সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে থামানোই যাচ্ছে না ভারতকে। ফরম্যাট ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, খেলা শেষে পরিণতি একটাই- ভারতের জয়।
দিন দুয়েক আগে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে চুনকাম করে ছেড়েছে ভারত। শুক্রবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ছিল। সেখানে অতি সহজেই ক্যারিবিয়ানদের শুধু ভারত ৬৮ রানে হারাল, তাই নয়, একই সঙ্গে আরও দু’টো এমন খবর তৈরি হল, যা ভারতীয় সমর্থকদের মন ফুরফুরে করে দেবে। এক, রোহিত শর্মার গনগনে ব্যাটিং ফর্ম। শুক্রবার তো নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিলকে হঠিয়ে টি-টোয়েন্টিতে বিশ্বের সর্বাধিক রানের মালিকানা নিয়ে ফেললেন রোহিত। দুই, অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিনিশারের খোঁজ পেয়ে গেল ভারত। তিনি দীনেশ কার্তিক।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯০ রান তোলে ভারত। ওপেন করতে নেমে মাত্র ৪৪ বলে ৬৪ রান করেন রোহিত শর্মা। ম্যাচে নামার আগে রোহিতের ২০ রান প্রয়োজন ছিল গাপ্টিলের টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের (৩,৩৯৯ রান) মাইলস্টোনকে পেরিয়ে যেতে। তা, রোহিত সেটাকে পেরিয়ে রেকর্ডের নতুন মালিক হলেন না, একই সঙ্গে হাফসেঞ্চুরিও করে গেলেন। তবে রোহিত রান পেলেও এদিন ভারতীয় টপ অর্ডার বেশ ঝামেলাতেই পড়ে গিয়েছিল এক সময়। পরের পর উইকেট যাচ্ছিল। ৪৪ রানের মাথায় প্রথম উইকেট পড়ে। আউট হন সূর্যকুমার যাদব (২৪)। শ্রেয়স আইয়ার (০) রান পাননি। রান পাননি ঋষভ পন্থও (১৪)। রোহিত আউট হন যখন, টিমের রান একশো তিরিশ পেরোয়নি। শেষ পর্যন্ত যে ১৯০ উঠে যাবে, ভাবা যায়নি। কিন্তু সেই অসাধ্যসাধন করে দেন দীনেশ কার্তিক। যিনি মাত্র ১৯ বল খেলে অপরাজিত থাকেন ৪১ রানে! ২১৫ স্ট্রাইক রেট রেখে ব্যাট করে!
Source: Sangbad Pratidin