নিয়োগ দুর্নীতি নিয়ে আন্দোলন ছন্নছাড়া, সুকান্তদের কড়া বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের

বুদ্ধদেব সেনগুপ্ত: মানুষ ক্ষেপে রয়েছে। অথচ দল তার সুবিধা তুলতে পারছে না। SSC নিয়োগ দুর্নীতিতে রাজ্য বিজেপির ভূমিকা নিয়ে ক্ষুব্ধ দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এদিন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে। ঘটনাচক্রে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই মুহূর্তে দিল্লিতে। তিনিও এদিন অমিত শাহ (Amit Shah) এবং নাড্ডার (JP Nadda) সঙ্গে দেখা করেন। দু’জনকেই কেন্দ্রীয় নেতারা বুঝিয়ে দিয়েছেন বাংলায় বিজেপি নিয়োগ দুর্নীতি নিয়ে যে কচ্ছপের গতিতে আন্দোলন করছে, সেটা চলবে না।
এদিন দুপুরে দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন সুকান্ত। সূত্রের খবর, সুকান্তকে নাড্ডা জানিয়ে দিয়েছেন এসএসসি দুর্নীতির (SSC Scam) সুবিধা পেতে হলে আরও সংগঠিতভাবে আন্দোলন করতে হবে। বঙ্গ বিজেপি যে আন্দোলন করছে সেটা ছন্নছাড়া। কখনও রাজ্যস্তরে আন্দোলন সংগঠিত হচ্ছে তো নিচুতলায় হচ্ছে না আবার কখনও নিচুতলায় হলে জেলাস্তরে হচ্ছে না। এভাবে ছন্নছাড়া আন্দোলনে হবে না। সুগঠিতভাবে সকলকে একসঙ্গে পথে নামতে হবে।
[আরও পড়ুন: তৃণমূলের ১০০ জন ‘দুর্নীতিগ্রস্ত’র তালিকা অমিত শাহকে দিলেন শুভেন্দু! পালটা তোপ কুণালের]

নাড্ডার বক্তব্য, এসএসসি দুর্নীতিতে বাংলার মানুষ ক্ষুব্ধ। কিন্তু বিজেপি মানুষের সেই ক্ষোভের ফায়দা তুলতে পারছে না। সেটা করলে হবে না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আবার অন্য অস্বস্তিতে। তৃণমূলে থাকাকালীন টানা আটবছর মন্ত্রিসভা ও দলের একাধিক গুরুত্বপূর্ণ পদ ও মন্ত্রিত্ব সামলেছেন তিনি। ছিলেন দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া-সহ বেশ কয়েকটি জেলার পর্যবেক্ষক। তারপরেই বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। নিয়োগ দুর্নীতি সেই সময়য়ের। তাই তদন্তে নেমে চক্ষু চড়কগাছ তদন্তকারী সংস্থার। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ বা তদন্তে বেরিয়ে আসা তথ্যপ্রমাণে বারবারই তাঁর নাম ইডি (ED) আধিকারিকদের সামনে চলে আসছে। বিষয়টি কানে গিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের।
[আরও পড়ুন: সংসদে মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভাষণ কাকলির, পাশে বসে দু’লাখি ব্যাগ লুকোলেন মহুয়া!]

বস্তুত শাহর কাছে নালিশ করতে গিয়ে নিজেই অস্বস্তিতে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। শোনা যাচ্ছে, শাহ নাকি শুভেন্দুকে জানিয়ে দিয়েছেন নিয়োগ দুর্নীতিতে তাঁর নামও উঠে আসছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শুভেন্দু ১০০ জন তৃণমূল নেতাকে দুর্নীতিগ্রস্ত বলে দেগে দিয়ে তাঁদের তালিকা দিয়ে এসেছেন। শাহ জানিয়ে দিয়েছেন, রাজ্যে গিয়ে সম্মিলিতভাবে এ নিয়ে আন্দোলন করতে হবে। দুর্নীতি ইস্যুতে আন্দোলন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারছে না বিজেপি। দলের মধ্যে কোনওরকম গোষ্ঠীকোন্দল বা উপদল তৈরির চেষ্টা তিনি বরদাস্ত করবেন না। ঘটনাচক্রে শাহর সঙ্গে দেখা করার পরই দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেছেন শুভেন্দু।

Source: Sangbad Pratidin

Related News
সবুজ বাঁচিয়ে নিরাপত্তায় জোর, ২০০ ই-গাড়ি আনছে লালবাজার, পেট্রোল পাম্পেই চার্জিং স্টেশন
সবুজ বাঁচিয়ে নিরাপত্তায় জোর, ২০০ ই-গাড়ি আনছে লালবাজার, পেট্রোল পাম্পেই চার্জিং স্টেশন

অর্ণব আইচ: আরও সবুজ হচ্ছে কলকাতা পুলিশ। তাই আরও দু’শোটি বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসার সিদ্ধান্ত নিল লালবাজার (Lalbazar)। আর একসঙ্গে Read more

ভাত রান্না না করার ‘শাস্তি’, মাকে কুপিয়ে খুন! গ্রেপ্তার ছেলে
ভাত রান্না না করার ‘শাস্তি’, মাকে কুপিয়ে খুন! গ্রেপ্তার ছেলে

রাজকুমার, আলিপুরদুয়ার: বৃদ্ধা মা শুধু ঘুমের ব্যাঘাত ঘটাতেন। তার উপর ভাত রেঁধে দিতে বললে তাও করেননি। সেই রাগে ষাটোর্ধ্ব মাকে Read more

‘উত্তরপ্রদেশে এবার ৮০ বনাম ২০’, যোগীর মন্তব্যে সাম্প্রদায়িকতার অভিযোগ বিরোধীদের
‘উত্তরপ্রদেশে এবার ৮০ বনাম ২০’, যোগীর মন্তব্যে সাম্প্রদায়িকতার অভিযোগ বিরোধীদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওমিক্রনের (Omicron) দাপটের মাঝেও উত্তরপ্রদেশে (Uttar Pradesh)যথাসময়েই নির্বাচন হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ১০ ফেব্রুয়ারি Read more

এশিয়ান গেমস শুটিংয়ে সোনালি সফর অব্যাহত, এবার সোনা পুরুষ ট্র্যাপ টিমের
এশিয়ান গেমস শুটিংয়ে সোনালি সফর অব্যাহত, এবার সোনা পুরুষ ট্র্যাপ টিমের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসের শুটিং সার্কিটে ভারত যেন অশ্বমেধের ঘোড়া। রবিবার সাতসকালে শুটিং থেকে আরও একটি সোনা ঘরে Read more

করবে কাজ আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সই, এই সংস্থায় স্থগিত ৭,৮০০ কর্মীর নিয়োগ!
করবে কাজ আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সই, এই সংস্থায় স্থগিত ৭,৮০০ কর্মীর নিয়োগ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে মানব জীবনে থাবা বসাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। অনেক ক্ষেত্রে তা আশীর্বাদ হলেও এই প্রযুক্তির জন্যই Read more

যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত বাংলাদেশি কূটনীতিক, সেক্স চ্যাট-ভিডিও ফাঁস হতেই ঢাকায় তলব
যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত বাংলাদেশি কূটনীতিক, সেক্স চ্যাট-ভিডিও ফাঁস হতেই ঢাকায় তলব

সুকুমার সরকার, ঢাকা: যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় কড়া শাস্তির মুখে বাংলাদেশ (Bangladesh) হাইকমিশনের এক আধিকারিক। অভিযোগ পেয়ে ওই আধিকারিকের বিরুদ্ধে Read more