নামী সংস্থার ভুয়ো ওয়েবসাইটে টাকা হাতানোর চক্র সক্রিয় শহরে, লালবাজারের জালে তিন

অর্ণব আইচ: একটি নামী কেক নির্মাতা সংস্থার শাখা দোকান খোলার নাম করে টাকা হাতানোর চক্রের তিনজন গ্রেপ্তার হল পুলিশের হাতে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ধর্মেন্দ্র রাম ও নীতিশ কুমার কলকাতা থেকে গ্রেপ্তার হয়েছে। প্রিন্স রাজ ধরা পড়েছে বিহার থেকে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ওই কেক নির্মাতা সংস্থার একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করে। ওই ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয় যে, কেক সংস্থার হয়ে কেউ নতুন দোকান খুলতে পারেন। তার বদলে তাঁকে লক্ষাধিক টাকা দিতে হবে। সংস্থাটি দোকান সাজিয়ে দেবে। দোকানের ঠিকানাও দিতে বলা হয়। কলকাতার একাধিক ব্যক্তি ওই ফাঁদে পা দেন। তাঁরা অনলাইনে ফর্ম ভরেন। আবার ফোনেও কথা হয়। সেইমতো কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করেন।
[আরও পড়ুন: জল্পনাতেই সিলমোহর, বাংলা ছেড়ে ক্রিকেটার ও মেন্টর হিসেবে ত্রিপুরাতে সই ঋদ্ধিমানের]

কিন্তু টাকা দেওয়ার পর কোনও সাড়া না মেলায় তাঁদের সন্দেহ হয়। ওই কেক নির্মাতা সংস্থার সঙ্গে যোগাযোগ করলে জানানো হয় যে, ওই ওয়েবসাইটটি ভুয়ো। এর পরই এই ব্যাপারে লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের হয়। ব্যাংক অ্যাাকউন্ট ও মোবাইলের সূত্র ধরে গোয়েন্দারা তদন্ত শুরু করে তিনজনকে গ্রেপ্তার করেন। গোয়েন্দাদের মতে, এই চক্রের পিছনে আরও বড় মাথা রয়েছে।
লালবাজারের কর্তাদের মতে, এই ধরনের ওয়েবসাইটের মাধ্যমে ফাঁদ তৈরি করেছে সাইবার জালিয়াতরা। বিভিন্ন নামী সংস্থার ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। তাতে থাকছে জাল বিজ্ঞাপন। কলকাতা পুলিশের পরামর্শ, যে কোনও সংস্থার ওয়েবসাইটে আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে কেউ যেন প্রলুব্ধ না হন। তিনি যেন খতিয়ে দেখার চেষ্টা করেন যে, সেই ওয়েবসাইটটি আসল কি না। অনেক সময় নকল ওয়েবসাইটের সঙ্গে আসলের এতটাই মিল থাকে যে, সহজে ধরা পড়ে না। তবু কোনও অ্যাকাউন্টে টাকা দেওয়ার আগে ওয়েবসাইট যাচাই করে নিতে হবে। এই ভুয়া ওয়েবসাইটের চক্রের অন্য সদস্যদেরও সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: শিনজো আবের মৃত্যুতে বাতিল এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর কলকাতা সফর]

Source: Sangbad Pratidin

Related News
Elon Musk: এই শর্তটি পূরণ না হলে টুইটার কিনবেন না, হুঁশিয়ারি এলন মাস্কের
Elon Musk: এই শর্তটি পূরণ না হলে টুইটার কিনবেন না, হুঁশিয়ারি এলন মাস্কের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও মুহূর্তে ৪,৪০০ কোটি ডলারের চুক্তিতে ইতি টানতে পারেন এলন মাস্ক। টুইটারকে এবার রীতিমতো হুমকির Read more

মতুয়াদের বার্তা দেওয়ার আগেই স্মৃতিতে ডুব মোদির, পোস্ট করলেন বড়মার সঙ্গে ছবিও
মতুয়াদের বার্তা দেওয়ার আগেই স্মৃতিতে ডুব মোদির, পোস্ট করলেন বড়মার সঙ্গে ছবিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিচাঁদ ঠাকুরের ২১১ তম জন্মতিথি। মঙ্গলবার পুণ্যস্নান এবং মতুয়া মহাধর্ম মেলা। আগামিকাল ভারচুয়ালি ভক্তদের বার্তা দেবেন Read more

Russia-Ukraine War: ইউক্রেনে প্রথমবার হাইপারসনিক মিসাইল হামলা, আকাশ থেকে নামল মৃত্যুদূত ‘কিনঝল’
Russia-Ukraine War: ইউক্রেনে প্রথমবার হাইপারসনিক মিসাইল হামলা, আকাশ থেকে নামল মৃত্যুদূত ‘কিনঝল’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ দিনে পা দিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War)। বারবার বৈঠক করেও মিলছে না রফাসূত্র। এমন আবহে Read more

কলকাতায় জোড়া অগ্নিকাণ্ড, জোড়াবাগানে পুড়ে ছাই বসতি, গড়িয়াহাটে পুড়ল দোকান
কলকাতায় জোড়া অগ্নিকাণ্ড, জোড়াবাগানে পুড়ে ছাই বসতি, গড়িয়াহাটে পুড়ল দোকান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে জোড়া অগ্নিকাণ্ড। রাতের শহরে পুড়ে ছাই হল জোড়াবাগান বসতির একাধিক ঝুপড়ি। অন্যদিকে ভোররাতে আগুন লাগে Read more

অনলাইন বিক্রেতাদের মাথায় হাত, আর ফেসবুক লাইভে বিক্রি করা যাবে না পণ্য!
অনলাইন বিক্রেতাদের মাথায় হাত, আর ফেসবুক লাইভে বিক্রি করা যাবে না পণ্য!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু যোগাযোগ নয়, উপার্জনের রাস্তাও খুলে দিয়েছে মার্ক জুকারবার্গের ফেসবুক (Facebook)। বহু মানুষ ফেসবুকের মাধ্যমে অনলাইন Read more

‘ভোটে এত মানুষ খুন হল, সাংসদ হয়ে আপনি জুয়ার বিজ্ঞাপন করছেন, ছিঃ’! কটাক্ষ নুসরতকে
‘ভোটে এত মানুষ খুন হল, সাংসদ হয়ে আপনি জুয়ার বিজ্ঞাপন করছেন, ছিঃ’! কটাক্ষ নুসরতকে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটে রক্তস্নাত বাংলা। রাজ্যের বিভিন্ন জেলায় ভোটের বলি হয়েছেন বহু মানুষ। কত মায়ের কোল খালি Read more