সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসএসসি (SSC Scam) চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিয়োগ নিয়ে আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু তাঁর সাক্ষাৎ পাননি ২০১৪ সালের প্রাইমারি টেটে উত্তীর্ণরা। মঙ্গলবার তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে সাক্ষাৎ করলেন তাঁরা। চাকরিপ্রার্থীদের সমস্যার কথা শুনে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে বিষয়টি পৌঁছে দেওয়ার আশ্বাসও দিয়েছেন কুণাল।
নিয়োগে বঞ্চিত হওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন টেট (Primary TET 2014) উত্তীর্ণরা। সরকারের তরফে আশ্বাস মিললেও চাকরি মেলেনি। এবার নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটাতে হস্তক্ষেপ করেছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটের অফিসে দেখা করেছেন এসএসসি চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে। একথা শোনার পরই তাঁর অফিসের সামনে রাতভর অবস্থান করেছিলেন টেট উত্তীর্ণরা। কিন্তু দেখা মেলেনি। উলটে পুলিশ তাঁদের সাংসদের অফিসের সামনে থেকে সরিয়ে দেয়। তাঁদের বার্তা পাঠানো হয় ডেপুটেশন নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে যোগাযোগ করতে। তাঁদের সমস্যাকেও গুরুত্ব দিয়ে দেখা হবে। অভিষেক শিক্ষামন্ত্রীকে এই দলটির সঙ্গে আগামী সাতদিনের মধ্যে আলোচনায় বসার কথা বলেন। আগামী ৮ আগস্ট বৈঠকে বসবেন ব্রাত্য।
[আরও পড়ুন: ‘আমি কি পার্থ চ্যাটার্জি?’, প্রীতি ম্যাচে কর্মীরা মোটা অঙ্কের অনুদান চাওয়ায় বেফাঁস তৃণমূল বিধায়ক]
তার আগে ফের অভিষেকের সঙ্গে দেখা করতে চান চাকরিপ্রার্থীরা। এনিয়ে এদিন কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে যান তাঁরা। কিন্তু সেই সময় বাড়িতে ছিলেন না তৃণমূলের রাজ্য সম্পাদক। তাঁর উদ্দেশে বার্তা দিয়ে আসেন চাকরিপ্রার্থীরা। পরে তাঁদের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্য সম্পাদক। নিয়োগ জটিলতা নিয়ে আলোচনাও হয়। আলোচনা শেষে আশ্বস্ত চাকরিপ্রার্থীরা। তাঁদের কথায়, “প্রথমবার আমাদের কথা জানানোর জায়গা পেলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োগের বিষয় হস্তক্ষেপ করেছেন। ওঁর সঙ্গে আমরাও কথা বলতে চাই। এ বিষয়ে কুণাল ঘোষকে জানিয়েছি।” টেট উত্তীর্ণদের সমস্যার কথা বার্তাবাহক হিসেবে নির্দিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, রবিবার এসএসসির শারীরশিক্ষা-কর্মশিক্ষা পদের চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। কথা বলে চাকরিপ্রার্থীরা নিয়োগের বিষয়ে আশ্বস্ত বলে জানিয়েছেন তাঁরা।
[আরও পড়ুন: চাকায় ভর করে ৭৫ ফুট সরছে আস্ত মন্দির, দেখতে ভিড় স্থানীয়দের]
Source: Sangbad Pratidin