জুনিয়র ছাত্রীদের পোশাক খুলিয়ে ভিডিও শুট সিনিয়রদের! র‌্যাগিংয়ের অভিযোগে উত্তাল খড়দহের স্কুল

অর্ণব দাস, বারাকপুর: ফের স্কুলে র‌্যাগিংয়ের (Ragging )অভিযোগ। এবার জুনিয়র ছাত্রীর পোশাক খোলানোর অভিযোগ উঠল একাদশ শ্রেণির পড়ুয়াদের বিরুদ্ধে। এমনকী, এই কীর্তির ভিডিও বানিয়ে পড়শি বয়েজ স্কুলের পড়ুয়াদের পাঠানো হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন অভিভাবকরা। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার খড়দহের স্কুলে জমায়েত করেন অভিভাবকরা। লিখিত অভিযোগও জমা করেছেন তারা। অভিভাবকদের অভিযোগ পেয়ে স্কুলে এসেছিলেন খড়দহের পুরপ্রধান নীলু সরকারও। তাঁর সাফ কথা, “খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের স্কুল থেকে বের করে দেওয়া হবে।”
খড়দহের রহড়া ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলে কাঠদড়ায় একাদশ শ্রেণির পড়ুয়ারা। অভিভাবকদের দাবি, একাদশ শ্রেণির কয়েকজন ছাত্রী ষষ্ঠ স্রেণির এক পড়ুয়াকে স্কুলের শার্ট খুলতে বাধ্য করেছিল। অন্য আরেক পড়ুয়াকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদের হাত ছাড়িয়ে পালিয়ে যায়। আরও চাঞ্চল্যকর অভিযোগ এনেছে অভিভাবকরা। তাদের দাবি, “মেয়েরা বাড়ি গিয়ে বলেছে, একাদশ শ্রেণির ছাত্রীরা তাদের জামা খোলাচ্ছে। স্কার্ট ধরে টান দিচ্ছে। সেই কাণ্ডের আবার ভিডিও করে পাশের মিশন স্কুলের ছাত্রদের দেখাচ্ছে।” পড়ুয়ারা যাতে একথা পরিবারের সদস্য বা স্কুলের শিক্ষিকাদের না জানায় তার জন্য রীতিমতো ‘দেখে নেওয়ার’ হুমকিও দেওয়া হচ্ছে।
[আরও পড়ুন: রাজ্য মন্ত্রিসভায় ৫-৬ নতুন মুখ, রদবদল হবে বুধবার, জানালেন মুখ্যমন্ত্রী]
মূল ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। শুক্রবার দুপুরে ছাত্রীর পরিবারের তরফে অভিযোগ জানাতে আসে স্কুলে। সেদিন ছুটি হয়ে যাওয়ায় কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শনিবার কয়েকজনকে চিহ্নিত করা হয়েছিল বলে দাবি অভিভাবকদের। অভিযুক্তদের শাস্তির দাবিতে সোমবার তারা স্কুলে জমায়েত করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়দহ পুরসভার পুরপ্রধান নীলু সরকার। আসে রহড়া থানার পুলিশবাহিনীও।
পুরপ্রধান নীলু সরকার দীর্ঘক্ষণ স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে আলোচনা করেন। পরে অভিযোগকারী অভিভাবকদের সঙ্গেও কথা বলেন তিনি। এরপর তিনি জানান, “অভিযোগ জমা পড়েছে স্কুলে। তবে সমস্ত বিষয়টি তদন্ত করা হবে। যদি কোনও ছাত্রী অপরাধী প্রমাণিত হয় তবে স্কুল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। প্রয়োজনে স্কুল থেকে বিতাড়িত করা হতে পারে সেই ছাত্রীকে।”
[আরও পড়ুন: গুলিবিদ্ধ হয়েও মারণ কামড় জঙ্গিকে! প্রিয় সারমেয়র মৃত্যুতে শোকপ্রকাশ সেনার]

Source: Sangbad Pratidin

Related News
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব CBI-এর, আজই কলকাতা ফিরছেন তৃণমূল সাংসদ
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব CBI-এর, আজই কলকাতা ফিরছেন তৃণমূল সাংসদ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার কলকাতা হাই কোর্টে পিছিয়ে গিয়েছে মামলা। আর তার কয়েক ঘণ্টা পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠাল Read more

অভিনয় ছাড়ার খবর রটতেই খেপলেন দীপিকা, রেগেমেগে কী বললেন অভিনেত্রী?
অভিনয় ছাড়ার খবর রটতেই খেপলেন দীপিকা, রেগেমেগে কী বললেন অভিনেত্রী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি একেবারেই অভিনয় ছাড়ছেন না। বরং অভিনয় থেকে ব্রেক নিয়ে মাতৃত্বকালীন সময়কেই উপভোগ করতে চলেছেন ‘শশুরাল Read more

জল্পনায় সিলমোহর, প্রযোজনায় অঙ্কুশ, প্রথম ছবি ‘মির্জা’র ফার্স্টলুকেই চমকে দিলেন
জল্পনায় সিলমোহর, প্রযোজনায় অঙ্কুশ, প্রথম ছবি ‘মির্জা’র ফার্স্টলুকেই চমকে দিলেন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনায় সিলমোহর। অবশেষে প্রযোজনার জগতে পা রাখলেন অঙ্কুশ হাজরা  (Ankush Hazra)। অভিনেতা-প্রযোজক হিসেবে প্রথম ছবি ‘মির্জা’র Read more

স্পেনের IE বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠকে রাজ্যের প্রতিনিধিরা, শিক্ষা আদানপ্রদান এগোল আলোচনা
স্পেনের IE বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠকে রাজ্যের প্রতিনিধিরা, শিক্ষা আদানপ্রদান এগোল আলোচনা

কিংশুক প্রামাণিক, মাদ্রিদ: সাহিত্য, শিক্ষা আদানপ্রদানে বাংলার সঙ্গে হাতে হাত রেখে আরও বেশি কাজ করবে মাদ্রিদ, তা মুখ্যমন্ত্রীর (CM Mamata Read more

শাড়িতে জরির কাজের আড়ালে অস্ত্র কারবার! ক্রেতা সেজে ২ অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ
শাড়িতে জরির কাজের আড়ালে অস্ত্র কারবার! ক্রেতা সেজে ২ অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

দেবব্রত মণ্ডল, বারুইপুর: শাড়িতে জরির কাজের আড়ালে অস্ত্রের কারবার। ক্রেতা সেজে দুর্নীতির পর্দাফাঁস করল বারুইপুর পুলিশ জেলা। দক্ষিণ ২৪ পরগনার Read more

মালদহে উচ্ছেদ অভিযান বিহার পুলিশের! স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে ধুন্ধুমার
মালদহে উচ্ছেদ অভিযান বিহার পুলিশের! স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে ধুন্ধুমার

বাবুল হক, মালদহ: বাংলার মাটিতে ঢুকে বিহার (Bihar) পুলিশের উচ্ছেদ অভিযান চালিয়েছে। এই অভিযোগ ঘিরে ধুন্ধুমার মালদহের (Maldah) হরিশ্চন্দ্রপুর। বিহার Read more