সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এক মাস ধরে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছিল করোনা। বাড়ছিল সংক্রমিতের সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা কমল সংক্রমণ। একদিনে নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন। গতকালও সংক্রমণ ছিল এক হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৬ জনের।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্তদের মধ্যে কলকাতাতে একদিনে আক্রান্ত ৭৯ জন। সংক্রমণের দিক থেকে তিলোত্তমার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ৭৪ জন। এরপরেই তালিকায় রয়েছে বীরভূম। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ৩৮ জন। এছাড়াও কমবেশি প্রায় সব জেলা থেকেই মিলেছে সংক্রমিতের হদিশ। তবে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ দিনাজপুরে আক্রান্তের সংখ্যা শূন্য।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin