ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব প্রধানমন্ত্রীর ভাই, যোগ দিলেন দিল্লির রেশন ডিলারদের ধরনামঞ্চে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেশন ডিলারদের (Ration Dealer) স্বার্থরক্ষায় কেন্দ্রের বিরুদ্ধে পথে নামার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভাই প্রহ্লাদ মোদি (Prahlad Modi)। এদিন একাধিক দাবিতে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের প্রেসিডেন্ট প্রহ্লাদ ধরনায় বসলেন দিল্লিতে (Delhi)।
ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সদস্যদের সঙ্গে এদিন দিল্লির যন্তরমন্তর চত্বরে ধরনায় বসেন প্রহ্লাদ। জানা গিয়েছে, ধরনা কর্মসূচির পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রেশন ডিলারদের সংগঠনের তরফে একটি স্বারকলিপি দেওয়া হবে। সেখানেই যাবতীয় দাবি উল্ল করা হবে। এছাড়াও আগামী বুধবার লোকসভার স্পিকার ওম বিড়ালার সঙ্গে দেখা করতে পারেন প্রহ্লাদ ও অন্য বিক্ষোভকারীরা।
[আরও পড়ুন: যোগীরাজ্যের বিদ্যালয়ে কলমা পাঠ, গঙ্গাজল দিয়ে গোটা স্কুল শুদ্ধ করলেন বিজেপি নেতারা]
ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, তাদের নয় দফা দাবি রয়েছে। যার অন্যতম চাল, গম এবং চিনির ক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। এছাড়াও ভোজ্যতেল ও ডাল ন্যায্যমূল্যের দোকানগুলির মাধ্যমে সরবরাহ করার দাবি জানিয়েছে সংগঠনটি। মোদির ভাইয়ের সংগঠনের দাবি, পশ্চিমবঙ্গের রেশন মডেল অনুসরণ করা উচিত গোটা দেশে। সংগঠনের তরফে বলা হয়, “আমাদের দাবি, জম্মু-কাশ্মীর-সহ সমস্ত রাজ্যের রেশন ডিলারদের সমস্ত প্রাপ্য অবিলম্বে পরিশোধ করা হোক।”
প্রসঙ্গত, এর আগে জানা গিয়েছিল জুলাই মাসে মমতার (Mamata Banerjee) রাজ্যে পা রাখবেন মোদির ভাই। বাংলার মাটিতে দাঁড়িয়ে মোদির নীতির বিরুদ্ধে সরব হবেন। ঘটনাচক্রে প্রধানমন্ত্রীর ভাই যখন কেন্দ্রের রেশন ব্যবস্থার বিরুদ্ধে রাস্তায় নামছেন, তখনই আবার মমতা সরকারের রেশন ব্যবস্থার প্রশংসা শোনা যাচ্ছে তাঁর মুখে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সব নাগরিককে রেশন দেওয়ার যে সিRation দ্ধান্ত নিয়েছে, সেই মডেলের প্রশংসা করেন তিনি। যদিও এখনও পর্যন্ত এরাজ্যে পা দেননি।
[আরও পড়ুন: কাশ্মীরে ফের সাফল্য নিরাপত্তা বাহিনীর, সংঘর্ষে নিহত লস্কর জঙ্গি]
দাদা মোদির সঙ্গে প্রহ্লাদের মতানৈক্য অনেক দিনের। আগেও তিনি মোদি সরকারে বিরুদ্ধে মুখ খুলেছেন। এবারে অবশ্য তাতে খানিকটা সংযম দেখালেও নিজের পেশার খাতিরে তিনি যে দাদা নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে যেতে রাজি সেকথা গোপন করেননি। রেশন ডিলারদের কমিশন নিয়েও সরব হয়েছেন তিনি। কেজি প্রতি ২০ পয়সা কমিশন দেওয়ার ব্যবস্থা মানতে রাজি নন তিনি। কেন্দ্রকে দেশের সমস্ত রেশন ডিলারদের কেজি প্রতি ৪ টাকা ৪০ পয়সা কমিশন দিতে হবে বলে দাবি জানিয়েছেন প্রহ্লাদ।

Source: Sangbad Pratidin

Related News
Coronavirus: করোনা আবহে ২০ দফা নির্দেশিকা দিয়ে বাংলাদেশে খুলে গেল স্কুল, উঠল সব বিধিনিষেধ
Coronavirus: করোনা আবহে ২০ দফা নির্দেশিকা দিয়ে বাংলাদেশে খুলে গেল স্কুল, উঠল সব বিধিনিষেধ

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে (Bangladesh) করোনার সংক্রমণ কমে আসায় আজ থেকে উঠে গেল সমস্ত বিধিনিষেধ। মঙ্গলবার থেকেই খুলে গেল মাধ্যমিক Read more

পরিণীতি-রাঘবের বাগদান: সেজেগুজে এলেন প্রিয়াঙ্কা চোপড়া, হাজির কেজরিওয়াল-চিদম্বরমরাও
পরিণীতি-রাঘবের বাগদান: সেজেগুজে এলেন প্রিয়াঙ্কা চোপড়া, হাজির কেজরিওয়াল-চিদম্বরমরাও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডার বাগদান অনুষ্ঠান যেন রাজধানীতে রাজনীতির মিলনক্ষেত্র। সূর্য ডুবতেই আসতে Read more

অদম্য ইচ্ছাশক্তি, এক পায়ে ভর করেই ১ কিলোমিটার দূরের স্কুলে যায় ১০ বছরের বালিকা
অদম্য ইচ্ছাশক্তি, এক পায়ে ভর করেই ১ কিলোমিটার দূরের স্কুলে যায় ১০ বছরের বালিকা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোথাও অনলাইন পরীক্ষার দাবি, কোথাও ‘ওপেন বুক’ পদ্ধতির পক্ষে সওয়াল। নানা দাবিতে ছাত্র আন্দোলনের কথা শোনা Read more

‘কেউ জানে না হিন্দুধর্মের উৎপত্তি কবে’, কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে বিতর্ক
‘কেউ জানে না হিন্দুধর্মের উৎপত্তি কবে’, কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে বিতর্ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা করে বিতর্কে জড়িয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র Read more

সময়ের অভাবে ছাড়তে হল প্রভাসের ছবি, ৬৫ কোটি টাকা ফেরালেন ‘পাঠান’-এর পরিচালক!
সময়ের অভাবে ছাড়তে হল প্রভাসের ছবি, ৬৫ কোটি টাকা ফেরালেন ‘পাঠান’-এর পরিচালক!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন ‘পাঠান’-এর নেপথ্যের কারিগর, অন্যজন দাক্ষিণাত্যের ‘বাহুবলী’। পরিচালক সিদ্ধার্থ আনন্দের (Siddharth Anand) সঙ্গে কাজ করার কথা Read more

Coronavirus Update: ক্রমশই কমছে অ্যাকটিভ কেস, দেশে দৈনিক করোনা সংক্রমণ নামল সাড়ে ৮ হাজারে
Coronavirus Update: ক্রমশই কমছে অ্যাকটিভ কেস, দেশে দৈনিক করোনা সংক্রমণ নামল সাড়ে ৮ হাজারে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিকাকরণে জোর দেওয়ার সুফল। মহামারীর প্রকোপ ক্রমশ কাটিয়ে উঠছে দেশ। করোনা ভাইরাসের  (Coronavirus) বিরুদ্ধে গড়ে উঠছে Read more