তদন্তে গিয়ে ব্যবসায়ীর ২৫ লক্ষ টাকা, ৩০ ভরি সোনা নিয়ে চম্পট দিল পুলিশ! হইচই মালদহে

বাবুল হক, মালদহ: রক্ষকই যখন ভক্ষক! খোদ পুলিশের বিরুদ্ধেই ‘ডাকাতি’র (Robbery) অভিযোগ উঠল মালদহে (Malda)। ভিনরাজ‍্যে শ্রমিক সরবরাহকারী এক ব্যবসায়ীর বাড়িতে অস্ত্রের তল্লাশি করতে এসে বেশ কয়েক লক্ষ টাকা ও বিপুল পরিমাণ সোনার গয়না নিয়ে চম্পট দিল পুলিশ (Police)। এমনটাই অভিযোগ। বুধবার সকালে এই ঘটনা চাউর হতেই শোরগোল পড়ে যায় মালদহ জেলা পুলিশ মহলে। ইতিমধ্যে দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করে তদন্ত শুরু হয়েছে।
পুলিশের বিরুদ্ধে ‘ডাকাতি’র অভিযোগ তুলেছেন কালিয়াচকের বাহান্ন বিঘা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আসরাউল শেখ। তাঁর অভিযোগ, পুলিশ তাঁর বাড়িতে তল্লাশির নামে লুঠপাট চালিয়েছে। নগদ প্রায় ২৫ লক্ষ টাকা ও ৩০ ভরি সোনা লুঠ করে চম্পট দিয়েছে পুলিশ। যদিও পুলিশের একটি মহল এই অভিযোগ মানতে চায়নি।
[আরও পড়ুন: এই না হলে প্রেম! প্রেমিকার জন্য দামি উপহার কিনতে ডাকাতি করল ৩ যুবক]
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আসরাউল শেখের বাড়িতে কালিয়াচক থানার সহকারি সাব-ইনসপেক্টর পীযূষ মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল হানা দেয়। আসরাউল তখন বাড়িতেই ছিলেন। পুলিশ তাঁকে আটক করে গাড়িতে তোলে। তারপর তাঁর বাড়িতে তল্লাশি চালানো শুরু করে। তল্লাশিতে তাঁর বাড়ি থেকে আনুমানিক নগদ ২৫ লক্ষ টাকা এবং প্রায় ৩০ ভরি সোনা পায় পুলিশ। কিন্তু সেই টাকা ও সোনা সরকারিভাবে বাজেয়াপ্ত করা হয়নি বলে অভিযোগ। এমনকি অভিযুক্তকে ছেড়ে দিয়ে টাকা ও সোনা নিয়ে চম্পট দেয় পুলিশ!
যদিও মালদহের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) আনীষ সরকার দাবি করেন, বাড়ির মালিক আসরাউলই টাকা ও সোনা নিয়ে পালিয়েছেন। তবে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগটিকে সহজভাবে নেয়নি মালদহ জেলা পুলিশ প্রশাসন।
[আরও পড়ুন: নিজের বাড়িতেই ডাকাতির ছক? উত্তর কলকাতায় বধূর কাণ্ডকারখানায় ধন্দে পুলিশ]
মালদহের পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। যেহেতু একটি গুরুতর অভিযোগ উঠেছে পুলিশ অফিসারের বিরুদ্ধে, তাই তাঁকে সাসপেন্ড করে বসিয়ে দিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা দু’জন কনস্টেবলকেও সাসপেন্ড করা হয়েছে। পরবর্তীতে তদন্ত রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ করা হবে।”
এদিকে এখনও অবধি খোঁজ মেলেনি ‘পলাতক’ আসরাউলের। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ‘ডাকাতি’র অভিযোগ নিতে পুলিশ গড়িমসি করেছে।

Source: Sangbad Pratidin

Related News
ফের দিল্লির ব্যস্ত রাস্তায় শুটআউট, চলল ১০ রাউন্ড গুলি, প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা
ফের দিল্লির ব্যস্ত রাস্তায় শুটআউট, চলল ১০ রাউন্ড গুলি, প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজধানীতে শুটআউট (Shoot Out)। ভর সন্ধেয় দিল্লির (Delhi) ব্যস্ত রাস্তায় চলল গুলি। ১০ রাউন্ড গুলিতে Read more

রাস্তায় ছুটছে ভলভো টোটো! রয়েছে টিভি-সিসিটিভি, চড়বেন নাকি?
রাস্তায় ছুটছে ভলভো টোটো! রয়েছে টিভি-সিসিটিভি, চড়বেন নাকি?

অর্ণব দাস, বারাসত: ভলভো বাস, বিলাসবহুল গাড়ি তো চড়েছেন নিশ্চয়ই। এসি, টিভি নিয়ে এক আরামের যাত্রা। কিন্তু ভলভো টোটো শুনেছেন? Read more

আপৎকালীন দরজা না থাকাতেই বিপত্তি! লখনউয়ের হোটেলে বিধ্বংসী আগুনে মৃত্যু বেড়ে ৬
আপৎকালীন দরজা না থাকাতেই বিপত্তি! লখনউয়ের হোটেলে বিধ্বংসী আগুনে মৃত্যু বেড়ে ৬

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোটেল কর্তৃপক্ষের গাফিলতি তথা নিয়ম ভঙ্গেই বলি হয়েছেন ৬ জন মানুষ! লখনউয়ের (Lucknow) হোটেলের বিধ্বংসী আগুনে Read more

করমণ্ডল দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, শনাক্ত করা যায়নি ৮১ দেহ, DNA রিপোর্টের অপেক্ষায় পরিবার
করমণ্ডল দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, শনাক্ত করা যায়নি ৮১ দেহ, DNA রিপোর্টের অপেক্ষায় পরিবার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালেশ্বরের ভয়ংকর ট্রেন দুর্ঘটনার পর থেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বহু যাত্রী। তবে জীবনযুদ্ধে হার Read more

ICC World Cup 2023: ‘শক্তিশালীদের বিরুদ্ধে হেরেছ, মাথা উঁচু রাখ’, স্বপ্নভঙ্গের পর রোহিতদের সান্ত্বনা শচীন-গাভাসকরদের
ICC World Cup 2023: ‘শক্তিশালীদের বিরুদ্ধে হেরেছ, মাথা উঁচু রাখ’, স্বপ্নভঙ্গের পর রোহিতদের সান্ত্বনা শচীন-গাভাসকরদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেক ভালো দলের বিরুদ্ধে হেরেছ। তাই এতটুকু লজ্জিত হওয়ার দরকার নেই। ১২ বছর পর ফাইনালে উঠেও Read more

জন্মগত শারীরিক ত্রুটি থাকা নবজাতকের সেবায় নতুন পোর্টাল রাজ্যের
জন্মগত শারীরিক ত্রুটি থাকা নবজাতকের সেবায় নতুন পোর্টাল রাজ্যের

ক্ষীরোদ ভট্টাচার্য: এবার থেকে নবজাতকের জন্মগত শারীরিক ত্রুটি থাকলে স্বাস্থ্য ভবনের এই পোর্টালে তা নথিভুক্ত করতে হবে। পোর্টালের নাম “জাতকসেবা”। Read more