সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের একুশের সমাবেশের সাক্ষী হতে ফেসবুক লাইভে চোখ রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! সমাবেশ চলাকালীনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এমনই একটি স্ক্রিনশট। আর তারপর থেকেই এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। যদিও ভাইরাল হওয়া ছবিটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
করোনাতঙ্ক কাটিয়ে দু’বছর পর ধর্মতলার বুকে পালিত হল তৃণমূলের শহিদ দিবস। এদিন সকাল থেকেই জনসমুদ্রে ভাসল ধর্মতলা চত্বর। তৃণমূল সুপ্রিমোর ডাকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এদিন হাজির হয়েছিলেন কর্মী-সমর্থকরা। প্রবল বৃষ্টি উপেক্ষা করেও ঘণ্টার পর ঘণ্টা তাঁরা দাঁড়িয়ে থাকলেন শুধুমাত্র প্রিয় দলনেত্রীর বার্তা শোনার জন্য। বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে পরবর্তী কর্মসূচিও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু যে তৃণমূল নেতা-সদস্য-সমর্থকরাই একুশের জনসভার দিকে নজর রেখেছিলেন, তা নয়। শহিদ দিবসের এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কী বার্তা দেন, তা দেখতে ও শুনতে আগ্রহী ছিল বিরোধীরাও!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি অন্তত সে কথাই বলছে। স্ক্রিনশটটিতে দেখা যাচ্ছে, ফেসবুক লাইভ চলাকালীন ‘ওয়াচিং’ অর্থাৎ দর্শকদের তালিকায় ভেসে উঠেছে শুভেন্দু অধিকারীর নামও। যেখানে শুভেন্দুর ছবির পাশে একটি ব্লু টিকও রয়েছে। অর্থাৎ প্রোফাইলটি ভেরিফায়েড। তাই নেটিজেনদের অনেকেরই দাবি, সত্যিই শুভেন্দু একুশের জনসমাবেশে নজ রেখেছিলেন।
তাছাড়া এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গ উল্লেখ করলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলের শহিদ দিবস নিয়ে বিরোধীরা কটাক্ষ করছেন! এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “আমি তো শুনলাম শুভেন্দু নিজেও একুশের সভা ফেসবুক থেকে দেখছিল।” এ বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Source: Sangbad Pratidin