অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে ১৫, নিরাপদে উদ্ধার অন্তত ১৫ হাজার পুণ্যার্থী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫। যুদ্ধকালীন তৎপরতায় শনিবারও চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ১৫ হাজার পুণ্যার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ৪০ জনের হদিশ মেলেনি। বিপর্যয় মোকাবিলায় নেমেছে আইটিবিপির (ITBP) জওয়ানরাও। পুণ্যার্থীদের উদ্ধারের পর হেলিকপ্টারে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কালীমাতা ও অমরনাথ (Amarnath Yatra) গুহার মাঝখানে ঘটনাটি ঘটেছে। কাতারে কাতারে যেখানে ভিড় জমিয়েছিলেন পুণ্যার্থীরা। শুক্রবার আচমকা মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভেসে গিয়েছে পুণ্যার্থীদের অন্তত ২৫টি ক্যাম্প। উদ্ধারকাজ শুরু করে এনডিআরএফ ও এসডিআরএফ-এর দল। শনিবার সকালে শ্রীনগর থেকে উদ্ধারকাজের জন্য উড়ে যাওয়ার কথা ছিল ভারতীয় বায়ুসেনার Mi-17 হেলিকপ্টারের। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা সময়ে রওনা দিতে পারেনি। তবে নীলগ্রর, বালটাল এলাকায় যেখানে পুণ্যার্থীরা আটকে পড়েছেন, সেখানে পৌঁছে গিয়েছেন জওয়ানরা। এখনও চলছে উদ্ধারকাজ। জানা গিয়েছে, এখন পর্যন্ত ১৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। বর্তমানে এনডিআরএফ-এর তিনটি দলও উদ্ধারকাজ চালাচ্ছে।
[আরও পড়ুন: জল্পনাতেই সিলমোহর, বাংলা ছেড়ে ক্রিকেটার ও মেন্টর হিসেবে ত্রিপুরাতে সই ঋদ্ধিমানের]

Jammu & Kashmir | 15 dead in the Amarnath cloud burst incident. Rescue operation continues. The foot yatra has been temporarily suspended: Indian Army officials pic.twitter.com/7N5iBpftbW
— ANI (@ANI) July 9, 2022

গতকাল বিকেল ৫.৩০ মিনিট নাগাদ অমরনাথ গুহার কাছে আচমকা মেঘ ভাঙা বৃষ্টি হয়। ফলে পাহাড় থেকে প্রবল বেগে নেমে আসে বিপুলাকৃতি জলের ধারা। নিরাপদ আশ্রয় পাওয়ার পর নিজেদের ভয়ংকর সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন পুণ্যার্থীরা। একজনের কথায়, “মেঘ ভাঙা বৃষ্টির দশ মিনিটের মধ্যে আটজনের মৃত্যুর খবর জানতে পারি। জলের তোড়ে ভেসে আসছিল বড় বড় পাথর। লঙ্গরখানার মধ্যেও ঢুকে পড়ে কাদা মাটি। রীতিমতো ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়। প্রবল বৃষ্টি সত্ত্বেও পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছিলেন। তাঁরাও এই পরিস্থিতির শিকার হন।”
নোডাল মেডিক্যাল অফিসার জানান, এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন। ১০ জন আহতের মধ্যে মাথায় আঘাত লেগেছে দু’জনের। পাঁচজনের ফ্র্যাকচার হয়েছে। খারাপ আবহাওয়ার দরুণ আপাতত পায়ে হেঁটে তীর্থযাত্রা বন্ধ রাখা হয়েছে। যাঁরা এখনও পৌঁছতে পারেননি, তাঁদের বালটালের বেস ক্যাম্পে থাকতে বলা হয়েছে।
[আরও পড়ুন: ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা-কর্মী খুনে প্রথম গ্রেপ্তার, কুলতলি থেকে পাকড়াও আফতাবউদ্দিন]

Source: Sangbad Pratidin

Related News
‘রাজনীতির বাইরের জীবন’, শান্তনু ঠাকুরের পিকনিকে যোগ দিয়ে সাফাই বিজেপির ‘বিক্ষুব্ধ’ নেতাদের
‘রাজনীতির বাইরের জীবন’, শান্তনু ঠাকুরের পিকনিকে যোগ দিয়ে সাফাই বিজেপির ‘বিক্ষুব্ধ’ নেতাদের

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ‘বিক্ষুব্ধদের বিদ্রোহে’ আপাতত বঙ্গ বিজেপি সরগরম। একাধিকবার বৈঠক করেছেন ‘বিদ্রোহী’ নেতারা। এবার শান্তনু ঠাকুরের নেতৃত্বে পিকনিক করলেন Read more

আমেরিকায় মুদ্রানীতি অপরিবর্তিত, কিন্তু তাতে স্বস্তি কত দিন?
আমেরিকায় মুদ্রানীতি অপরিবর্তিত, কিন্তু তাতে স্বস্তি কত দিন?

আমেরিকার সেন্ট্রাল ব্যাংক, যারা ফেডারেল রিজার্ভ নামে বিশ্বখ‌্যাত, সম্প্রতি ঘোষণা করেছে-সুদের হারে তারা কোনও বদল করছে না। মার্কিন মুলুক থেকে Read more

চলছিল হিন্দি সিনেমা, পর পর কানাডার তিন থিয়েটারে অজানা গ্যাস হামলা!
চলছিল হিন্দি সিনেমা, পর পর কানাডার তিন থিয়েটারে অজানা গ্যাস হামলা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি সিনেমা চলছিল কানাডার (Canada) তিনটি প্রেক্ষাগৃহ। কিন্তু মাঝপথে তড়িঘড়ি থিয়েটার ফাঁকা করে দিল কর্তৃপক্ষ। নেপথ্যে Read more

‘অন্য কেউ ক্ষমতায় এলে আরও খারাপ হবে’, ফিরহাদ-মদনের বাড়িতে CBI হানা, মন্তব্য দেবের
‘অন্য কেউ ক্ষমতায় এলে আরও খারাপ হবে’, ফিরহাদ-মদনের বাড়িতে CBI হানা, মন্তব্য দেবের

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: রবিবার সাতসকালে কলকাতা ও সংলগ্ন জেলার বিভিন্ন প্রান্তে হেভিওয়েট নেতা, মন্ত্রীদের ডেরায় হানা দিয়েছে সিবিআই (CBI)। ফিরহাদ Read more

রাহুলকে ‘দেবদাস’ বানিয়ে পোস্টার পাটনায়, পালটা ৪ রাজ্যে বিজেপিকে হারানোর হুঙ্কার কংগ্রেস নেতার
রাহুলকে ‘দেবদাস’ বানিয়ে পোস্টার পাটনায়, পালটা ৪ রাজ্যে বিজেপিকে হারানোর হুঙ্কার কংগ্রেস নেতার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধী বৈঠক শুরুর আগে পাটনায় রাস্তায় চমকপ্রদ পোস্টার চোখে পড়ছে। যেখানে রাহুল গান্ধীকে দেখা যাচ্ছে দেবদাসের Read more

ভারতীয় ভূখণ্ডে কুনজর দিলে ফল ভাল হবে না, নাম না করে চিনকে কড়া হুঁশিয়ারি রাজনাথের
ভারতীয় ভূখণ্ডে কুনজর দিলে ফল ভাল হবে না, নাম না করে চিনকে কড়া হুঁশিয়ারি রাজনাথের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত শান্তিপ্রিয় দেশ, কিন্তু দেশের জমিতে কুনজর দিলে ছেড়ে দেওয়া হবে না। এই ভাষাতেই সোমবার নাম Read more