চরম গরমে নতুন স্বাদের খাবার বানাতে চান? রইল লিচুর দিয়ে তৈরি ২ রেসিপি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম, লিচু, কাঁঠাল। গরমের এই তিন সুস্বাদু ফল, তীব্র গরমকেও যেন ভুলিয়ে দিতে পারে। তবে শুধু ফলের রস বা আস্ত ফল নয়। এই তিন ফল দিয়েই রান্না করা যায় সুস্বাদু খাবার। তবে প্রথমে রইল লিচু দিয়ে তৈরি নতুন স্বাদের খাবার।
লিচুর পায়েস-
যা যা লাগবে–
১ লিটার দুধ, ১ কাপ গোবিন্দভোগ চাল, ২ থেকে ৩ চামচ খোয়া ক্ষীর, ২০০ গ্রাম চিনি, ১/২ কাপ ড্রাই ফ্রুটস , ২টো এলাচ, ২টো তেজপাতা এবং কুচি কুচি করে কাটা আটটি লিচু।
[আরও পড়ুন: মূত্র ও নর্দমার জল থেকেই তৈরি হচ্ছে ‘পরিবেশবান্ধব’ বিয়ার! সুরাপ্রেমীরা শুনছেন?]
তৈরি করুন এভাবে–
প্রথমে মাঝারি আঁচে একটি কড়াইয়ে দুধ ফুটিয়ে নিন। অন্যদিকে চাল জলে ভিজিয়ে রাখতে হবে বেশ কয়েক ঘণ্টা। দুধ ঘন হয়ে হলুদ হয়ে এলে তাতে চাল ঢেলে দিন। চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত দুধ ফুটতে দিন। এরপর চাল সেদ্ধ হয়ে এলে, তাতে এলাচ গুঁড়ো ও তেজপাতা দিন। কিছুক্ষণ রান্না করার পর, লিচুর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। তারপর খোয়া ক্ষীর, স্বাদমতো চিনি দিয়ে নেড়ে দিতে হবে ভাল করে। ২ মিনিট রান্না হওয়ার পর পায়েস ঘন হয়ে এলে একটি পাত্রে ঢেলে নিন। পরিবেশনের আগে কাজুবাদাম, কিসমিস, পেস্তা দিয়ে সাজিয়ে লিচুর পায়েস পরিবেশন করুন।
শুধু পায়েস কেন, এই গরমে তৈরি করতে পারেন লিচু নারকেলের কুলফিও।
যা যা লাগবে-
লিচু ১০-১৫টি, গুঁড়ো দুধ ২ কাপ, নারকেল কোড়ানো ২ কাপ, নারকেলের দুধ ২ কাপ ও ফুল ক্রিম তরল দুধ ২ লিটার।
তৈরি করুন এভাবে-
প্রথমে লিচুর খোসা ছড়িয়ে বিজ আলাদা করে নিন। তারপর লিচুগুলো ব্লেন্ড করে নিন। এরপর মাঝারি আঁচে নারকেল কোড়ানো, নারকেলেরর দুধ ও তরল দুধ একসঙ্গে মিশিয়ে জ্বাল দিন।
সব উপকরণ ভালো করে নেড়ে ব্লেন্ড করা লিচু যোগ করুন। এরপর বারবার নাড়তে থাকুন। যখন মিশ্রণটি ঘন হয়ে আসবে তখন ওভেনের আঁচ বন্ধ করে দিন। মিশ্রণটি একটি বড় পাত্রে ঢেলে নিন ও ঠান্ডা করুন। ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটি কুলফির ছাঁচে ঢেলে ডিপ ফ্রিজারে রেখে দিন। কুলফি অল্প জমে গেলে এর মধ্যে কাঠি ঢুকিয়ে দিন। এরপর কয়েক ঘণ্টা পর্যন্ত কুলফি ফ্রিজে রেখে দিন। তৈরি আপনার সুস্বাদু লিচু-নারকেলের কুলফি।
[আরও পড়ুন: জামাইয়ের পাতে পড়ুক নতুন স্বাদের মিষ্টি, খোঁজ দিচ্ছে কলকাতার এই তিন রেস্তরাঁ ]

Source: Sangbad Pratidin

Related News
১৬ বছরেও উদ্ধার হয়নি কিশোরের দেহ, অপরাধ কবুলে খুনিকে দোষী সাব্যস্ত করল আদালত
১৬ বছরেও উদ্ধার হয়নি কিশোরের দেহ, অপরাধ কবুলে খুনিকে দোষী সাব্যস্ত করল আদালত

গোবিন্দ রায়: ১৬ বছর আগে সম্পত্তির লোভে কাকার হাতে খুন হাতে হয়েছিল বছর আটের কিশোর ভাইপোকে। ঘটনায় কয়েক বছর যাবৎ Read more

কুণাল ঘোষের নম্বর পোস্ট করে টাকা চাওয়ার ‘নিদান’ বিজেপির! তুঙ্গে বিতর্ক
কুণাল ঘোষের নম্বর পোস্ট করে টাকা চাওয়ার ‘নিদান’ বিজেপির! তুঙ্গে বিতর্ক

সৌরভ মাজি, বর্ধমান: তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের (Kuntal Ghosh) মোবাইল নম্বর প্রকাশ করে সারদার টাকা ফেরত চাওয়ার ‘নিদান’ দিলেন বিজেপির Read more

হায়দরাবাদ ধাক্কা কাটিয়ে রোহিতদের বিরুদ্ধে নামছে কেকেআর, স্পিন ত্রয়ীই এগিয়ে রাখছে নাইটদের
হায়দরাবাদ ধাক্কা কাটিয়ে রোহিতদের বিরুদ্ধে নামছে কেকেআর, স্পিন ত্রয়ীই এগিয়ে রাখছে নাইটদের

মনোজ তিওয়রি: আইপিএলে কেকেআর (KKR) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ম‌্যাচটা এলে আজও কেমন একটা উত্তেজনা টের পাই। অনেক পুরনো Read more

WB Panchayat Election 2023: নেই বিকল্প, পঞ্চায়েত ভোটে মেদিনীপুরে সিপিএমের ‘সেনাপতি’ সুশান্ত ঘোষই
WB Panchayat Election 2023: নেই বিকল্প, পঞ্চায়েত ভোটে মেদিনীপুরে সিপিএমের ‘সেনাপতি’ সুশান্ত ঘোষই

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: পঞ্চায়েত ভোটে (Panchayat Election) মনোনয়ন জমা দেওয়ার পর এই প্রথম নির্বাচনী সমাবেশ করল সিপিএম (CPM)। রবিবার চন্দ্রকোনার Read more

‘কান্নাকাটির সময় পরে পাবেন’, বিশেষ অধিবেশনের আগে বিরোধীদের কটাক্ষ মোদির
‘কান্নাকাটির সময় পরে পাবেন’, বিশেষ অধিবেশনের আগে বিরোধীদের কটাক্ষ মোদির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীদের প্রতিবাদকে ‘কান্নাকাটি’ বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী। সংসদের বিশেষ অধিবেশনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, Read more

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত প্রায় আড়াই হাজার, পজিটিভিটি রেট ১৬.২৪ শতাংশ
Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত প্রায় আড়াই হাজার, পজিটিভিটি রেট ১৬.২৪ শতাংশ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। একদিনে মোট সংক্রমিত হয়েছেন  ২৪৮৬ জন। কলকাতাকে পিছনে ফেলে গত Read more