‘শুভেন্দুর বাড়িতে এজেন্সি গেলেও মিলবে গুপ্তধন’, বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্থ পর্বের শুরু থেকেই দুর্নীতি অস্ত্রে পালটা শুভেন্দু অধিকারীকে বিঁধছে তৃণমূল। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে মন্ত্রিসভা এবং দল থেকে ছেঁটে ফেলার পর সেই আক্রমণের ঝাঁজ যেন আরও বাড়ল। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ এবার আরও জোরাল সুরে শুভেন্দুর গ্রেপ্তারির দাবিতে সরব হলেন। কুণালের দাবি, শুভেন্দুর বাড়িতে এজেন্সি গেলেও ‘গুপ্তধন’ মিলবে।

শুভেন্দু নিয়ে কিছু গুরুতর অভিযোগ আসছিল বলেই ওকে একাধিক জেলা পর্যবেক্ষক থেকে সরায় অভিষেক। তথ্য আসা শুরু হয়েছিল।
বাঁচতে ও দলবদল করে।
এজেন্সি গেলে গুপ্তধন পেত।
চোর তোলাবাজ শুভেন্দু সেসব রাগেই অভিষেককে আক্রমণ করে।
নারদা, সারদাতে ওর গ্রেপ্তার চাই।
বিজেপি চোরকে বাঁচাচ্ছে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 29, 2022

শুক্রবার পার্থকে অপসারণের পরদিন সকালেই টুইট করে কুণাল দাবি করেছেন, তৃণমূলে থাকাকালীনই শুভেন্দুর বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠছিল। সেকারণেই তাঁকে একাধিক জেলা পর্যবেক্ষকের পদ থেকে সরিয়ে দেন দলের বর্তমান সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণালের দাবি, তখন থেকেই অভিষেকের কাছে শুভেন্দুর নামে নানা তথ্য আসা শুরু হয়ে গিয়েছিল। নিজেকে বাঁচাতে দলবদল করেন রাজ্য বিধানসভার বর্তমান বিরোধী দলনেতা।
[আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে প্রায়ই নয়াবাদের ফ্ল্যাটে যেতেন অর্পিতা, রাতভর চলত দেদার পার্টি! প্রকাশ্যে নয়া তথ্য]

তৃণমূলের রাজ্য সম্পাদক বলেন, কেন্দ্রীয় এজেন্সি যদি শুভেন্দুর বাড়িতে যেত, তাহলেই তারা গুপ্তধন পেত। শুভেন্দু চোর তোলাবাজ। তৃণমূলে থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর দুর্নীতির রাস্তা বন্ধ করে দিয়েছিলেন বলেই অভিষেককে আজ আক্রমণ করেন বিজেপি নেতা। এরপরই সোজা বিরোধী দলনেতার গ্রেপ্তারির দাবিতে সরব হন কুণাল। তাঁর বক্তব্য, “বিজেপি চোরকে বাঁচাচ্ছে, নারদা, সারদাতে ওর গ্রেপ্তারি চাই।”
[আরও পড়ুন: কন্যাশ্রী-সহ একাধিক প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ নোবেলজয়ী কৈলাস সত্যার্থী, ধন্যবাদ জানালেন মমতা]

বস্তুত, দুর্নীতি অস্ত্রে শুভেন্দু শুরু থেকেই তৃণমূলের টার্গেট আছেন। রাজ্যের শ্মশান থেকে সারদা, রাজ্যের বিরোধী দলনেতা এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিস্তর। অথচ, শুভেন্দুর বিরুদ্ধে একেবারেই সক্রিয় নয় কোনও কেন্দ্রীয় এজেন্সি। কুণাল ঘোষ তথা ত্রিনমিল কংগ্রেস সেই অভিযোগেই সরব হচ্ছেন।

Source: Sangbad Pratidin

Related News
বোর্ডের করা জরিমানার টাকা মেটাবেন না কোহলি, গম্ভীরের কী হবে?
বোর্ডের করা জরিমানার টাকা মেটাবেন না কোহলি, গম্ভীরের কী হবে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনদিন হয়ে গেলেও বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্য ঝামেলার রেশ এখনও কাটেনি। এখনও আলোচনা চলছে Read more

‘ভারত থেকে কাশ্মীরের ১ ইঞ্চিও স্বাধীন করতে পারেনি’, পাকিস্তানি সেনাকে খোঁচা পাক তালিবানের
‘ভারত থেকে কাশ্মীরের ১ ইঞ্চিও স্বাধীন করতে পারেনি’, পাকিস্তানি সেনাকে খোঁচা পাক তালিবানের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেহরিক-ই তালিবান। সংক্ষেপে টিটিপি। চলতি কথায় পাক তালিবান (TTP)। দুই দশক আগে পাক-আফগান সীমানায় জন্ম নেওয়া Read more

হুবহু এক! মুসলিম শিল্পী গড়ছেন দক্ষিণ কলকাতার ‘দক্ষিণেশ্বর মন্দির’
হুবহু এক! মুসলিম শিল্পী গড়ছেন দক্ষিণ কলকাতার ‘দক্ষিণেশ্বর মন্দির’

অভিরূপ দাস: হুবহু এক। আতশ কাচে দেখলেও ফারাক করা মুশকিল। সেই নবরত্ন ধাঁচ। সেই রাধাকান্ত মন্দিরের আদলে গড়ন। তফাত একটাই, Read more

কানাডায় অনুপ্রবেশের গল্প বলবে শাহরুখের ‘ডাঙ্কি’? ফাঁস হল রাজকুমার হিরানির ছবির চিত্রনাট্য
কানাডায় অনুপ্রবেশের গল্প বলবে শাহরুখের ‘ডাঙ্কি’? ফাঁস হল রাজকুমার হিরানির ছবির চিত্রনাট্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জওয়ান’ বক্স অফিসে দারুণ সফল। বেশ কয়েকদিন আগেই গোটা বিশ্বে হাজার কোটির গণ্ডি ছাড়িয়েছে জওয়ান। শাহরুখ Read more

ভারতে খুলবে আফগান দূতাবাস, ফের ‘বন্ধুত্বের’ বার্তা তালিবানের
ভারতে খুলবে আফগান দূতাবাস, ফের ‘বন্ধুত্বের’ বার্তা তালিবানের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে ফের দূতাবাস খুলতে চলেছে আফগানিস্তান। কয়েকদিন আগেই আফগান সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, দিল্লির আফগান Read more

ডিজে বক্স বাজাতে হুকিং! ঝোড়ো হাওয়ায় তার ছিঁড়ে বাড়িতে শর্ট সার্কিট, ইটাহারে মৃত্যু ৩ জনের
ডিজে বক্স বাজাতে হুকিং! ঝোড়ো হাওয়ায় তার ছিঁড়ে বাড়িতে শর্ট সার্কিট, ইটাহারে মৃত্যু ৩ জনের

শংকরকুমার রায়, রায়গঞ্জ: আনন্দ নিমেষে বদলে গেল শোকে। নাতি-নাতনির জন্মদিনে এসে প্রাণ গেল দাদু-ঠাকুরমা-সহ তিনজনের। অভিযোগ, জন্মদিনের অনুষ্ঠানে ডিজে বক্স Read more