রাজ্যসভায় ভোটের জন্য ২৫ কোটির প্রস্তাব ছিল, বিস্ফোরক অভিযোগ রাজস্থানের মন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভার (Rajya Sabha) ভোটে একজন নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিলেই মিলবে কড়কড়ে ২৫ কোটি টাকা! এমনই চাঞ্চল্যকর দাবি রাজস্থান সরকারের সেনা কল্যাণ মন্ত্রী রাজেন্দ্র গুঢার।
যখন সরকার ফেলে দিতে বিজেপির (BJP) বিরুদ্ধে বিধায়কদের কোটি কোটি টাকার লোভ দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে, তখন মরুরাজ্যে খোদ মন্ত্রীর এমন চাঞ্চল্যকর অভিযোগে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। ফলে নতুন করে বিজেপির বিরুদ্ধে ক্ষমতা দখলে টাকার খেলার বড় অভিযোগ সামনে এসেছে। সোমবার ঝুনুঝুনুতে একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে গিয়ে এ কথা বলেন রাজেন্দ্র। মঙ্গলবার সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।
[আরও পড়ুন: কংগ্রেসের হাত ধরে যৌথ আন্দোলন নয়, দূরত্ব রেখেই চলবে বাম]

সেখানে দেখা যাচ্ছে স্কুলের এক পড়ুয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘একজন নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিলে আমাকে ২৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। বিষয়টি নিয়ে আমার স্ত্রীকে সব খুলে বলি। তাঁর পরামর্শ চাই। স্ত্রী আমাকে বলেন, টাকার দরকার নেই, তার চেয়ে সম্মান বড়।’’ এখানেই থেমে থাকেননি ওই মন্ত্রী। আরও একটি ঘটনা তুলে ধরেন তিনি। রাজেন্দ্র বলেন, ‘‘আমি তোমাদের আরও একটি ঘটনার কথা জানাতে চাই। শচীন পাইলটের (Sachin Pilot) সঙ্গে যখন অশোক গেহলটের সমস্যা চলছিল, তখন আমার কাছে ৬০ কোটি টাকার একটি প্রস্তাব ছিল। তখন আমি পরিবারের সঙ্গে কথা বললাম। স্ত্রী, ছেলে, মেয়ে বলল, আমাদের টাকার দরকার নেই। কিন্তু সম্মান একবার চলে গেলে বাঁচার অর্থ থাকবে না।’’
[আরও পড়ুন: ঝাড়খণ্ডের ৩ বিধায়কের গাড়িতে উদ্ধার ৪৯ লক্ষ টাকা, CID-র তল্লাশিতে বাধা দিল দিল্লি পুলিশ]
এর পরই তাঁর সংযোজন, এই কথাগুলো বলে আসলে পড়ুয়াদের মধ্যে একটি বার্তা দিতে চেয়েছেন তিনি। বোঝাতে চেয়েছিলেন, অসৎ পথে অর্থ আসে ঠিকই, কিন্তু সম্মান থাকে না। ২০১৮-র বিধানসভা ভোটে বিএসপি (BSP) প্রার্থী হিসাবে জেতার পর ২০১৯ সালে কংগ্রেসে যোগ দেন তিনি। ২০২১-এ রাজেন্দ্রকে রাজ্য মন্ত্রিসভায় জায়গা দেন গেহলট। বর্তমানে তিনি রাজ্যের সেনা কল্যাণ মন্ত্রী। মুখ্যমন্ত্রী গেহলট (Ashok Gehlot) একাধিক বার অভিযোগ করেছেন, তাঁর সরকার ফেলে দিতে বিধায়কদের কোটি কোটি টাকার লোভ দেখাচ্ছে বিজেপি। গত জুনে রাজস্থানে রাজ্যসভা ভোট হয়। তাতে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে ছিলেন মিডিয়া ব্যারন সুভাষ চন্দ্র (Subhash Chandra)। কিন্তু তিনি হেরে যান।

Source: Sangbad Pratidin

Related News
‘বিদ্রোহী’ শান্তনু ঠাকুরের সঙ্গে পিকনিকের জের, শোকজের মুখে বিজেপি নেতা জয়প্রকাশ-রীতেশ
‘বিদ্রোহী’ শান্তনু ঠাকুরের সঙ্গে পিকনিকের জের, শোকজের মুখে বিজেপি নেতা জয়প্রকাশ-রীতেশ

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: অবশেষে দুই বিজেপি নেতাকে শোকজের (Showcause) পথেই হাঁটল রাজ্য কমিটি। জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে শোকজ চিঠি ধরাল Read more

বিষ খেয়ে ‘আত্মঘাতী’ পঞ্চায়েতের উপপ্রধান, সুইসাইড নোটে প্রধান ও শিক্ষক নেতার নাম
বিষ খেয়ে ‘আত্মঘাতী’ পঞ্চায়েতের উপপ্রধান, সুইসাইড নোটে প্রধান ও শিক্ষক নেতার নাম

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ‘আত্মঘাতী’ তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বোলসিদ্ধি-কালীনগর গ্রামে। উদ্ধার Read more

অনুরাগ কাশ্যপের কাছে ঘাড় ধাক্কা, ধমক খেয়ে রাতের ঘুম উড়ে গিয়েছিল নওয়াজউদ্দিনের
অনুরাগ কাশ্যপের কাছে ঘাড় ধাক্কা, ধমক খেয়ে রাতের ঘুম উড়ে গিয়েছিল নওয়াজউদ্দিনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে পরিচালকের সঙ্গে কাজ করে রাতারাতি বলিউডের পরিচালক-প্রযোজকদের মাথা ঘুরিয়ে দিয়েছিলেন, তাঁর ধমকের জেরেই কিনা সারারাত Read more

‘হিজাব মনে করায় মেয়েরা সম্ভোগের বস্তু’, হিজাবপন্থীদের তীব্র আক্রমণ তসলিমার
‘হিজাব মনে করায় মেয়েরা সম্ভোগের বস্তু’, হিজাবপন্থীদের তীব্র আক্রমণ তসলিমার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিভিন্ন প্রান্তে যখন হিজাব বিতর্ক (Hijab Controversy) মাথাচাড়া দিচ্ছে, যখন উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির নেত্রী রুবিনা Read more

‘বিজেপির টিকিটে আর ভোটে লড়ব না’, সুদীপ রায় বর্মনের ঘোষণায় নয়া জল্পনা ত্রিপুরায়
‘বিজেপির টিকিটে আর ভোটে লড়ব না’, সুদীপ রায় বর্মনের ঘোষণায় নয়া জল্পনা ত্রিপুরায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলছাড়ার জল্পনা ছিল অনেকদিনই। দূরত্বও ক্রমশ বাড়ছিল। এবার সেই জল্পনায় কার্যত সিলমোহর দিয়ে দিলেন বিক্ষুব্ধ বিজেপি Read more

প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ৫ পুলিশকর্মীর
প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ৫ পুলিশকর্মীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর সফরের আগে বড়সড় দুর্ঘটনা রাজস্থানে (Rajasthan)। মৃত অন্তত ৫ পুলিশকর্মী। জখম আরও দুই। রাজস্থানের চুরু Read more