সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বচ্ছ নির্বাচন হলে বাংলায় যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে গদি। কালই ক্ষমতায় আসতে পারে বিজেপি। গড়তে পারে সরকার। নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এভাবেই শাসকদলের উদ্দেশে কার্যত হুঙ্কার দিলেন মিঠুন চক্রবর্তী। যার পালটা দিতে ছাড়ল না তৃণমূলও।
বুধবার হেস্টিংসয়ে বিজেপির দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলে দেন, অবাধে ভোট হলে বাংলাতেও বিজেপি ক্ষমতায় আসবে। তাঁর কথায়, “কিছুদিন আগেই ঘুম থেকে উঠে দেখলাম মহারাষ্ট্রে সরকার গড়েছে শিব সেনা আর বিজেপি। কে বলতে পারে এখানেও তেমনটা হবে না! স্বচ্ছ নির্বাচন হলে কালই বিজেপি বাংলায় সরকার গড়বে।” এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের পালটা, “উনি মাঝে মধ্যে কোনও কারণে শহরে আসেন। কখনও কখনও প্রচারের আলোয় ভেসে ওঠার শখ হয়। তিনি অনেক কথাই বলে থাকেন। এক বছরের মধ্যে আবার ভোট? ভাবছেন কী মশাই? আগে তেলের দাম বৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, GST, এসব নিয়ে কথা বলুন উনি। এসব আলোচনা পরে হবে।
[আরও পড়ুন: অর্পিতার সম্পত্তির খোঁজে কলকাতাজুড়ে তল্লাশি, ইডি’র সঙ্গে বাদানুবাদ পার্থ ‘ঘনিষ্ঠে’র মায়ের]
Source: Sangbad Pratidin