সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ঢোকার সময় বলেছিলেন তিনি ষড়যন্ত্রের শিকার। আর বেরনোর সময় বলে দিলেন, ‘যারা ষড়যন্ত্র করেছে, জানতে পারবেন।’ তিনি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়।
এ নিয়ে কুণাল ঘোষের দাবি, “গ্রেপ্তার হওয়ার সাতদিন পরে বলছেন ষড়যন্ত্রের কথা। সেটা ওনার ব্যাপার। আইনের লড়াই তো চলছে। উনি নিজেকে ডিফেন্ড করতেই পারেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনের পর এ নিয়ে কোনও আমার কোনও বক্তব্য নেই।”
[আরও পড়ুন: ‘ইডির আরও সতর্ক হওয়া উচিত’, অর্পিতার গাড়ি উধাও নিয়ে ক্ষোভ দিলীপের]
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin