কেন্দ্রীয় সংস্থাগুলির মাধ্যমে প্রতিহিংসা চরিতার্থ করছে মোদি সরকার, নতুন রাষ্ট্রপতিকে নালিশ বিরোধীদের

সোমনাথ রায়, নয়াদিল্লি: দেশের নতুন রাষ্ট্রপতি (President of India) দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) অভিনন্দন জানালেন বিরোধী সাংসদরা। তবে সেই সঙ্গেই সেই চিঠিতে মূল্যবৃদ্ধি ও প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে জিএসটি (GST) বৃদ্ধি নিয়ে আলোচনায় সরকারের অনমনীয়তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। পাশাপাশি অভিযোগ জানিয়েছেন, মোদি সরকার বিরোধীদের প্রতি প্রতিহিংসাবশতই কেন্দ্রীয় সংস্থাগুলির ক্ষমতার অপব্যবহার করছে।
সোমবার সকালে দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু। তিনিই দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। মঙ্গলবারই তাঁকে চিঠি লিখলেন বিরোধীরা। চিঠির শুরুতেই রাষ্ট্রপতিকে সহৃদয় অভিনন্দন ও শুভেচ্ছা জানান তাঁরা। কিন্তু এরপরই লেখা হয়েছে, ”অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে সংসদের বাদল অধিবেশন বাধাপ্রাপ্ত হচ্ছে সরকারের অনমনীয় জেদের জন্য। মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যে জিএসটির বিষয়ে কোনও আলোচনাই চাইছে না সরকার।”
[আরও পড়ুন: শাশুড়িকে বেহুঁশ করে শ্বশুরবাড়িতে লুট, সঙ্গী প্রেমিক! বধূর কীর্তিতে শোরগোল বনগাঁয়]
পাশাপাশি আরও লেখা হয়েছে, ”কেন্দ্রীয় সংস্থাগুলিকে যেভাবে বিরোধী দলগুলির প্রতি প্রতিহিংসা চরিতার্থ করতে অপব্যবহার করছে মোদি সরকার, সে বিষয়েও আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমরা। আইন আইনের পথেই চলবে। কিন্তু যেভাবে সেটাকে ব্য়বহার করা হচ্ছে সেভাবে ব্যবহার করা যায় না।” চিঠিতে এই দুই বিষয়েই রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
প্রসঙ্গত, এবারের বাদল অধিবেশনের শুরু থেকেই অধিবেশন বাধাপ্রাপ্ত হয়েছে। কংগ্রেস বারবার প্রশ্ন তুলেছে, কেন মূল্যবৃদ্ধি ও জিএসটি নিয়ে কোনও আলোচনা করতে চাইছে না কেন্দ্র, যেখানে বিরোধী দলগুলি সকলেই এই নিয়ে আলোচনা করতে চাইছে। বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, অতীতে ২৬৭ নম্বর আইন মেনে নোটবন্দি, জম্মু ও কাশ্মীর ইস্যুর মতো নানা বিষয়ে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে কেন এবার কেন্দ্র আলোচনা করতে চাইছে না। এবার সেই প্রতিরোধের ঢেউ পৌঁছল রাষ্ট্রপতিকে লেখা চিঠিতেও। এখন দেখার, রাষ্ট্রপতি এই চিঠির কোনও উত্তর দেন কিনা।
[আরও পড়ুন: Partha Chatterjee: ১০ বছরের সম্পর্ক, যৌথভাবে সম্পত্তি কিনেছিলেন পার্থ-অর্পিতা! জোরাল দাবি ইডির]

Source: Sangbad Pratidin

Related News
ভোরে সেহরির সময়ে হেফাজত থেকে পালাল ২ লস্কর জঙ্গি, প্রশ্নের মুখে কাশ্মীর পুলিশ
ভোরে সেহরির সময়ে হেফাজত থেকে পালাল ২ লস্কর জঙ্গি, প্রশ্নের মুখে কাশ্মীর পুলিশ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর পুলিশের (Kashmir Police) হেফাজত থেকে পালাল দুই জঙ্গি। জানা গিয়েছে, লস্কর-ই-তইবার সদস্য ছিল পলাতক জঙ্গিরা। Read more

পড়ুয়াদের কথা ভেবে নয়া উদ্যোগ রাজ্যের, চালু হচ্ছে ‘পাড়ায় শিক্ষালয়’
পড়ুয়াদের কথা ভেবে নয়া উদ্যোগ রাজ্যের, চালু হচ্ছে ‘পাড়ায় শিক্ষালয়’

দীপঙ্কর মণ্ডল: করোনা কালে প্রায় দু’বছর ধরে বন্ধ স্কুল। প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা কার্যত ঘরবন্দি। এবার তাঁদের কাছে স্কুলের Read more

জমির ফসল খেয়েছে ছাগল, ‘শাস্তি’ দিতে বাবা-ছেলেকে কুপিয়ে খুন প্রতিবেশীর
জমির ফসল খেয়েছে ছাগল, ‘শাস্তি’ দিতে বাবা-ছেলেকে কুপিয়ে খুন প্রতিবেশীর

অতুলচন্দ্র নাগ, ডোমকল: ছাগলের ফসল খাওয়া নিয়ে গন্ডগোল। আর তার জেরেই বাবা-ছেলেকে কুপিয়ে খুন করল প্রতিবেশী। সোমবার সন্ধেয় ঘটনাটি ঘটে Read more

COVID-19: ফের দেশের দৈনিক সংক্রমণ ছাড়াল ৫ হাজারের গণ্ডি, চিন্তা বাড়াল মহারাষ্ট্রের কোভিড গ্রাফ
COVID-19: ফের দেশের দৈনিক সংক্রমণ ছাড়াল ৫ হাজারের গণ্ডি, চিন্তা বাড়াল মহারাষ্ট্রের কোভিড গ্রাফ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কড়া বিধিনিষেধের জেরে নিয়ন্ত্রণে এসেছে দেশের সার্বিক করোনা পরিস্থিতি। কিন্তু মারণ ভাইরাস যে এখনও বিদায় নেয়নি, Read more

শেষ রূপা, স্বপনের মেয়াদ, এপ্রিল থেকে রাজ্যসভায় আর থাকবেন না বাংলার কোনও বিজেপি সাংসদ
শেষ রূপা, স্বপনের মেয়াদ, এপ্রিল থেকে রাজ্যসভায় আর থাকবেন না বাংলার কোনও বিজেপি সাংসদ

নন্দিতা রায়, নয়াদিল্লি: এপ্রিলেই বদলে যাবে রাজ্যসভার (Rajya Sabha) হিসেব-নিকেশ। ২৪ এপ্রিলের পর বাংলা থেকে বিজেপির আর কোনও প্রতিনিধিত্ব থাকবে Read more

আদালতের আবেদনকে মান্যতা, শিক্ষিকা পদে নিয়োগের চিঠি পেলেন ক্যানসার আক্রান্ত সোমা দাস
আদালতের আবেদনকে মান্যতা, শিক্ষিকা পদে নিয়োগের চিঠি পেলেন ক্যানসার আক্রান্ত সোমা দাস

গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টের আবেদনকে মান্যতা স্কুল সার্ভিস কমিশনের। ক্যানসার আক্রান্ত সোমা দাসকে চাকরির সুপারিশ পত্র দিল এসএসসি (SSC)। Read more