংলা ছবির গান থেকে বাদ পড়লেন রূপঙ্কর!
ফের বিপাকে রূপঙ্কর, কেকে বিতর্কের জেরে নতুন বাংলা ছবির গান থেকে বাদ পড়লেন রূপঙ্কর!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেকে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না সংগীতশিল্পী রূপঙ্কর বাগচীর। কেকে বিতর্ককে সঙ্গে নিয়েই নতুন নতুন বিপাকে Read more

এক বছরে শেয়ার বাজারে ৪০ শতাংশ কমল LIC’র মূলধন! তরজায় কংগ্রেস-বিজেপি
এক বছরে শেয়ার বাজারে ৪০ শতাংশ কমল LIC’র মূলধন! তরজায় কংগ্রেস-বিজেপি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্রেফ এক বছরে শেয়ার বাজারে প্রায় ৪০ শতাংশ মূলধন হারিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা LIC। আইপিও আসার Read more

জাতীয় সংগীতের আগে মুখ থেকে চুইনগাম ফেললেন রাহুল, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা
জাতীয় সংগীতের আগে মুখ থেকে চুইনগাম ফেললেন রাহুল, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিম্বাবোয়ে সফরের শুরুতেই ধামাকা। হোম ফেভারিটদের বিরুদ্ধে হাসতে হাসতে জয় পেয়েছে কেএল রাহুলের টিম ইন্ডিয়া। বল Read more

Durga Puja 2023: সপরিবার নয়, ৫০০ বছর ধরে মা দুর্গা একাই আসেন শান্তিপুরের রায় বাড়িতে
Durga Puja 2023: সপরিবার নয়, ৫০০ বছর ধরে মা দুর্গা একাই আসেন শান্তিপুরের রায় বাড়িতে

সঞ্জিত ঘোষ, নদিয়া: লাল পাড় সাদা শাড়ি পরে গেরস্থ বাড়িতে গিয়ে জল চেয়েছিলেন সাধারণ এক বধূ। গঙ্গাজলের দিকে তাকিয়ে বলেছিলেন, Read more

গরুপাচারে স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকায় পালটা মামলা, অমিত শাহর নাম বাদের নির্দেশ হাই কোর্টের
গরুপাচারে স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকায় পালটা মামলা, অমিত শাহর নাম বাদের নির্দেশ হাই কোর্টের

স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী এলাকায় গরু পাচারের রমরমা নিয়ে কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে (Calcutta Read more

‘ছবির চোদ্দোটা বেজে গিয়েছে!’, ‘শিবপুর’ নিয়ে ফের ঝাঁঝালো স্বস্তিকা
‘ছবির চোদ্দোটা বেজে গিয়েছে!’, ‘শিবপুর’ নিয়ে ফের ঝাঁঝালো স্বস্তিকা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার বিতর্ক পেরিয়ে মুক্তি পেয়েছে স্বস্তিকা মুখোপাধ্য়ায় ও পরমব্রত চট্টোপাধ্য়ায় অভিনীত ছবি ‘শিবপুর’। এই ছবিতে প্রশংসা Read more