অর্ণব আইচ: ফের কলকাতা থেকে উদ্ধার বিপুল নগদ টাকা। পার্থ-অর্পিতার দুই ফ্ল্যাটের পর এবার হাওয়ালা কারবারির অফিসে মিলল প্রচুর টাকা। ঝাড়খণ্ডের সরকার ফেলার ষড়যন্ত্রের তদন্তে নেমে লালবাজার চত্বরের বিকানের বিল্ডিং থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করল সিআইডি।
হেয়ার স্ট্রিট থানার বিকানের বিল্ডিংয়ে হাওয়ালা কারবারির অফিসে হানা দিয়েছিল সিআইডি। ঘণ্টা কয়েক তল্লাশির পর ওই দপ্তর থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার করলেন তদন্তকারীরা। সঙ্গে মিলেছে বিপুল সংখ্যক রুপোর কয়েনও।
ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে গ্রেপ্তারির পর জেরা করছে সিআইডি। এরপরই হেয়ার স্ট্রিটের বিকানের বিল্ডিংয়ের হাওয়ালা ব্যবসায়ীর হদিশ মেলে। মঙ্গলবার সেই কারবারির দপ্তরে হানা দিয়েছিল সিআইডি। তল্লাশি চালিয়ে ৩ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করেছে তারা। মিলেছে ২২৫টি রুপোর কয়েনও। এছাড়াও প্রচুর হার্ড ডিস্ক এবং নথিও উদ্ধার হয়েছে ওই বিল্ডিং থেকে। ঘটনাস্থলে যাচ্ছেন সিআইডির পদস্থ আধিকারিকদের আরও একটি দল।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin