ফুটবলাররা আলাদা করে ভোট দিতে পারবেন না, জানিয়ে দিল ফিফা-এএফসি

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানির আগেই অ্যাডমিনিস্ট্রেটরদের প্রস্তাবিত খসড়ায় বেশ কিছু পয়েন্টে আপত্তি জানিয়ে ফেডারেশনের কার্যকরী সচিব সুনন্দ ধরকে চিঠি দিল ফিফা (FIFA) এবং এএফসি (AFC)। যে চিঠি পাওয়ার পর স্বাভাবিকভাবেই উল্লসিত রাজ্য সংস্থার প্রতিনিধিরা।
এর আগে সুপ্রিম কোর্টের (Supreme Court) কাছে তিন সদস্যর অ্যাডমিনিস্ট্রেটরররা যে খসড়া জমা দিয়েছেন, তাতে বলা হয়েছে, ৩৫টি রাজ্য সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি একজন করে প্রাক্তন জাতীয় ফুটবলারও ফেডারেশন নির্বাচনে ভোট দিতে পারবেন। ঠিক এই জায়গাটাতেই আপত্তি জানিয়ে ফিফা বলেছে, তারা ব্যক্তিগত স্তরে ভোট দেওয়া মেনে নেয় না। কোনও ফুটবলারকে ভোট দিতে হলে রাজ্য সংস্থার প্রতিনিধি হিসেবে দিতে হবে।
অ্যাডমিনিস্ট্রেটরদের খসড়ায় রয়েছে, ১২ জনের কার্যকরী কমিটিতে ৫ জন ফুটবলার থাকবেন। যাঁর মধ্যে তিনজন মহিলা। সভাপতির পদ রাখা হলেও কোনও সহ সভাপতির পদ রাখেননি অ্যাডমিনিস্ট্রেটররা। ফিফা এবং এএফসি বলছে, সভাপতি কোনও কারণে অসুবিধায় থাকলে, সহ সভাপতির মধ্য থেকেই সভাপতি বেছে নিতে হবে। কমিটিতে পাঁচ জন ফুটবলার থাকতেই পারেন। কিন্তু কার্যকরী কমিটি গঠন হওয়ার পর সেই কমিটি পাঁচ জন ফুটবলারকে কোঅপ্ট করে নেবে।
[আরও পড়ুন: আইসিসির ক্রিকেট কমিটিতে লক্ষ্মণ, ২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে]
খসড়ায় বলা আছে, ফেডারেশনের কার্যকরী কমিটিতে নির্বাচিত হওয়ার পর, রাজ্য সংস্থার পদ ছেড়ে দিতে হবে। অ্যাডমিনিস্ট্রেটরদের এই প্রস্তাবও ফিফা এবং এএফসি যৌথভাবে মানছে না। প্রাক্তন সভাপতি প্রফুল্ল প্যাটেলের ফিফা কাউন্সিলের সদস্য হওয়ার জন্য ভারতীয় ফুটবলের সভাপতিত্ব ছাড়তে হয়নি।
অ্যাডমিনিস্ট্রেটররা নতুন খসড়ায় জানিয়েছেন, আগে যাঁরা সহ সভাপতি ছিলেন, তাঁরাও অফিস পদাধিকারী হওয়ার জন্য নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফিফা এবং এএফসি এই পয়েন্টেও আপত্তি জানিয়ে বলেছে, নতুন নিয়মে আগের কিছু কার্যকর হবে না।
ফেডারেশন নির্বাচন নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি। তার আগে ফিফা ও এএফসি-র তরফে এরকম আপত্তির চিঠি চলে আসায়, পুরো নজরটাই এখন থাকবে বৃহস্পতিবারের শুনানির দিকে।
[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের কোচ দ্রাবিড়কে নতুন সঙ্গী দিল BCCI]
 

Source: Sangbad Pratidin

Related News
চাকদহে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, আশঙ্কাজনক অবস্থায় ভরতি কলকাতার নার্সিংহোমে
চাকদহে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, আশঙ্কাজনক অবস্থায় ভরতি কলকাতার নার্সিংহোমে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ফের হামলার শিকার এক তৃণমূল কর্মী (TMC Worker)। নদিয়ায় গুলিবিদ্ধ নেতা। তিনি বর্তমানে কলকাতার এক Read more

মেয়ের নামে থাকা টাকা হাতানোর ষড়যন্ত্র! নরেন্দ্রপুরে কিশোরীকে ‘খুন’ বাবার
মেয়ের নামে থাকা টাকা হাতানোর ষড়যন্ত্র! নরেন্দ্রপুরে কিশোরীকে ‘খুন’ বাবার

দেবব্রত মণ্ডল, বারুইপুর: এক বছর আগে বাড়ি থেকে উদ্ধার হয়েছিল স্ত্রীর দেহ। তার পরের বছর গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় Read more

খেতে বসে পাতে পড়ল না রসগোল্লা! বিয়েবাড়িতে তুমুল হাতাহাতি, হাসপাতালে ৬
খেতে বসে পাতে পড়ল না রসগোল্লা! বিয়েবাড়িতে তুমুল হাতাহাতি, হাসপাতালে ৬

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রসগোল্লায় গণ্ডগোল। সেই ঝামেলা থেকে শুরু ঝগড়া। কথা কাটাকাটি থেকে ঝামেলা গড়িয়ে গেল হাতাহাতি পর্যন্ত। এমনই Read more

গামছায় ব়্যাম্প মাতালেন অরিন্দম-নয়নিকা-অরিজিৎরা, কারিগর বিবি রাসেল
গামছায় ব়্যাম্প মাতালেন অরিন্দম-নয়নিকা-অরিজিৎরা, কারিগর বিবি রাসেল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যামেরার নেপথ্য থেকে পরিচালক অরিন্দম শীল এবার শো স্টপার। র‌্যাম্প মাতালেন প্রিয়া সিনেমাহলের কর্ণধার অরিজিৎ দত্ত-ও। Read more

কাটোয়ায় অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু, ‘ক্যানসারের যন্ত্রণায় গায়ে আগুন মায়ের’, দাবি ছেলের
কাটোয়ায় অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু, ‘ক্যানসারের যন্ত্রণায় গায়ে আগুন মায়ের’, দাবি ছেলের

ধীমান রায়, কাটোয়া: দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছেন। সেই রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘরে আগুন ধরিয়ে দিলেন এক যন্ত্রণাক্লিষ্ট Read more

জাতের যাতনা ও ‘উলটাপ্রদেশ’
জাতের যাতনা ও ‘উলটাপ্রদেশ’

উত্তরপ্রদেশে দুর্নীতি কোনও ইস্যু নয়, উন্নয়ন এক্সপ্রেস হাইওয়ে বা নয়ডার বিমানবন্দর কোনও ইস্যু নয়, এমনকী, মন্দির-মসজিদও এখনও পর্যন্ত বড় ইস্যু Read more