Partha Chatterjee: টাকা হাতানো নাকি নথি লোপাটই উদ্দেশ্য? পার্থর বেগমপুরের বাগানবাড়িতে ‘চুরি’ ঘিরে রহস্য

দেবব্রত মণ্ডল, বারুইপুর: মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বেলঘরিয়ার ফ্ল্যাটে উদ্ধার হওয়া টাকা গুনতে রাতের ঘুম নষ্ট ইডি এবং ব্যাংক আধিকারিকদের। ঠিক সেই সময় রাতের অন্ধকারে বারুইপুরের বেগমপুরে পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়িতে ঘটল চমকপ্রদ ঘটনা। চার অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর হানায় বাগানবাড়ি থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র। তবে মূল্যবান কোনও সামগ্রী চুরি হয়ে গিয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। বারুইপুর থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।
স্থানীয়দের দাবি, বুধবার রাত ১টা নাগাদ চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বারুইপুরের বেগমপুরের বাগানবাড়ির সামনে আসে। তালা খোলার শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। তাঁরা বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে সেই সময় ওই চার দুষ্কৃতী তাদের কার্যত হুমকি দেয় বলেই অভিযোগ। তালা ভেঙে ভিতরে ঢোকে প্রত্যেকে। কিছুক্ষণের মধ্যে বেশ কিছু নথিপত্র হাতে বেরিয়ে আসতে দেখা যায় তাদের। এলাকাবাসীর অনুমান, ওই বাগানবাড়ি থেকে শুধুমাত্র নথিপত্র খোয়া গিয়েছে। তবে অন্য কোনও গুরুত্বপূর্ণ সামগ্রী খোয়া গিয়েছে কিনা, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। বারুইপুর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। খোয়া যাওয়া নথিপত্রে কী এমন গুরুত্বপূর্ণ তথ্য ছিল। তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে কি নিছক চুরি নাকি এর নেপথ্যে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন।
[আরও পড়ুন: টালিগঞ্জকে টেক্কা বেলঘরিয়ার, অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার প্রায় ২৮ কোটি, মিলল তাল তাল সোনা]
বেগমপুরের এই বাগানবাড়িতে সামনে নেমপ্লেটে লেখা ছিল ‘সোহিনী’। রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মেয়ের নাম ‘সোহিনী’। প্রায় ২০ বিঘা জমির উপর তৈরি এই বাগানবাড়িতে একসময় প্রচুর পরিচারিকা ছিলেন। তবে করোনাকালে প্রত্যেকে কাজ হারান। বর্তমানে পরিচারিকা কিংবা পাহারাদার কেউই নেই ওই বাগানবাড়িতে। শোনা যাচ্ছে, মাঝেমধ্যে ওই বাগানবাড়িতে আসাযাওয়া ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। সঙ্গে থাকতেন অর্পিতাও। নিরিবিলিতে কিছুটা সময় কাটিয়ে ফের দু’জনে ফিরে যেতেন বলেই দাবি এলাকাবাসীর।
শুধু বেগমপুরই নয়। আরও নানা জায়গায় একসঙ্গে যাতায়াত করতেন পার্থ-অর্পিতার। ইডি সূত্রে খবর,  সিঙ্গাপুরে যাওয়ার সময় পার্থর সফরসঙ্গিনী ছিলেন অর্পিতা। যদিও বিষয়টি আপাতত তদন্তসাপেক্ষ। এদিকে, এখনও পর্যন্ত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার দু’টি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৫০ কোটি। 
[আরও পড়ুন: ‘মিনি ব্যাংকের মতো আমার বাড়ি ব্যবহার করতেন পার্থ’, বিস্ফোরক মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ অর্পিতা] 

Source: Sangbad Pratidin

Related News
বাঁশের টুথব্রাশেই শুরু হোক দিন, দাঁতের যত্নের সঙ্গে রুখবে দূষণও
বাঁশের টুথব্রাশেই শুরু হোক দিন, দাঁতের যত্নের সঙ্গে রুখবে দূষণও

স্টাফ রিপোর্টার: টুথব্রাশের ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে। প্লাস্টিকের টুথব্রাশ আসার আগে পাখির পালক, প্রাণীর লোম, বাঘের দাঁত, গাছের Read more

খুন হয়ে যেতে পারেন ইমরান! কড়া সতর্কতায় ইসলামাবাদে জারি ১৪৪ ধারা
খুন হয়ে যেতে পারেন ইমরান! কড়া সতর্কতায় ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুনের ষড়যন্ত্র ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে! সদ্য গদি হারানো প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে খুন করার চক্রান্ত Read more

বাঁকুড়ার TMC বিধায়কের দপ্তর, মদের দোকান ও চালকলে আয়কর হানা, চলছে তল্লাশি
বাঁকুড়ার TMC বিধায়কের দপ্তর, মদের দোকান ও চালকলে আয়কর হানা, চলছে তল্লাশি

টিটুন মল্লিক, বাঁকুড়া: কারামন্ত্রী ও তাঁর ছেলেকে নোটিস পাঠিয়েছিল আয়কর দপ্তর। সেই নোটিস পাঠানোর ২৪ ঘণ্টা কাটার আগেই আয়কর দপ্তরের Read more

সাফল্য প্রচারে ৯ জুন বঙ্গে আসছেন না মোদি, বক্তা হিসাবে শুভেন্দুর বদলে সুকান্তকেই গুরুত্ব দলের
সাফল্য প্রচারে ৯ জুন বঙ্গে আসছেন না মোদি, বক্তা হিসাবে শুভেন্দুর বদলে সুকান্তকেই গুরুত্ব দলের

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নয়, রাজ্যে বিধানসভাভিত্তিক জনসভার ক্ষেত্রে রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদারকেই বেশি দায়িত্ব দিল দিল্লি। ২৯৪টি Read more

‘আমাকে গ্রেপ্তারও করতে পারে’, কেন্দ্রকে বিঁধে সিবিআই দপ্তরে হাজিরা কেজরির
‘আমাকে গ্রেপ্তারও করতে পারে’, কেন্দ্রকে বিঁধে সিবিআই দপ্তরে হাজিরা কেজরির

সোমনাথ রায়, নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় সিবিআই দপ্তরে হাজিরা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। রবিবার সকাল ১১টার সময় Read more

তেষ্টা মেটাতে বন্দিকে নিয়ে মদের দোকানে ‘দয়ালু’ পুলিশ! ভাইরাল ছবি ঘিরে বিতর্ক যোগীরাজ্যে
তেষ্টা মেটাতে বন্দিকে নিয়ে মদের দোকানে ‘দয়ালু’ পুলিশ! ভাইরাল ছবি ঘিরে বিতর্ক যোগীরাজ্যে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খবরে যোগীর পুলিশ। তবে এই সংবাদ এনকাউন্টারের নয়। বরং উলটো কাণ্ড। এক্ষেত্রে অপরাধীর প্রতি ‘দয়ালু’ Read more